রাবিতে ভর্তি পরীক্ষা শুক্রবার শুরু, তিন ইউনিটে পৌনে ৩ লাখ পরীক্ষার্থী

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯: ১২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হচ্ছে। জালিয়াতি ও প্রক্সি রোধে কঠোর অবস্থানের পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দ্বিতীয়বারের মতো এবার রাজশাহী ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছর মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষার সময়সূচি : ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। ওই দিন বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা—দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা একটি শিফটে অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে।

কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ : পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসে ১০টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য ১১টি টেন্ট এবং সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণে সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় বিএনসিসি, রোভার স্কাউট ও ফিজিক্যালি ডিজঅ্যাবল্ড ফোরামের সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি একাডেমিক ভবনের প্রবেশপথে বিএনসিসি, রোভার, স্কাউট ও রেঞ্জার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মীদের পাশাপাশি ৬০ জন কোয়ান্টাম সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। সিনেট ভবনের সামনে অস্থায়ী পুলিশ কন্ট্রোল বক্স স্থাপন করা হয়েছে। ভর্তি জালিয়াতি ও প্রক্সিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা : এ বছর পরীক্ষার্থীদের জন্য একটি মাত্র প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তারা পরীক্ষা শুরুর দুই দিন আগে পুনরায় ডাউনলোডের সুযোগ পাবেন। অস্পষ্ট সেলফির কারণে যাদের প্রবেশপত্র ইস্যু হয়নি, তারা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত আইসিটি সেন্টারে যোগাযোগ করে সেলফি ও ছবি আপলোড করলে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল।

১২ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন

আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি।

১৩ ঘণ্টা আগে

পরিবর্তন, সংস্কার চাইলে হ্যাঁ ভোট দিন: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের অবস্থানটা স্পষ্ট। আমরা মানুষকে বলব, যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন।

১৩ ঘণ্টা আগে

‘একাত্তর মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চলছে’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি মহল প্রচারণা চালাচ্ছে যে জুলাই সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১-কে মুছে ফেলা হবে, বিসমিল্লাহ থাকবে না—এসব কথা ঠিক নয়।

১৪ ঘণ্টা আগে