এবারও কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এ বছরও অংশ নিতে পারছেন না বাংলাদেশের প্রকাশকরা। টানা দ্বিতীয়বারের মতো এই বইমেলায় বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন থাকছে না বলে নিশ্চিত করেছে আয়োজকরা।

এর আগে প্রতিবছর কলকাতা বইমেলায় বাংলাদেশের অনেক প্রকাশক অংশ নিতেন। মেলায় বাংলাদেশি লেখকদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো, বিক্রিও হতো উল্লেখযোগ্য পরিমাণে।

তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর গত বছর থেকেই কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না, চলতি বছরেও সেই অবস্থার পরিবর্তন হচ্ছে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি বিবিসি বাংলাকে বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে এ বছর মেলায় অংশ নেওয়ার আগ্রহ জানানো হয়েছিল। তবে আমরাই তাদের অংশগ্রহণের অনুমতি দিচ্ছি না।’

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলোও বিষয়টি নিশ্চিত করেছে যে, এবারের বইমেলায় অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছিল।

এ বিষয়ে ত্রিদিব চ্যাটার্জি বলেন, ‘বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। সেই সবুজ সংকেত না আসায় বাংলাদেশ মেলায় থাকছে না। তবে কোনো ভারতীয় স্টলে কেউ যদি বাংলাদেশের বই রাখেন, তাতে আমাদের আপত্তি নেই।’

এদিকে নিয়মিত অংশগ্রহণকারী আরেক দেশ যুক্তরাষ্ট্রও এ বছর কলকাতা বইমেলায় থাকছে না। বাজেট বরাদ্দ না পাওয়াকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন আয়োজকরা।

আর্জেন্টিনাকে এবারের বইমেলার থিম দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার প্রথমবারের মতো বইমেলায় অংশ নিচ্ছে ইউক্রেন। এ ছাড়া দীর্ঘ ১৫ বছর পর আবারও চীনের প্যাভিলিয়ন দেখা যাবে মেলায়।

মোট ২১টি দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের এক হাজারের বেশি প্রকাশক এবারের বইমেলায় স্টল দিচ্ছেন। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সল্টলেকের স্থায়ী ‘বইমেলা প্রাঙ্গণ’-এ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেন।

উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক বইমেলা বিশ্বের বৃহত্তম অ-বাণিজ্যিক বইমেলা হিসেবে পরিচিত। জনসমাগমের দিক থেকেও এটি বিশ্বে শীর্ষস্থানীয় বইমেলাগুলোর একটি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আরও ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এক নারীসহ এই ৩৬ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

১ দিন আগে

ম্যাক্রোঁকে চাপে রাখতে ফরাসি মদে ২০০% শুল্কের হুমকি ট্রাম্পের

নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত করতে চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যেই ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

১ দিন আগে

বিপণন-বিক্রয়ে ৬০% সৌদি কর্মী বাধ্যতামূলক, কমছে প্রবাসীদের সুযোগ

বিপণন ও বিক্রয় (মার্কেটিং এবং সেলস) খাতে দেশের নাগরিকদের কর্মসংস্থানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ফলে দেশটিতে থাকা অন্য দেশের নাগরিকদের (প্রবাসী) কাজের সুযোগ কমছে।

১ দিন আগে

গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প, সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছে ইইউ

শুল্ক আরোপের এই হুমকি আসলেই বাস্তবায়ন করবেন কি না জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, "করবো, শতভাগ।"

১ দিন আগে