শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০: ১৩
ছবি: সংগৃহীত

শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি দিয়ে দিনটি রাঙালেন তিনি। গতকাল ঢাকা টেস্টের প্রথম দিন শেষে তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন। আজ ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারটি মেডেন দেন মুশফিক। পরের ওভারে আর দেরি করেননি। ক্যারিয়ারের এই মাইলফলক ছুঁতে মুশফিক খেলেন ১৯৫ বল, যাতে ছিল মাত্র ৫টি চারের মার।

মুশফিকের সেঞ্চুরির পরপরই, ক্রিজে থাকা অপর ব্যাটসম্যান লিটন দাস তার ফিফটি (অর্ধশতক) তুলে নিয়েছেন।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা, এই অর্জনের পাশেই এবার যুক্ত হলো আরও এক স্মরণীয় মাইলফলক। টেস্টে বিশ্বের মাত্র ১১ জন ক্রিকেটারের কাতারে জায়গা করে নিলেন তিনি, যারা নিজেদের ১০০তম টেস্টে সেঞ্চুরি করেন।

শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি এতদিন ছিল মাত্র ১০ জন ক্রিকেটারের। সেই তালিকার শুরু ১৯৬৮ সালে ইংল্যান্ডের কলিন কাউড্রের হাত ধরে। পরে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ নিজের অভিষেক টেস্টের মতো শততম টেস্টেও সেঞ্চুরি করে ইতিহাস লিখেছিলেন। গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা-প্রত্যেকে এই বিশেষ দিনে ব্যাট হাতে ছড়িয়েছেন জাদু। জো রুট তো শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে একক আধিপত্যই দেখিয়েছেন। একই কীর্তি আছে ডেভিড ওয়ার্নারেরও। আর রিকি পন্টিং তো একমাত্র ব্যাটসম্যান যিনি শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়েছেন।

এই সব নামের পাশে আজ যোগ হলো বাংলাদেশের মুশফিকুর রহিম। ২০২৫ সালের ২০ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে তার এই সেঞ্চুরি তাই হয়ে রইল ঐতিহাসিক। শুধু নিজের নয়, দেশের ক্রিকেটের জন্যও নতুন এক মাইলফলক। যে সময়ে বাংলাদেশের ক্রিকেট অভিজ্ঞতা, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক হিসেবে মুশফিকের নাম বারবার উচ্চারিত হয়, ঠিক সেই সময়ে শততম টেস্টে সেঞ্চুরি রচনার গল্পটা যেন আরও সুস্পষ্ট করে দিল তার ক্যারিয়ারের সারাংশ, অদম্য মনোযোগ, লড়াই আর অটল দায়িত্ববোধ।

মুশফিকের এই সেঞ্চুরি তাই একটি অর্জনের চেয়েও বেশি কিছু। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্থায়ীভাবে খোদাই হয়ে থাকবে। যে খেলোয়াড় দেশের হয়ে প্রথম ১০০ টেস্ট খেললেন, তিনিই আবার সেই মাইলফলকের দিনে উঁচিয়ে ধরলেন ব্যক্তিগত প্রতিভার আরেক শিখর। মিরপুরের আজকের সকাল তাই শুধু একটি স্কোরবোর্ডের সংখ্যা নয়, বরং আবেগ, ইতিহাস আর অর্জনে ভরপুর এক জাদুময় মুহূর্ত!

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ভারতের বিপক্ষে জয়: ২ কোটি টাকা বোনাস ঘোষণা উপদেষ্টার

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ২২ বছরের খরা কাটিয়ে অর্জিত জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

১ দিন আগে

ভারতের বিপক্ষে জয়ের খরা কাটল ২২ বছর পর

মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে মোরসালিনের কল্যাণে গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর গোটা ম্যাচে আর কোনো দলই গোলের দেখা না পেলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

২ দিন আগে

ঘরে বসে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলাদেশ–ভারত ফুটবল দ্বৈরথ আবারও উত্তেজনার সঙ্গে ফিরে এসেছে। তবে লাল-সবুজরা ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছরের জয়ের অভাবের আক্ষেপ আজ ঢাকায় দূর করতে চায়।

২ দিন আগে

‘সেঞ্চুরি’র সামনে মুশফিক, আবেগঘন স্ট্যাটাস তামিমের

হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুর টেস্টে নামবেন নিজের শততম টেস্ট ম্যাচে। তিনিই হচ্ছেন দেশের প্রথম এবং স্বাভাবিকভাবেই একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে এই ‘সেঞ্চুরি’র গৌরব অর্জন করতে যাচ্ছেন।

২ দিন আগে