স্বৈরাচারের প্রেতাত্মারা এখন বিএনপি হয়ে গেছে : আমিনুল হক

রাজশাহী ব্যুরো

দেশে আওয়ামী লীগ ও স্বৈরাচারের প্রেতাত্মারা সবাই এখন বিএনপি হয়ে গেছে বলে মন্তব্য করে জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, জাতীয় গণমাধ্যমগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মা বসে আছে। শুধু তাই নয়, গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে যুবসমাজকে খেলাধুলা থেকে দূরে রাখা হয়েছিল। সেই সময়ে আওয়ামী স্বৈরাচাররা শুধু একটি জিনিস দেখেছে কীভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়।

আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

আমিনুল হক বলেন, বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের প্রেতাত্মা, স্বৈরাচারের প্রেতাত্মারা যারা রয়েছে সবাই এখন বিএনপি হয়ে গেছে। নব্য বিএনপি আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এ ধরনের কাউকে প্রশ্রয় এবং সুযোগ দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য যে খেলাগুলো রয়েছে, তারেক রহমানের নির্দেশে আমরা এ সকল খেলাধুলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে মহানগর, জেলা উপজেলাসহ সব জায়গায় যুব সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছি। যার ফলে তরুণ সমাজ মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগ দিচ্ছে।

জাতীয় ফুটবলের সাবেক এ অধিনায়ক বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের জনগণের জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা একটা সুন্দর ও গণতন্ত্রকামী বাংলাদেশ গড়তে পারব।

এদিকে, প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন দেশের খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসে ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল। অনেক যোগ্য খেলোয়াড়কে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এভাবে তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আগামীতে দেশসেবার কাজে আসার জন্য নির্বাচিত হতে পারলে রাজশাহীর খেলাধুলার উন্নয়নে আরো ব্যাপক কাজ করা হবে। বিগত সরকারের দোসররা দেশের উন্নয়ন থামিয়ে দিয়েছে। তারা চুরি করতে ব্যস্ত ছিলেন। ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিলেন।’

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট রাজশাহীর আহ্বায়ক মোজাদ্দে জামানী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের ব্যবস্থাপক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ প্রতিযোগী ছয়টি দলের খেলোয়াড় ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করায় এসআই প্রত্যাহার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরু এলাকায় বিনামূল্যে নেট না দেওয়ায় স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগে মেরুং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

২১ ঘণ্টা আগে

অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো বিপুর বাংলো বাড়ি

ভ্রাম্যমাণ আদালত বলেছেন, ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত পুরো বাড়িটিই বুড়িগঙ্গা নদী ও নদীর তীরবর্তী জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। নদী তীরের প্রায় দেড় একর জমি ছিল বাড়িটির দখলে।

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় অসাধু উপায়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১ দিন আগে

পটুয়াখালীতে ডিবিবিএলের বুথ ডাকাতির চেষ্টায় মূল হোতা গ্রেপ্তার

এ ঘটনায় এটিএম মেশিন ভেঙে টাকা নিতে না পারলেও বুথটি ভাঙচুর করে মালামাল লুট করা হয়। তার বিরুদ্ধে আরও একাধিক চুরির ঘটনায় মামলা রয়েছে।

১ দিন আগে