৯ মাস যেমন ছিলেন আইভী

শাহরিয়ার শরীফ
প্রকাশ: ০৯ মে ২০২৫, ২১: ৩২
শুক্রবার ভোরে পুলিশ গ্রেপ্তার করে সেলিনা হায়াৎ আইভীকে। ছবি: ফোকাস বাংলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর সব নেতা যখন পলাতক বা কারাগারে, তখনো ঘরে ছিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। শুধু তাই নয়, সরকার পতনের জন্য যারা আন্দোলন করেছেন, তাদের অনেকেই পাহারা দিয়েছেন আইভীর বাড়ি।

এমনকি বৃহ্স্পতিবার (৮ মে) দিবাগত মধ্যরাতে নগরীর দেওভোগ এলাকায় আইভীর পারিবারিক বাসভবন ‘চুনকা কুটিরে’র বাইরে পুলিশ যাওয়ার খবরে বিপুলসংখ্যক এলাকাবাসী ও কর্মী-সমর্থক সেখানে অবস্থান নেন। দিনের আলো ফুটলে শুক্রবার (৯ মে) ভোরে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের এই জনপ্রতিনিধি পুলিশের সঙ্গে বাসা থেকে বের হন। এরপর তাকে পাঠানো হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে।

গত ৯ মাস ডা. সেলিনা হায়াৎ আইভী এই বাড়িতেই ছিলেন। তাকে নিয়ে রাজনীতিতে নানা জল্পনা-কল্পনা ছিল। আইভীর নেতৃত্বে নতুন দল গঠন করা হবে অথবা তিনি আওয়ামী লীগের হাল ধরবেন— এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছিল রাজনৈতিক আলোচনায়। আওয়ামী লীগের সব নেতা যখন পালিয়ে বা জেলে, তখন আইভী রহমান কীভাবে বাড়িতে থাকছেন— তা নিয়েও প্রশ্ন ওঠে।

গ্রেপ্তার হওয়ার আগে ঘনিষ্ঠজনদের কাছে আইভি রহমান বলেছেন, তার সঙ্গে সরকারের কেউ যোগাযোগ করেনি। আর আওয়ামী লীগের কারও সঙ্গে কথা হয়নি।

আইভীর ঘনিষ্ঠজনরা মনে করেন, আওয়ামী লীগের নেতৃত্ব তাকে দেওয়ার কারণ নেই। জনপ্রিয় হলেও দলের নেতৃত্ব তার হাতে তুলে দেওয়ার মতো এতটা বিশ্বস্ত হয়তো তিনি নন। আইভী নিজেও এমনটা আশা করেন না।

তবে নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয় আইভী। নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আইভীর বাবা আলী আহাম্মদ চুনকার নামে এলাকায় পোস্টার রয়েছে। মেয়রের প্রয়াত ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্টার আছে শহরে। গত ৯ মাসে কেউ তার বাড়িতে যায়নি, কিছু জিজ্ঞাসা করেনি।

গ্রেপ্তারের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইভী। ছবি: ফোকাস বাংলা

গ্রেপ্তারের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইভী। ছবি: ফোকাস বাংলা

আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন (৫৫) গত ৭ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। স্বজনরা জানাচ্ছেন, এই ভাইটি ছিলেন আইভীর মেরুদণ্ড। দলে তেমন কোনো পদ-পদবী ছিল না। কিন্তু তার ওপর সাবেক এই মেয়র নির্ভর করতেন।

গত কয়েকমাস ধরে আইভী ছিলেন রাজনৈতিকভাবে বিধ্বস্ত। এর মধ্যে প্রিয় ভাইয়ের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েছিলেন। সেই শোক আর কাটিয়ে উঠতে পারেননি।

আইভীর ঘনিষ্ঠজনেরা জানান, তিনি খুব ভোরে উঠতেন। নামাজ পড়তেন, দোয়া-দরুদ পড়তেন। সারা দিন বাসাতেই থাকতেন। গাছের পরিচর্যা করতেন। প্রয়াত ভাইয়ের শিশু সন্তানদের সঙ্গে কাটত তার দিনের বড় একটি সময়।

সারা রাত পুলিশ চুনকা কুটির ঘিরে রেখেছিল। তবে আইভী বলেছিলেন, সকাল হলে তিনি পুলিশের সঙ্গে যাবেন। ছবি: ফোকাস বাংলা

সারা রাত পুলিশ চুনকা কুটির ঘিরে রেখেছিল। তবে আইভী বলেছিলেন, সকাল হলে তিনি পুলিশের সঙ্গে যাবেন। ছবি: ফোকাস বাংলা

সন্ধ্যায় আইভী যেতেন ‘চুনকা কুটিরে’র লাগোয়া খানকা শরিফে, বাতি জ্বালাতেন। সেখানেই আসতেন এলাকার লোকজন, দলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে আবার ঘরে ঢুকে পড়তেন। মা-বাবা যে কক্ষে থাকতেন, আইভী থাকতেন সেই কক্ষেই। ভাই-ভাবিসহ পরিবারের সদস্যরা সবাই একই ভবনের বাসিন্দা।

এই ভবন নির্মাণ ঘিরে আইভীর নামে ১০০ কোটি টাকার দুর্নীতির মামলা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে আইভী বারবারই বলেছেন, বাবার সম্পত্তি বিক্রি করে ভাইবোনেরা মিলে বাড়িটি নির্মাণ করেছেন।

আইভীর স্বামী-সন্তান নিউজিল্যান্ড প্রবাসী। ৫ আগস্ট সরকার পতনের পর দুই ছেলে তাকে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু এই সময়ে দেশ ছাড়তে চাননি আইভী। দেশের বাইরে চলে গেলে নেতাকর্মীদের মনোবল নষ্ট হবে— এমন আশঙ্কা ছিল তার।

