সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

গাজীপুর প্রতিনিধি
মারধরের শিকার শিক্ষার্থীদের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাইকে ডাকাতি চলছে ঘোষণা দিয়ে স্থানীয়রা বাড়িটি ঘিরে ধরে হামলা চালালে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে ভেতরে ঢুকে ভাঙচুর করেন।

এ সময় এলাকার মসজিদে মাইকিং করা হয়, ওই বাড়িতে ডাকাত পড়েছে। মাইকিং শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে বাড়িটি ঘিরে ফেলেন। তারা হামলা ও ভাঙচুরকারীদের মারধর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার নেতাকর্মীরা বলছেন, ছাত্র-জনতার নামে ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর চালানো হচ্ছে বলে তারা খবর পান। খবর পেয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে যান সেখানে। তারা লুটপাট-ভাঙচুর ঠেকানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে মারধর করেন।

শিক্ষার্থীরা বলছেন, লুটপাট চালিয়ে তাদের নাম দেওয়া এবং উলটো তাদেরই কৌশলে আটকে ফেলে মারধর করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ করেছেন তারা। বলেছেন, ঘটনার দুই থেকে আড়াই ঘণ্টা পরও তারা ব্যবস্থা নিতে অবহেলা করেছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। স্থানীয়রা হামলাকারীদের আটক করে মারধর করলে ১২-১৩ জন আহত হয়েছেন বলে জেনেছেন।

গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে ১৫-১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দিবাগত রাত ২টার দিকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রান্সফরমার চোর না শুনল ধর্মের কাহিনী, না মানল বাধা

চোরেরা কীভাবে এত নিখুঁতভাবে চুরি করছে, তা রহস্যজনক। অনেকটা রাতে সংঘটিত হওয়া এই চুরির পেছনে প্রায়ই অভিজ্ঞ স্থানীয় চক্র থাকে। যদিও দোষীদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে, ফলাফল এখনো সীমিত। স্থানীয়রা নিরাপত্তাব্যবস্থা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন।

৭ ঘণ্টা আগে

চেয়ারম্যান সেলিমকে পুলিশের হাতে দিল বিএনপি কর্মীরা

১০ ঘণ্টা আগে

পটুয়াখালী ইপিজেড : ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতেও গুনতে হচ্ছে টাকা, হয়রানি

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের কাজ চলছে। এই প্রকল্পের জন্য মোট ৪১০.৭৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-আগুন

হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা সাংবাদিকদের বলেন, বুধবার ধর্ম অবমাননার কারণে জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে।

১৯ ঘণ্টা আগে