'আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিরপেক্ষভাবে পূরণ করবো'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনকে সামনে রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিরপেক্ষভাবে পূরণ করবো উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. এহসানুল হক বলেছেন, আমি কখনো নিরপেক্ষতা হারাইনি। ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে রোববার (১২ অক্টোবর) তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর ১টার দিকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এ সময় মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সাজাচ্ছে সরকার। মাঠ প্রশাসনে ডিসি, ইউএনওসহ সিভিল প্রশাসনের কর্মকর্তাদের বদলি প্রদানের বিষয়টি দেখভাল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন জনপ্রশাসন সচিব।

নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের বড় দায়িত্ব দেওয়া হলো এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে সেভাবে দায়িত্ব পালন করব।

নির্বাচনকে সামনে রেখে এ দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমি আশা করি আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন ওনারা যেভাবে বলবেন প্রশাসন সেভাবে চলবে।

'আমি মনে করি আমার মাঠ প্রশাসন সম্পন্ন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে দায়িত্ব পালন হবে। '

রাজনৈতিক কোনো পক্ষপাত থাকবে কিনা, প্রশ্নই আসে না। আমি আশা করছি আমার অফিসাররা এরকম করবে না।

'আমার ধারণা এ চ্যালেঞ্জটা, আগেও তো নির্বাচন হয়েছে, ২০০৯ সালেও নির্বাচন হয়েছে। এর আগেও হয়েছে। আমাদের অফিসাররা তো খারাপ করেনি। আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ পাই ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সেই সুযোগ টুকু দেওয়ার মালিক আমাদের প্রধান নির্বাচন কমিশনার। '

সে সুযোগ পাবেন বলে আপনি মনে করছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই। আমার প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা আছে। আমি মনে করি উনি একটা সুন্দর নির্বাচন দেবেন। প্রধান উপদেষ্টাও বলেছেন সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।

এই দায়িত্ব পেয়ে আপনি কি অনেক খুশি প্রশ্নেরে জবাবে তিনি বলেন, এটাকে আমি ট্রান্সফার (বদলি) হিসেবে ধরছি। ওখানেও আসলে খারাপ ছিলাম তা না।

বিগত জনপ্রশাসন সচিব নানা অভিযোগের ভিত্তিতে চলে গেছেন, আপনি সে জায়গায় কতটা স্বচ্ছ থাকবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ব্যাচমেট উনি, ওনার সম্পর্কে কিছু বলব না। আমি আমার সম্পর্কে বলতে পারি আমি কখনো নিরপেক্ষতা হারাইনি।

সরকারের পট পরিবর্তন পর গত বছরের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। পরে তিনি সিনিয়র সচিব হন।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়। এরপর থেকে সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য ছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাবিতে ভর্তি পরীক্ষা শুক্রবার শুরু, তিন ইউনিটে পৌনে ৩ লাখ পরীক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে। জালিয়াতি ও প্রক্সি রোধে কঠোর অবস্থানের পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১১ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল।

১১ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন

আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি।

১২ ঘণ্টা আগে

পরিবর্তন, সংস্কার চাইলে হ্যাঁ ভোট দিন: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের অবস্থানটা স্পষ্ট। আমরা মানুষকে বলব, যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন।

১৩ ঘণ্টা আগে