
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাবয়বের সঙ্গে অনেকেই জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদল খুঁজে পেলেও এটি কোনো ধরনের রাজনীতির অংশ নয় বলে দাবি করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তাই আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য— সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য— সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে এখানে টিপিক্যাল রাজনীতির কিছু নেই।
আশির দশকে প্রথমে যশোরে বর্ষবরণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। ওই দশকের একদম শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে চারুকলা অনুষদ) শিক্ষার্থীরা স্বৈরাচারবিরোধী বার্তা দিয়ে আয়োজন করেন আনন্দ শোভাযাত্রা। পরে এটি তিন দশকেরও বেশি সময় ধরে মঙ্গল শোভযাত্রা নামে আয়োজিত হয়ে আসছে। এর মধ্যে এটি ইউনেস্কোর অধরা বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবেও স্বীকৃতি পায়।
এ বছর এর নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। চারুকলা অনুষদ থেকেই এ নাম বদলের সিদ্ধান্ত জানানো হলেও চারুকলারই কিছু শিক্ষার্থী এর বিরোধিতা করেছেন। কেন নাম পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা, যশোরে। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা নামে। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, চারুকলায় যে নামে চালু হয়েছিল সেই নামে শুরু হবে।
‘অনেকদিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব। কারণ বাঙালি, চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে,’— যোগ করেন উপদেষ্টা ফারুকী।
তিনি আরও বলেন, নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের বড় উপলক্ষ। এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০ থেকে ৩০ বছর পর থাকব না। কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।
এর আগে সোমবার সকাল ৯টার দিকে চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। ফ্যাসিবাদের মুখাবয়ব, শান্তির প্রতীক পায়রা, ইলিশ মাছ, বাঘসহ নানা মোটিফ আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে বর্ণিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাবয়বের সঙ্গে অনেকেই জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদল খুঁজে পেলেও এটি কোনো ধরনের রাজনীতির অংশ নয় বলে দাবি করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তাই আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য— সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য— সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে এখানে টিপিক্যাল রাজনীতির কিছু নেই।
আশির দশকে প্রথমে যশোরে বর্ষবরণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। ওই দশকের একদম শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে চারুকলা অনুষদ) শিক্ষার্থীরা স্বৈরাচারবিরোধী বার্তা দিয়ে আয়োজন করেন আনন্দ শোভাযাত্রা। পরে এটি তিন দশকেরও বেশি সময় ধরে মঙ্গল শোভযাত্রা নামে আয়োজিত হয়ে আসছে। এর মধ্যে এটি ইউনেস্কোর অধরা বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবেও স্বীকৃতি পায়।
এ বছর এর নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। চারুকলা অনুষদ থেকেই এ নাম বদলের সিদ্ধান্ত জানানো হলেও চারুকলারই কিছু শিক্ষার্থী এর বিরোধিতা করেছেন। কেন নাম পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা, যশোরে। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা নামে। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, চারুকলায় যে নামে চালু হয়েছিল সেই নামে শুরু হবে।
‘অনেকদিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব। কারণ বাঙালি, চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে,’— যোগ করেন উপদেষ্টা ফারুকী।
তিনি আরও বলেন, নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের বড় উপলক্ষ। এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০ থেকে ৩০ বছর পর থাকব না। কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।
এর আগে সোমবার সকাল ৯টার দিকে চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। ফ্যাসিবাদের মুখাবয়ব, শান্তির প্রতীক পায়রা, ইলিশ মাছ, বাঘসহ নানা মোটিফ আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে বর্ণিল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের
১২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে, এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযো
১৩ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় এবার রমজানে বাজার আরও স্থিতিশীল থাকবে। উৎপাদন, আমদানি, বাংলাদেশ ব্যাংকের ডেটা বিশ্লেষণ করে সামগ্রিক বিবেচনায় এমনটিই মনে হয়েছে।
১৪ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, আমারা ওসিভি এবং আইসিপিভি নিয়ে কনসার ছিল। এ জন্য আমাদের যে সময় লেগেছে আমরা সেই সময় পর্যন্ত এটা বন্ধ রেখেছিলাম। এখন ওসিবি এবং আইসিপিভি কমপ্লিট হয়ে গেছে। আমাদের নির্বাচনের প্রার্থিতা সম্পূর্ণ হয়ে গেছে। ভোটার তালিকা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের স্বাভাবিক কাজে ফিরে আসতে হবে।
১৪ ঘণ্টা আগে