দিল্লি-মুম্বাই হাইকোর্টে বোমা হামলার হুমকি

ডেস্ক, রাজনীতি ডটকম
দিল্লি ও মুম্বাই হাইকোর্ট। ছবি: সংগৃহীত

দিল্লি ও মুম্বাই হাইকোর্ট বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। হুমকির ইমেইলে বলা হয়েছে, তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হবে।

হুমকির পর গোটা এলাকায় একাধিকবার তল্লাশি চালিয়েও সন্দেভাজন কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। কারা এ হুমকি দিয়েছে, নিরাপত্তা ও তদন্তের স্বার্থে সে বিষয়েও কিছু জানায়নি পুলিশ।

এনডিটিভি ও ডেকান হেরাল্ডের খবরে বলা হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ইমেইল করে এই হুমকি দেওয়া হয়। প্রথমে দিল্লি হাইকোর্টকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেইল করা হয়। পরে একইভাবে মুম্বাই হাইকোর্টকেও হুমকি দেওয়া হয়।

খবরে বলা হয়, এজলাসে শুনানি শুরু হওয়ার পরপরই বোমা হামলার হুমকি দিয়ে হাইকোর্টের অফিশিয়াল আইডিতে ইমেইল পাঠানো হয়। হুমকি আসতেই এজলাস থেকে উঠে যান বিচারক ও বাদী-বিবাদী সব পক্ষ। কোর্ট রুম থেকে বেরিয়ে যান আইনজীবীরাও। উভয় আদালত চত্বরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দিল্লি-মুম্বাই দুই হাইকোর্ট চত্বরে পৌঁছায় পুলিশ ও বোম্ব স্কোয়াড। আদালত চত্বর তল্লাশি করা হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, ইমেইলের বিষয় হিন্দিতে লেখা হলেও বাকি অংশ ইংরেজিতে লেখা হয়েছে। দুপুর ২টার পর তিনটি বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি পাঠানো হয়েছে তা খোঁজা হচ্ছে। আপাতত দিল্লি ও মুম্বাই হাইকোর্টের সব কক্ষের শুনানি বন্ধ। আদালত প্রাঙ্গণে উপস্থিত সবাইকে সরে যেতে বলা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তল্লাশি অভিযান চালিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল ও কুকুর দল সহ দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় ও মৌলানা আজাদ মেডিকেল কলেজে (এমএএমসি) বোমা হামলার হুমকি পাঠানো হয় ইমেইলে। গত ২০ আগস্ট একই ধরনের হুমকির ইমেইল পাঠানো হয় দিল্লির অর্ধ শতাধিক স্কুলে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সারাদেশে সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটিতে তীব্র সংকট দেখা দিয়েছে।

১৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড়

সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাওয়া গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরের পোর্ট ব্লেয়ার থেকে ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে, বিশাখাপত্তম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।

১ দিন আগে

মঞ্চে ট্রাম্প, থাইল্যান্ড-কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ সই

চুক্তি সই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ‘রক্তপাতে’র পর আমাদের চারজনের (মঞ্চে উপস্থিত চার রাষ্ট্র ও সরকারপ্রধান) মধ্যে অনেক ফোনালাপ হয়েছে। আমার প্রশাসন এই রক্তপাত বন্ধ করতে সক্ষম হয়েছে।

২ দিন আগে

ট্রাম্পের সফর ঘিরে মালয়েশিয়ায় উত্তেজনা, গ্রেফতার ৫০

বিক্ষোভকারীরা রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ বলে স্লোগান দেন।

২ দিন আগে