
প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে ‘কলম সমর্পণ’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে শিক্ষকরা পদযাত্রা করে শাহবাগের দিকে অগ্রসর হলে শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায় পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে বলে তাঁদের দাবি।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ বলেন, “শাহবাগে পুলিশের হামলায় বহু শিক্ষক আহত হয়েছেন। কলম সমর্পণ কর্মসূচি শেষে আমাদের শহীদ মিনারে ফিরে যাওয়ার কথা ছিল।”
তবে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “শিক্ষকেরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আহত হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।”
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠন এ কর্মসূচি আয়োজন করে।
তাঁদের তিন দাবি হলো—সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “দূর-দূরান্ত থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্য সংগঠন হলো—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত এপ্রিল মাসে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করে। তবে এ সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে সহকারী শিক্ষকদের অপর অংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তাঁদের তিন দাবি (একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতি) বাস্তবায়নের জন্য। সময়ের মধ্যে দাবি না মানলে নভেম্বরের শেষ সপ্তাহে কর্মবিরতি, পরে পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে ‘কলম সমর্পণ’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে শিক্ষকরা পদযাত্রা করে শাহবাগের দিকে অগ্রসর হলে শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায় পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে বলে তাঁদের দাবি।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ বলেন, “শাহবাগে পুলিশের হামলায় বহু শিক্ষক আহত হয়েছেন। কলম সমর্পণ কর্মসূচি শেষে আমাদের শহীদ মিনারে ফিরে যাওয়ার কথা ছিল।”
তবে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “শিক্ষকেরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আহত হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।”
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠন এ কর্মসূচি আয়োজন করে।
তাঁদের তিন দাবি হলো—সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “দূর-দূরান্ত থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্য সংগঠন হলো—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত এপ্রিল মাসে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করে। তবে এ সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে সহকারী শিক্ষকদের অপর অংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তাঁদের তিন দাবি (একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতি) বাস্তবায়নের জন্য। সময়ের মধ্যে দাবি না মানলে নভেম্বরের শেষ সপ্তাহে কর্মবিরতি, পরে পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাবি বা আপত্তি থাকলে তা ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আখতার মোর্শেদ উল্লেখ করেন, সাম্য ও তার বন্ধুরা প্রায়ই উদ্যানে সময় কাটাতেন এবং মাদক বিক্রি বন্ধে স্থানীয়দের সচেতন করতেন। এতে মাদক বিক্রেতাদের সঙ্গে তাদের শত্রুতা তৈরি হয়। ১৩ মে রাতে সেই শত্রুতার জের ধরে সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
৩ ঘণ্টা আগে