উত্তরবঙ্গে পেট্রলপাম্পে ধর্মঘট প্রত্যাহার, ভোগান্তির অবসান

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৭

'বিনা নোটিশে' পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ বুধবার বিকাল ৩টার দিকে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এতে ভোগান্তির অবসান ঘটেছে।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। কোন ধরনের নোটিশ ছাড়াই রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ এই পেট্রলপাম্প হঠাৎ বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ ৭ ঘণ্টা পেট্রল বাম্প বন্ধ থাকায় অনেক যানবাহন চালক ও মালিককে তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়। মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযানে নামার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৬৯৮টি (পদ্মা ২৩৯, মেঘনা ২২২টি ও ২৩৭টি) পেট্রলপাম্পে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।

পরে এ নিয়ে দুপুরে পেট্রলপাম্পের মালিকদের সঙ্গে রাজশাহী, বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার জেলা প্রশাসন বৈঠকে বসেন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৩টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল বলেন, আমরা নিজেরা এবং পরে প্রশাসনের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছি। আমাদের দাবি-দাওয়ার বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে এবং জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আপাতত আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, ‘ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা রাজশাহীসহ কয়েকটি জেলার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। আমরা তাদেরকে বলেছি, আপনাদের অভিযোগ ও দাবি-দাওয়া লিখিত আকারে পেশ করতে। পরে জনদুর্ভোগের বিষয়টি চিন্তা করে হয়তো তারা তাদের কর্মসূচি থেকে সরে এসেছেন।’

এর আগে বুধবার সকালে রাজশাহী নগরীর পাম্পগুলো ঘুরে দেখা গেছে, রাজশাহী নগরীর প্রতিটি পেট্রোল পাম্প বন্ধ থাকায় পাম্পে তেল নিতে আসে অনেকেই ফিরে যাচ্ছেন। আবার অনেকেই পড়ছেন বিপাকে।

নগরী সাহেব বাজার এলাকার গুল গফুর পেট্রোল পাম্পের তেল নিতে আসা মোটরসাইকেল চালক সাব্বির হোসেন বলেন, সকাল থেকে দেখি পাম্প বন্ধ। তিনটি পেট্রোল পাম্প ঘুরেছি কোথাও কেউ তেল দিচ্ছে না। এখন কী করবো বুঝছি না। দেখি বেশি দামে হলেও বাহিরে দোকান থেকে কিনতে হবে। তা না হলে তো গাড়ি বন্ধ হয়ে যাবে।

পরে বিকেলে শুভ পেট্রল পাম্পে বোতলে তেল নিতে আসা বাইক চালক সেই সাব্বির বলেন, ‘মোটরসাইকেল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। সকালে কয়েকটি পেট্রলপাম্প ঘুরে তেল না পাওয়ায় বাইক বন্ধ হয়ে গেয়েছিল। তাই বাধ্য হয়ে বোতলে তেল নিতে এসেছি। কয়েক ঘণ্টা পাম্প বন্ধ থাকায় শত শত মানুষ সাব্বিরের মত এমন দুর্ভোগে পড়েন। অবশেষে বিকাল ৩টায় ধর্মঘট প্রত্যাহার করায় ভোগান্তির অবসান হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

১ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

২ দিন আগে

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

২ দিন আগে

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

২ দিন আগে