ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮: ২৭

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) কিংস অ্যারেনায় বিকেল ৩টায় শুরু হয় ম্যাচটি। এদিন একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় নেপাল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।

আফঈদা খন্দকারদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এই টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিয়ে আজও মাঠে নেমেছে। নেমেই ভুটানের বিপক্ষে পেয়ে যান ১-০ গোলের লিড।

এর আগে বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কা ও নেপালকে পরাজিত করেছে।

খেলা শুরুর আগে অধিনায়ক আফঈদা বলেন, নেপালের বিপক্ষে আমরা শেষ মুহূর্তে জিতেছি। আল্লাহর রহমতে আমরা যা চেয়েছি, তাই পেয়েছি। আমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছি এবং কোচ পিটার বাটলারের পরিকল্পনা অনুযায়ী খেলব।

দক্ষিণ এশিয়ার ফুটবলে ভুটান কখনোই বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ ছিল না। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনরা ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিলেন।

গত বছর একই টুর্নামেন্টে বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ৪-২। বয়সভিত্তিক আসরেও ভুটান বাংলাদেশের মেয়েদের কাছে কোনো হুমকি হতে পারেনি।

২০২৩ সালের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বেও আকলিমা-শামসুন্নাহাররা ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিলেন। এবারের আসরেও শামসুন্নাহার ভালো পারফর্ম করছেন এবং গোল পাচ্ছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টানা ৫ম ম্যাচে জোড়া গোল দুর্দান্ত মেসির

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেন আরও দুর্দমনীয় হয়ে উঠছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জীবনের ৩৮ বসন্ত পেরিয়েও একেবারে উড়ন্ত ফর্মে আছেন তিনি। আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) সর্বশেষ পাঁচ ম্যাচেই ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করেছেন মেসি। এ ফুটবল তারকা যেন বুঝিয়ে দিচ্ছেন - বয়স শুধুই একটি সংখ্যা।

৩ দিন আগে

উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের মেয়েদের দাপুটে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। প্রতিপক্ষকে গোলে ভাসিয়ে সাফ উইমেন্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করল স্বাগতিক। আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে আফঈদা-মৌসুমীরা ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। বিরতির আগে বাংলাদেশ এগিয়েছিল ৩-০ গোলে।

৫ দিন আগে