এলাকায় সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক প্রতিপক্ষ শামীম ওসমানের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন আইভী। তার জনপ্রিয়তার এটাও অন্যতম কারণ। যখন এলাকায় শামীম ওসমানের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতেন না, তখনো প্রতিবাদ করেছেন আইভী।

আওয়ামী লীগ করলেও দল ও কিছু নেতার সমালোচনা করতেন। এ জন্যই আওয়ামী লীগের রাজনীতি করলেও এলাকায় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররাও তার পাশে ছিলেন।

বৃহস্পতিবার রাতে অভিযান শুরুর নাটকীয় সাড়ে ছয় ঘণ্টা পর সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে তার বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন।

সারা রাত পুলিশ চুনকা কুটির ঘিরে রেখেছিল। তবে আইভী বলেছিলেন, সকাল হলে তিনি পুলিশের সঙ্গে যাবেন। ছবি: ফোকাস বাংলা

সারা রাত পুলিশ চুনকা কুটির ঘিরে রেখেছিল। তবে আইভী বলেছিলেন, সকাল হলে তিনি পুলিশের সঙ্গে যাবেন। ছবি: ফোকাস বাংলা

গ্রেপ্তার করার সময় সেলিনা হায়াৎ আইভী বলেছন, ‘আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি। তাহলে এভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন?’

নারায়ণগঞ্জের সাবেক এই মেয়র আরও বলেন, ‘আমি কি জুলুমবাজ, আমি কি হত্যা করেছি, আমি কি চাঁদাবাজি করেছি? আমার কি এমন কোনো রেকর্ড আছে যে নারায়ণগঞ্জ শহরে কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কীসের জন্য, কার স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হলো?’

এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ বলেছে, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। তিনি বলেছিলেন, দিনের আলো ফুটলে যাবেন। গ্রেপ্তার প্রক্রিয়ায় তিনি সহযোগিতাও করেছেন।

আইভীকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলার ঘটনাও ঘটে। ছবি: ফোকাস বাংলা

আইভীকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলার ঘটনাও ঘটে। ছবি: ফোকাস বাংলা

উল্লেখ্য, ৫ আগস্টের পর প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও সেলিনা হায়াৎ আইভী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আব্দুল হামিদ দেশ ছাড়ার পর বৃহস্পতিবার সরকারের শীর্ষ মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। তোফায়েল আহমেদ বেশ অসুস্থ। আইভী গ্রেপ্তার হলেন।

এই তিনজন ছাড়া সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখন পর্যন্ত আড়ালে আছেন। তবে তার অবস্থান আইনশৃঙ্খলা বাহিনী জানে বলে গুঞ্জন আছে।

এর মধ্যে আবদুল হামিদের দেশত্যাগ ঘিরে তীব্র আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনেও। বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে এ নিয়ে কথা বলেন। অভিযোগ তোলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিরীন শারমিনকেও পাসপোর্ট করে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাসনাতের অভিযোগ, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার পাশাপাশি এসব কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে। ভারতীয় হাইকমিশন ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সরকারি-বেসরকারি ও সামরিক বিভিন্ন মহলের সঙ্গে এ বিষয়ে দফায় দফায় বৈঠক করছে।

এসব অভিযোগ তুলে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাতেই নেতাকর্মীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাসনাত। পরে সেখানে যুক্ত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য নেতাকর্মীরা।

পরে শুক্রবার দুপুরে সেখানে সমাবেশ করে বিকেলের দিকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এনসিপি। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ ব্লকেড কর্মসূচি চলছিল।

এদিকে সরকারের পক্ষ থেকে দুপুরে এক বিবৃতিতে জানানো হয়, সরকারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হবে বলেও জানায় সরকার।

ad
Ad

মতামত থেকে আরও পড়ুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মুক্তিযুদ্ধের কথা কেন আসছে?

ভারত আর পাকিস্তানের মধ্যে ১০ মে যে যুদ্ধবিরতির ঘোষণার পরেই ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাতে পরাজিত হয়ে পাকিস্তানের আত্মসমর্পণের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে ভারতে। বিষয়টি প্রথম সামনে আনেন কংগ্রেস, কংগ্রেসের সমর্থক এবং সামাজিক মাধ্যমের একাংশ।

২ দিন আগে

প্রসঙ্গ জামায়াত-শিবির এবং মাহফুজের অবস্থান

বিপুলসংখ্যক জামায়াত-শিবির, ডানপন্থি ও পাকিস্তানপন্থি মাহফুজকে ‘ধুয়ে’ দিয়েছে। তারা বলেছে, দেশটা মাহফুজের বাবার না। মাহফুজের নামে গরুর নামকরণ করে গরুটিকে কুরবানি দেওয়ার ঘোষণা দিয়েছে আরেক গ্রুপ।

৩ দিন আগে

মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকাল

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে আচমকাই সামাজিক মাধ্যমে ঘোষণা করেন যে, ভারত ও পাকিস্তান চার দিন ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর ‘সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। চলমান সংঘাতে এটা ছিল নাটকীয় একটা মোড়।

৩ দিন আগে

মুস্তাফা জামান আব্বাসী— এক সংগীতজ্ঞের প্রয়াণ

আমার সঙ্গে তার সম্পর্ক ছিল শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসার। বেতারে তিনি অনুষ্ঠানের পর আমার কাছে আসতেন। একান্ত অনেক কথা হতো ডিউটি রুমে। আমি তার কাছে বসে বসে সেই কথাগুলো প্রাণভরে শুনতাম। গান গেয়ে বেড়ে ওঠা, পরিবারের কথা, শিল্পী জীবনের কথা।

৫ দিন আগে