ইতিহাস থেকে শিক্ষা নিল না কেউই

শরিফুল হাসান
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৩: ০১

রাজনৈতিক সরকার বলুন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার; সব আমলেই তাদের সাথে একদল উন্মত্ত ক্ষমতাশালী মানুষ দেশকে কীভাবে প্রতিযোগিতা করে পিছিয়ে দিতে পারে, তার প্রমাণ বাংলাদেশ!

এই দেশে ৫৪ ধারা বা বিশেষ ক্ষমতা আইনের মতো বর্বর আইন ছিল, এখনো আছে। কোনও সরকার তা বাতিল করেনি। বরং আওয়ামী লীগ আমলে যুক্ত হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। কথায় কথায় মামলা, জামিন নেই। তরুণ থেকে কিশোর, লেখক থেকে সাংবাদিক কেউ বাদ যেত না।

এরপর এলো জুলাই-আগস্ট। আফসোস, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিল না। কথায় কথায় হত্যা মামলা, মব সন্ত্রাস, এখানে আগুন, ওখানে ভাঙচুর। পৃথিবীর ইতিহাসে আর কোথাও এত অদ্ভুত সব হত্যা মামলা হয়েছে কি না জানা নেই। দলে দলে সাংবাদিক, ব্যবসায়ী থেকে শুরু করে এক মামলায় ৫০০-৬০০ আসামি।

পৃথিবীর ইতিহাসে একেকটা মামলায় এত বেশি বেশি হত্যা মামলার আসামি করা হয়েছে কি না আমার জানা নেই। এমন সব লোককে হত্যা মামলার আসামি করা হয়েছে, যে সাধারণ মানুষও বোঝে এগুলো মিথ্যা মামলা। দুর্নীতি, লুটপাট, ভোট কারচুপি যাই হোক, অপরাধ হলে হত্যা মামলা। গ্রেপ্তারকৃতদের কোনো জামিনের নামগন্ধ নেই। তাই বলে একজন অভিনেত্রীকেও হত্যা মামলার আসামি ও গ্রেপ্তার করতে হবে?

অবশেষে মঙ্গলবার (২০ মে) নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। কেন তিনি জামিন পেলেন, সেটি আমরা সবাই জানি। কারণ তাকে নিয়ে ব্যাপক হইচই হয়েছে। সরকারের কর্তা ব্যক্তিদের কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়েছে।

পৃথিবীর আর কোথাও অভিনয় করার জন্য হত্যা মামলার আসামি করা হয়েছে কি না আমার জানা নেই। আপনাদের জানা থাকলে বলবেন। বিশেষ করে এই সরকারের অনেক উপদেষ্টা তো বিদেশের নাগরিক, প্রায় সবাই দেশ-বিদেশে ঘুরেছেন। আচ্ছা, পৃথিবীর কোথায় একটা রাজনৈতিক চরিত্রে অভিনয়ের কারণে হত্যা মামলা হয়েছে বলেন তো আপনারা?

আর মামলাটা দেখেন। ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হয়ে জনৈক এনামুল হক নামের একজনের হত্যার ঘটনায় এই মামলা, যেটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়েছে। অথচ মামলার ঘটনার তারিখ ১৯ জুলাই, নুসরাত ফারিয়া তখন কানাডায় ছিলেন। পেশাগত কাজ শেষে গত বছরের ১৪ আগস্ট তিনি দেশে ফেরেন। পাসপোর্ট ও ভিসার কাগজপত্র আদালতের কাছে জমা দেওয়া হয়েছিল।

শুধু তা–ই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের পক্ষে লেখালেখি করেছিলেন, সহমর্মিতাও প্রকাশ করেছিলেন। কী করে এই মামলা টিকে? রাষ্ট্রপক্ষ থেকে কেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হলো? প্রতিটি মামলার এই হাল বলে দেয় মামলার নামে কী সব হাস্যকর ঘটনা ঘটেছে।

গত ২৭ মার্চ আদালতে দায়ের করা মামলায় এনামুল হক নামে এক ব্যক্তি আসামি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন অভিনয়শিল্পী ও আরও ২৬৫ জনকে।

আদালতের নির্দেশে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ মে মামলাটি নথিভুক্ত করেন। এই মামলায় আসামি হিসেবে যে ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে তারা হলেন—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সায়মন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান।

কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগকে অর্থদাতা হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে।

বাংলাদেশের কোনো অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে আমার আগ্রহ নেই। শুধু প্রশ্ন, এই গ্রেপ্তারে দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি কী বাড়ল? আচ্ছা, দেশে না সংস্কারের আলাপ চলছে। এই বুঝি সংস্কার? এই বুঝি বিচার বিভাগের স্বাধীনতা? কী করে আদালত একজন অভিনেত্রীকে জেলে পাঠাল? অবশ্য বিচার বিভাগের আর বিচারকদের জীবনে কী চলছে, কম-বেশি জানি। আচ্ছা, কোন অপরাধ প্রমাণ ছাড়া কেন সাংবাদিক থেকে শুরু করে নানা মানুষ মাসের পর মাস জেলে?

