ফ্যাসিস্টের মুখাবয়ব রাজনীতির অংশ নয়: সংস্কৃতি উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ছিল ফ্যাসিস্টবিরোধী প্রতিকৃতি। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাবয়বের সঙ্গে অনেকেই জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদল খুঁজে পেলেও এটি কোনো ধরনের রাজনীতির অংশ নয় বলে দাবি করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তাই আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য— সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য— সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে এখানে টিপিক্যাল রাজনীতির কিছু নেই।

আশির দশকে প্রথমে যশোরে বর্ষবরণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। ওই দশকের একদম শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে চারুকলা অনুষদ) শিক্ষার্থীরা স্বৈরাচারবিরোধী বার্তা দিয়ে আয়োজন করেন আনন্দ শোভাযাত্রা। পরে এটি তিন দশকেরও বেশি সময় ধরে মঙ্গল শোভযাত্রা নামে আয়োজিত হয়ে আসছে। এর মধ্যে এটি ইউনেস্কোর অধরা বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবেও স্বীকৃতি পায়।

এ বছর এর নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। চারুকলা অনুষদ থেকেই এ নাম বদলের সিদ্ধান্ত জানানো হলেও চারুকলারই কিছু শিক্ষার্থী এর বিরোধিতা করেছেন। কেন নাম পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা, যশোরে। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা নামে। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, চারুকলায় যে নামে চালু হয়েছিল সেই নামে শুরু হবে।

‘অনেকদিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব। কারণ বাঙালি, চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে,’— যোগ করেন উপদেষ্টা ফারুকী।

তিনি আরও বলেন, নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের বড় উপলক্ষ। এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০ থেকে ৩০ বছর পর থাকব না। কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।

এর আগে সোমবার সকাল ৯টার দিকে চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। ফ্যাসিবাদের মুখাবয়ব, শান্তির প্রতীক পায়রা, ইলিশ মাছ, বাঘসহ নানা মোটিফ আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে বর্ণিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন বাহিনী ‘এয়ার গার্ড অব বাংলাদেশ’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটিকে এজিবি গঠনের জন

২ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ জন

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিত এসব নাগরিকদের বিদায় জানান।

৪ ঘণ্টা আগে

সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ সাক্ষ্যগ্রহণের সময় তিনি ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

৪ ঘণ্টা আগে

ইউনাইটেড ফাইন্যান্সে নিয়োগ, কর্মস্থল বিভিন্ন জেলায়

১৮ ঘণ্টা আগে