
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাইকে ডাকাতি চলছে ঘোষণা দিয়ে স্থানীয়রা বাড়িটি ঘিরে ধরে হামলা চালালে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে ভেতরে ঢুকে ভাঙচুর করেন।
এ সময় এলাকার মসজিদে মাইকিং করা হয়, ওই বাড়িতে ডাকাত পড়েছে। মাইকিং শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে বাড়িটি ঘিরে ফেলেন। তারা হামলা ও ভাঙচুরকারীদের মারধর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার নেতাকর্মীরা বলছেন, ছাত্র-জনতার নামে ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর চালানো হচ্ছে বলে তারা খবর পান। খবর পেয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে যান সেখানে। তারা লুটপাট-ভাঙচুর ঠেকানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে মারধর করেন।
শিক্ষার্থীরা বলছেন, লুটপাট চালিয়ে তাদের নাম দেওয়া এবং উলটো তাদেরই কৌশলে আটকে ফেলে মারধর করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ করেছেন তারা। বলেছেন, ঘটনার দুই থেকে আড়াই ঘণ্টা পরও তারা ব্যবস্থা নিতে অবহেলা করেছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। স্থানীয়রা হামলাকারীদের আটক করে মারধর করলে ১২-১৩ জন আহত হয়েছেন বলে জেনেছেন।
গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে ১৫-১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দিবাগত রাত ২টার দিকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাইকে ডাকাতি চলছে ঘোষণা দিয়ে স্থানীয়রা বাড়িটি ঘিরে ধরে হামলা চালালে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে ভেতরে ঢুকে ভাঙচুর করেন।
এ সময় এলাকার মসজিদে মাইকিং করা হয়, ওই বাড়িতে ডাকাত পড়েছে। মাইকিং শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে বাড়িটি ঘিরে ফেলেন। তারা হামলা ও ভাঙচুরকারীদের মারধর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার নেতাকর্মীরা বলছেন, ছাত্র-জনতার নামে ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর চালানো হচ্ছে বলে তারা খবর পান। খবর পেয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে যান সেখানে। তারা লুটপাট-ভাঙচুর ঠেকানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে মারধর করেন।
শিক্ষার্থীরা বলছেন, লুটপাট চালিয়ে তাদের নাম দেওয়া এবং উলটো তাদেরই কৌশলে আটকে ফেলে মারধর করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ করেছেন তারা। বলেছেন, ঘটনার দুই থেকে আড়াই ঘণ্টা পরও তারা ব্যবস্থা নিতে অবহেলা করেছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। স্থানীয়রা হামলাকারীদের আটক করে মারধর করলে ১২-১৩ জন আহত হয়েছেন বলে জেনেছেন।
গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে ১৫-১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দিবাগত রাত ২টার দিকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'
১১ ঘণ্টা আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।
১৭ ঘণ্টা আগে
তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।
১ দিন আগে
বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে। সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।
১ দিন আগে