তুরস্ক ও ইউরোপের দেশগুলোতে মিটিং আর কাজের জন্য গত এক সপ্তাহ ধরে ঘুরছি। নানা শহর দেখছি, দেখছি সরকার, পুলিশ, বিচার ব্যবস্থা, নগর আর নাগরিকদের। যখনই আমি ইউরোপ বা অন্য অনেক শহরে যাই, আফসোস লাগে—পৃথিবী কোথায় চলে গেছে, আর আমরা বাংলাদেশ কোথায়?

এই লেখা শেষ করার আগেই আবার খবর, মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় একজন ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। আওয়ামী লীগ আমলে মালয়েশিয়ার সিন্ডিকেটের বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন তিনি। এখনো সরব সিন্ডিকেটের বিরুদ্ধে। আগে মার খাননি, এখন খেলেন। মালয়েশিয়ার শ্রমবাজারের অ্যাকটিভিস্ট এন্ডি হল মেসেজ দিলেন—আওয়ামী লীগ আমলে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনায় যেসব মামলা হয়েছে, সেগুলো তুলে নিতে হবে। মালয়েশিয়ায় বসে আগে যিনি সব নিয়ন্ত্রণ করতেন, এখনো নাকি তিনিই নিয়ন্ত্রণ করবেন।

আজকাল এসব নিয়ে লিখতেও ইচ্ছে করে না। আওয়ামী লীগ আমলে এই ক্রসফায়ার, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, দুর্নীতি, লুটপাট, কোটা সংস্কার, ভোট, গণতন্ত্র, অনিয়ম, মালয়েশিয়ার সিন্ডিকেট—এসব নিয়ে দিনের পর দিন লিখেছি। তখনও ক্ষমতাসীনদের গালি খেয়েছি, এখনো খাই। তবে এখন আর লিখতে ইচ্ছে করে না। ধৈর্য হারাচ্ছি। ক্লান্ত লাগে।

এই যে দেখুন, ইউরোপের এক দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় বসে এই লেখা লিখছি। আমার জানালা দিয়ে সোফিয়া পর্বত দেখা যাচ্ছে। তার চূড়ায় হালকা বরফ। সকালের সূর্যের আলোয় কী সুন্দর লাগছে! একটু পরেই বুলগেরিয়ার পুলিশ, ইন্টারপোল আর ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সাথে আমার বৈঠক—মানব পাচার আর অনিয়মিত অভিবাসন নিয়ে। ল্যাপটপে বসে প্রেজেন্টেশন ঠিক করছিলাম। হঠাৎ খবর দেখে এই লেখা আর দেশ আর ভবিষ্যৎ নিয়ে মন খারাপ হয়ে গেল!

বাংলাদেশ কী অসাধারণ একটা সম্ভাবনাময় দেশ! কত কত অর্জন হতে পারত! সেই দেশটাকে ক্ষমতায় বসে একদল মানুষ সব আমলে, সব সময় পিছিয়ে দিচ্ছে। এরা বোঝেই না কোন কাজে দেশের মান বাড়ে আর কোন কাজে কমে?

অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা, নীতিনির্ধারকদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেশের কী লাভটা করলেন আপনারা? সে কী এমন গুরুত্বপূর্ণ মানুষ যে তাকে গ্রেপ্তার করে দেশ-দুনিয়ায় এই বার্তা দিতে হবে—সিনেমা চরিত্রে অভিনয় করার জন্যও বাংলাদেশে গ্রেপ্তার হয়? অদ্ভুত এক উটের পিঠে চলছে স্বদেশ! হে আল্লাহ, তুমি আমাদের বোধ দাও! নীতিবোধ, মানবিক বোধ, দেশপ্রেমের বোধ!

লেখক: সাংবাদিক ও অভিবাসন বিশ্লেষক

সোফিয়া, বুলগেরিয়া, ১৯ মে ২০২৫

ad
ad

মতামত থেকে আরও পড়ুন

চট্টগ্রামের কন্টেইনার টার্মিনাল নিয়ে বিতর্ক ও বিরোধিতা কেন?

বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া হবে কি-না তার পক্ষ-বিপক্ষে বিতর্ক আরও জোরালো হয়ে উঠেছে। অনেকে এ ধরনের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, প্রতিবাদ করছেন।

৩ দিন আগে

‘বাংলাদেশি সন্দেহে’ সীমান্তে ভারত কাদের ঠেলে দিচ্ছে?

ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশ-ব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ভারতের দিক থেকে যেটা পুশ-ব্যাক, বাংলাদেশের চোখে সেটাই পুশ-ইন।

৪ দিন আগে

কারও জন্য ওয়াটার স্প্রে আর কাউকে লাঠিপেটা—আন্দোলন নিয়ে ভিন্ন আচরণ কেন?

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক আটকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির পরই দলটির কর্মকাণ্ড নিষিদ্ধের ঘােষণা আসে এ সপ্তাহেই। এরপর থেকে রাজধানী ঢাকার সড়কজুড়ে নানা দাবিতে বিক্ষােভের সংখ্যা বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে।

৫ দিন আগে

নির্বাচন ঘিরে বিএনপির ভয় কেন?

চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার অঙ্গীকার অসংখ্যবার প্রকাশ করেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে ন্যূনতম সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি।

৬ দিন আগে