গুলি করে মারার ৭ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত বিএসএফের

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২: ৩০

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার সাত দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা গ্রামের ইব্রাহিম খলিল বাবুর (২৯) মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করে বিএসএফ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ (৬ বিজিবি) দর্শনা কোম্পানি কমান্ডার এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্টের উপস্থিতিতে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার (২ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান ইব্রাহিম। এ সময় অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে চলে গেলে বিএসএফের টহলদল এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম। পরে তার মরদেহ বিএসএফের সদস্যরা নিয়ে যায়। সেখানে একটি হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে আইনি প্রক্রিয়া শেষে সাত দিন পর সেটি হস্তান্তর করা হলো।

নিহত ইব্রাহিম ঝাঁঝাডাঙা গ্রামের মো. নুর ইসলামের ছেলে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, মঙ্গলবার রাতেই পরিবারের সদস্যদের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলন: যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের অবিচল অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

১৪ ঘণ্টা আগে

জুলাইযোদ্ধারা ৩ ক্যাটাগরিতে ভাতা পাবেন : ফারুক-ই-আজম

স্বীকৃতিপ্রাপ্ত জুলাইযোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। এ-ক্যাটাগরির যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, বি-ক্যাটাগরি ১৫ হাজার এবং সি-ক্যাটাগরির যোদ্ধারা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। ক্যাটাগরি অনুযায়ী জুলাইযোদ্ধাদের সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে।

১৪ ঘণ্টা আগে

বাড়ি ফিরল মাইলস্টোনের দুই শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

এদিকে বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও চারজন শঙ্কাটাপন্ন অবস্থায় রয়েছে। শনিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

১৫ ঘণ্টা আগে

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

একই প্রসঙ্গ টেনে বৈঠক থেকে বের হয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে জানান, আগামী অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদের সঙ্গে নির্বাচন কবে হবে এবং প্রক্রিয়া কী হবে, এ নিয়ে অফিসিয়াল ব্রিফিং করে ওনার তরফ থেকে জাতির জন্য পরিষ্কার করে

১৬ ঘণ্টা আগে