জম্মু-কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ‘সন্ত্রাসী’

ডেস্ক, রাজনীতি ডটকম
জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলায় ভারতীয় বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনীর চিনার কোর। তারা জানিয়েছে, এ ঘটনায় ‘দুই সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় অনুপ্রবেশের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার কুপওয়ারার কেরান সেক্টরে যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে চিনার কোর জানিয়েছে, সতর্ক সেনারা সীমান্তের কাছে সন্দেহজনক ঘোরাফেরা শনাক্ত করে। এ সময় সেনারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করলে তারা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। প্রাণ বাঁচাতে সেনারাও পালটা গুলি করতে বাধ্য হয়।

চিনার কোর আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে অনুপ্রবেশকারী ‘দুই সন্ত্রাসী’র মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে এখনো অভিযান চলছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকা জুড়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৪ অক্টোবর লাইন অব কন্ট্রোল দিয়ে অনুপ্রবেশ চেষ্টা ঠেকাতে গিয়ে কুপওয়ারায় দুই ‘সন্ত্রাসী’র নিহত হওয়ার খবর দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাশিয়ার তেল কিনতে ট্রাম্পের ‘ছাড়’ পেল ইউরোপের একটি দেশ

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি জানান, হাঙ্গেরিই ইউরোপের একমাত্র দেশ, যারা কি না রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে এবং এর জন্য তাদের কোনো ‘শাস্তি’র মুখোমুখি হতে হবে না।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত শিডিউল, ফ্লাইট বাতিল-দেরিতে ভোগান্তি

আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটার মতো বড় বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে। এসব এয়ারলাইন্স বিবৃতিতে বলেছে, তারা যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনা মূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছে।

১ দিন আগে

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৭ জনের সবার নাম প্রকাশ করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও গ্রেপ্তারি পরোয়ানার তালিকাভুক্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন।

১ দিন আগে

মার্কিন সরকারে শাটডাউনে ৩৭ দিনেও হয়নি সুরাহা

রিপাবলিকানদের দখলে সিনেটে ৫৩টি আসন থাকলেও সরকার পুরোপুরি কার্যকর করতে ৬০টি ভোট প্রয়োজন। এক রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিরোধিতা করায় এখন অন্তত আটজন ডেমোক্র্যাটকে দলীয় অবস্থানের বিপরীতে ভোট দিতে হবে। এখন পর্যন্ত কেবল দুই ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

২ দিন আগে