'আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিরপেক্ষভাবে পূরণ করবো'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনকে সামনে রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিরপেক্ষভাবে পূরণ করবো উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. এহসানুল হক বলেছেন, আমি কখনো নিরপেক্ষতা হারাইনি। ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে রোববার (১২ অক্টোবর) তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর ১টার দিকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এ সময় মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সাজাচ্ছে সরকার। মাঠ প্রশাসনে ডিসি, ইউএনওসহ সিভিল প্রশাসনের কর্মকর্তাদের বদলি প্রদানের বিষয়টি দেখভাল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন জনপ্রশাসন সচিব।

নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের বড় দায়িত্ব দেওয়া হলো এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে সেভাবে দায়িত্ব পালন করব।

নির্বাচনকে সামনে রেখে এ দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমি আশা করি আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন ওনারা যেভাবে বলবেন প্রশাসন সেভাবে চলবে।

'আমি মনে করি আমার মাঠ প্রশাসন সম্পন্ন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে দায়িত্ব পালন হবে। '

রাজনৈতিক কোনো পক্ষপাত থাকবে কিনা, প্রশ্নই আসে না। আমি আশা করছি আমার অফিসাররা এরকম করবে না।

'আমার ধারণা এ চ্যালেঞ্জটা, আগেও তো নির্বাচন হয়েছে, ২০০৯ সালেও নির্বাচন হয়েছে। এর আগেও হয়েছে। আমাদের অফিসাররা তো খারাপ করেনি। আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ পাই ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সেই সুযোগ টুকু দেওয়ার মালিক আমাদের প্রধান নির্বাচন কমিশনার। '

সে সুযোগ পাবেন বলে আপনি মনে করছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই। আমার প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা আছে। আমি মনে করি উনি একটা সুন্দর নির্বাচন দেবেন। প্রধান উপদেষ্টাও বলেছেন সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।

এই দায়িত্ব পেয়ে আপনি কি অনেক খুশি প্রশ্নেরে জবাবে তিনি বলেন, এটাকে আমি ট্রান্সফার (বদলি) হিসেবে ধরছি। ওখানেও আসলে খারাপ ছিলাম তা না।

বিগত জনপ্রশাসন সচিব নানা অভিযোগের ভিত্তিতে চলে গেছেন, আপনি সে জায়গায় কতটা স্বচ্ছ থাকবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ব্যাচমেট উনি, ওনার সম্পর্কে কিছু বলব না। আমি আমার সম্পর্কে বলতে পারি আমি কখনো নিরপেক্ষতা হারাইনি।

সরকারের পট পরিবর্তন পর গত বছরের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। পরে তিনি সিনিয়র সচিব হন।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়। এরপর থেকে সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য ছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১ জন, খুলনা বিভাগে ৭২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে

৩ ঘণ্টা আগে

দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জানা যাবে : আসিফ নজরুল

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি। আমরা নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী তিন-চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে

৩ ঘণ্টা আগে

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

প্রসঙ্গত, ভারতের দিল্লিতে লাল কেল্লার সামনে গাড়িতে বোমা হামলার ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। কিছু ভারতীয় গণমাধ্যম এ হামলার সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে।

৩ ঘণ্টা আগে

ঢাকায় বিস্ফোরণের ঘটনা আওয়ামী লীগের, দাবি ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১-১১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ছাড়া গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এতে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা করা হয়েছে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সহযোগ

৪ ঘণ্টা আগে