ত্রাণ দিতে নয়, লড়াই করতে যাচ্ছি— সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার সুমুদ ফ্লোটিলা থেকে ভিডিওবার্তা দিয়ে নিজেদের সবশেষ অবস্থান জানিয়েছেন শহিদুল আলম। ছবি: ভিডিও থেকে

ত্রাণ নিয়ে গাজার পথে রওয়ানা হলেও সেখানে ত্রাণ সরবরাহ করাই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একমাত্র কাজ নয়। বরং ইসরায়েল যে অবৈধভাবে গাজার সমুদ্রপথে অবরোধ করে রেখেছে, সেই অবরোধ ভেঙে দিতেই সুমুদ ফ্লোটিলা রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও অধিকার কর্মী শহিদুল আলম।

সুমুদ ফ্লোটিলা থেকে পাঠানো সবশেষ এক বার্তায় তিনি বলেছেন, নৌ বহরের মধ্যে তিনি যে জাহাজটিতে রয়েছেন সেটি গাজা থেকে এখনো দূরে থাকলেও এরই মধ্যে ফিলিস্তিনি টাইম জোনে পৌঁছে গেছে। গাজাকে অবৈধ অবরোধ থেকে মুক্ত করার পাশাপাশি সেখানে যে কারও অবস্থান করা ও সেখানকার খবর বিশ্ববাসীকে জানানোর যে অধিকার, সেটি নিশ্চিত করতেই তারা যাচ্ছেন সেখানে।

শহিদুল আলম স্পষ্ট ভাষায় বলেছেন, ত্রাণ দিতে বা ত্রাণ দেওয়ার অজুহাতে নয়, তারা লড়াই করতেই যাচ্ছেন গাজার পথে। সবার সমর্থন নিয়ে এ লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেছেন শহিদুল আলম। বিশ্বের প্রায় ৫০টি দেশের অধিকার কর্মীদের অংশগ্রহণে যে সুমুদ ফ্লোটিলা গাজার পথে ত্রাণ নিয়ে রওয়ানা হয়েছে, তারই অংশ হিসেবে রয়েছেন শহিদুল আলমও।

প্রায় অর্ধশত নৌ বহন নিয়ে রওয়ানা হওয়া সুমুদ ফ্লোটিলা এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে। বহরের প্রায় সব জাহাজকেই নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি বন্দরে। সুইডিশ পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যরাও রয়েছেন সে তালিকায়। ইসরায়েলি বাহিনী অবশ্য বলছে, তাদের ‘নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে’।

শুক্রবার দেওয়া ভিডিও বার্তায় শহিদুল আলম জানাচ্ছেন, ইসরায়েলি বাহিনীর কবল থেকে এখনো মুক্ত রয়েছে সুমুদ ফ্লোটিলার একটি বড় জাহাজ ও আটটি ছোট নৌকা। এই জাহাজটিই মূলত বহরের সবচেয়ে বড় জাহাজ। তারা এমনভাবে কৌশল নির্ধারণ করেছিলেন, যেন বহরের অন্য যানবাহনগুলো আক্রান্ত হলেও এই বড় জাহাজসহ ছোট নৌকাগুলো নিয়ে তারা গাজার পথে এগিয়ে যেতে পারেন।

শহিদুল আলম বলেন, আজ আমরা ফিলিস্তিনি টাইমে এসছি। এর সঙ্গে আমরা জানতে পেরেছি, সুমুদ ফ্লোটিলার অন্য যারা ছিল তাদের সবগুলো জাহাজকে আটক করেছে। ওরা অন্যভাবে গিয়েছিল, আমরা অন্যভাবে রওয়ানা দিয়েছি।

শহিদুল আলম বলেন, আমরা সবচেয়ে বড় জাহাজ। আমাদের সঙ্গে ৮টা ছোট নৌকা একইসঙ্গে পাড়ি দিয়েছিল। অন্যদের থেকে একটু আগে পাড়ি দিয়েছিলাম আমরা। এই ৯টি যানবাহনই এখন একমাত্র মুক্ত রয়েছে। সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল, যেন ওদের (সুমুদ ফ্লোটিলার বাকি যানবাহন) ওপরে কিছু হলে আমরা এগিয়ে যেতে পারি।

