
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাবয়বের সঙ্গে অনেকেই জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদল খুঁজে পেলেও এটি কোনো ধরনের রাজনীতির অংশ নয় বলে দাবি করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তাই আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য— সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য— সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে এখানে টিপিক্যাল রাজনীতির কিছু নেই।
আশির দশকে প্রথমে যশোরে বর্ষবরণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। ওই দশকের একদম শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে চারুকলা অনুষদ) শিক্ষার্থীরা স্বৈরাচারবিরোধী বার্তা দিয়ে আয়োজন করেন আনন্দ শোভাযাত্রা। পরে এটি তিন দশকেরও বেশি সময় ধরে মঙ্গল শোভযাত্রা নামে আয়োজিত হয়ে আসছে। এর মধ্যে এটি ইউনেস্কোর অধরা বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবেও স্বীকৃতি পায়।
এ বছর এর নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। চারুকলা অনুষদ থেকেই এ নাম বদলের সিদ্ধান্ত জানানো হলেও চারুকলারই কিছু শিক্ষার্থী এর বিরোধিতা করেছেন। কেন নাম পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা, যশোরে। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা নামে। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, চারুকলায় যে নামে চালু হয়েছিল সেই নামে শুরু হবে।
‘অনেকদিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব। কারণ বাঙালি, চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে,’— যোগ করেন উপদেষ্টা ফারুকী।
তিনি আরও বলেন, নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের বড় উপলক্ষ। এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০ থেকে ৩০ বছর পর থাকব না। কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।
এর আগে সোমবার সকাল ৯টার দিকে চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। ফ্যাসিবাদের মুখাবয়ব, শান্তির প্রতীক পায়রা, ইলিশ মাছ, বাঘসহ নানা মোটিফ আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে বর্ণিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাবয়বের সঙ্গে অনেকেই জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদল খুঁজে পেলেও এটি কোনো ধরনের রাজনীতির অংশ নয় বলে দাবি করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তাই আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য— সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য— সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে এখানে টিপিক্যাল রাজনীতির কিছু নেই।
আশির দশকে প্রথমে যশোরে বর্ষবরণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। ওই দশকের একদম শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে চারুকলা অনুষদ) শিক্ষার্থীরা স্বৈরাচারবিরোধী বার্তা দিয়ে আয়োজন করেন আনন্দ শোভাযাত্রা। পরে এটি তিন দশকেরও বেশি সময় ধরে মঙ্গল শোভযাত্রা নামে আয়োজিত হয়ে আসছে। এর মধ্যে এটি ইউনেস্কোর অধরা বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবেও স্বীকৃতি পায়।
এ বছর এর নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। চারুকলা অনুষদ থেকেই এ নাম বদলের সিদ্ধান্ত জানানো হলেও চারুকলারই কিছু শিক্ষার্থী এর বিরোধিতা করেছেন। কেন নাম পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা, যশোরে। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা নামে। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, চারুকলায় যে নামে চালু হয়েছিল সেই নামে শুরু হবে।
‘অনেকদিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব। কারণ বাঙালি, চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে,’— যোগ করেন উপদেষ্টা ফারুকী।
তিনি আরও বলেন, নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের বড় উপলক্ষ। এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০ থেকে ৩০ বছর পর থাকব না। কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।
এর আগে সোমবার সকাল ৯টার দিকে চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। ফ্যাসিবাদের মুখাবয়ব, শান্তির প্রতীক পায়রা, ইলিশ মাছ, বাঘসহ নানা মোটিফ আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে বর্ণিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে। জালিয়াতি ও প্রক্সি রোধে কঠোর অবস্থানের পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল।
১৪ ঘণ্টা আগে
আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি।
১৫ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের অবস্থানটা স্পষ্ট। আমরা মানুষকে বলব, যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন।
১৫ ঘণ্টা আগে