ডাকসু নির্বাচন নির্ধারিত সময়েই: ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি

হাইকোর্টের দেওয়া আদেশ চেম্বার আদালত স্থগিত করে দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

হাইকোর্টের রায় চেম্বার আদালত স্থগিত করায় নির্ধারিত সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

তিনি বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয় চেম্বার আদালতে। এর পরিপ্রেক্ষিতে ভোট স্থগিতের রায়টিই স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ভোট নির্দিষ্ট সময়েই হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাবি উপাচার্য এসব কথা বলেন।

এর আগে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোট প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে সোমবার বিকেলে হাইকোর্ট ডাকসু নির্বাচনে দুই মাসের স্থগিতাদেশ দেন।

যে তালিকা অনুযায়ী ওই প্রার্থীর প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছিল, সেটিও স্থগিত করে তদন্তের আদেশও দেন হাইকোর্ট। এ আদেশের পর ঢাবি ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা কেটে যায়।

চেম্বার আদালতের আদেশের পর সাংবাদিকদের ব্রিফ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির-সংশ্লিষ্ট বিভিন্ন মামলার এই আইনজীবীর এ পরিচয় এতদিন প্রকাশ্যে আসেনি।

এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে উপাচার্য অধ্যাপক নিয়াজ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনি কাজ করার জন্য ১২ সদস্যের প্যানেল আছে। শিশির মনির সেই প্যানেলেরই অংশ।

এ সময় ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িয়ে অবান্তর কথা বলে বিতর্ক উসকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেক বাধা-বিপত্তি আছে। রিটও বাধারই একটি অংশ। আমরা আইনিভাবে এটি মোকাবিলা করছি‌। তবে ডাকসু ভোট স্থগিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত— এ ধরনের অবান্তর কথা বললে বিতর্ক তৈরি হয়।

অবান্তর কথা না বলা ও ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক নিয়াজ বলেন, বিতর্ক তৈরি না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাধা-বিপত্তি, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ!

এই কঠোর কর্মসূচির প্রভাবে সারা দেশের প্রায় ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

৪ ঘণ্টা আগে

১৫ জেলায় নতুন ডিসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক ধারাবাহিকতা ও মাঠপর্যায়ে কার্যক্রম ত্বরান্বিত করতে এই বদলি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস চব্বিশের শহীদ পরিবারের

শনিবার সন্ধ্যায় (৮ নভেম্বর) এসব পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এমন আশ্বাস দেন।

১৪ ঘণ্টা আগে

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৬ ঘণ্টা আগে