শহিদুল আলম আরও বলেন, আমরা আজ ফিলিস্তিনি টাইম জোনে এসেছি। এখনো দূরত্ব রয়েছে। তবে আমরা ৮টা ছোট নৌকাকে পার হয়ে যাব। তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে। বোঝাই যাচ্ছে, আক্রোশটা আমাদের ওপরেই পড়বে। কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা গাজা পর্যন্ত যাব। এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না।

‘লড়াই করতে যাচ্ছি’

সুমুদ ফ্লোটিলা নিয়ে কেন গাজার পথে তারা রওয়ানা হয়েছেন, সেটিও ভিডিওবার্তায় তুলে ধরেন শহিদুল আলম। বলেন, সুমুদ ফ্লোটিলায় যে নৌকাগুলো ছিল, তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাওয়ার। আমরা কিন্তু ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা একটি অবৈধ অবরোধকে ভাঙব, সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, এখানে এই নৌকায় অনেক সাংবাদিক রয়েছেন, অনেক চিকিৎসক রয়েছেন, সঙ্গে অন্য কর্মীরাও রয়েছেন। কিন্তু আমরা ত্রান দেবার অজুহাতে যাচ্ছি, তা নয়। আমরা লড়াই করতে যাচ্ছি, আমরা বৈধতার জন্য যাচ্ছি। ফিলিস্তিনে আমাদের থাকার, যাওয়ার অধিকার রয়েছে, তথ্য পাঠানোর অধিকার রয়েছে। ইসরাইল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক ও চিকিৎসক খুন করেছে, সেটার প্রতিবাদ আমরা জানাব।

ফ্রান্স থেকে যাত্রা শুরু করা মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার (এমএসএফ) তথা ডক্টরস উইদাউট বর্ডারসের ১৪ জন চিকিৎসককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ প্রসঙ্গ টেনে শহিদুল আলম বলেন, আমরা দেখব ফ্রান্স এ ঘটনার ক্ষেত্রে কী করে। এখন পর্যন্ত মিষ্টি কথা বলা ছাড়া তারা তেমন কিছু বলেনি। এখন কথা বলার সময় পেরিয়ে গেছে। এখন লড়াইয়ের সময়। এখন কাজ করার সময়। আমরা সেটিই করছি।

বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা গাজাবাসীর অধিকার আদায়ের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করেছেন অভিযোগ করে শহিদুল আলম বলেন, যেহেতু এসব দেশের নেতা-নেত্রীরা অনেক ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করেছেন, সে ক্ষেত্রে নাগরিক হিসেবে আমরা যেটা করতে পারি এখন সেটাই করতে চাই। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের ভালবাসাই আমাদের অনুপ্রেরণা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওয়াটারএইড বাংলাদেশে কাজের সুযোগ, বেতন দুই লাখ ১০ হাজার

৬ ঘণ্টা আগে

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ কারাগারে ৪

এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের দুইদিনের রিমান্ডের আদেশ দেন। এদিন অপর আসামি মো. শাহিন হোসেনকে (৩৮) প্রয়োজনবোধে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর আগে ২৯ সেপ্টেম্বর আসামিদের কারাগারে পাঠান আদালত।

৬ ঘণ্টা আগে

গ্রিন ইউনিভার্সিটিতে অফিসার পদে কাজের সুযোগ

৭ ঘণ্টা আগে

হজযাত্রীর কোটা পূরণ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

চিঠিতে আরো বলা হয়, এরইমধ্যে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ ঘোষণা করা হয়েছে। কোটা পূরণ এবং হজ প্যাকেজ ও গাইডলাইনের নির্দেশনার আলোকে এজেন্সিগুলোর জরুরি ভিত্তিতে সমন্বয় করে লিড গঠন করা প্রয়োজন। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর অনুচ্ছেদ ১৩ (২) ও (৩) অনুযায়ী লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী সব এজেন্সি একই ধর

৭ ঘণ্টা আগে