উত্তরবঙ্গে পেট্রলপাম্পে ধর্মঘট প্রত্যাহার, ভোগান্তির অবসান

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৭

'বিনা নোটিশে' পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ বুধবার বিকাল ৩টার দিকে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এতে ভোগান্তির অবসান ঘটেছে।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। কোন ধরনের নোটিশ ছাড়াই রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ এই পেট্রলপাম্প হঠাৎ বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ ৭ ঘণ্টা পেট্রল বাম্প বন্ধ থাকায় অনেক যানবাহন চালক ও মালিককে তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়। মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযানে নামার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৬৯৮টি (পদ্মা ২৩৯, মেঘনা ২২২টি ও ২৩৭টি) পেট্রলপাম্পে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।

পরে এ নিয়ে দুপুরে পেট্রলপাম্পের মালিকদের সঙ্গে রাজশাহী, বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার জেলা প্রশাসন বৈঠকে বসেন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৩টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল বলেন, আমরা নিজেরা এবং পরে প্রশাসনের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছি। আমাদের দাবি-দাওয়ার বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে এবং জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আপাতত আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, ‘ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা রাজশাহীসহ কয়েকটি জেলার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। আমরা তাদেরকে বলেছি, আপনাদের অভিযোগ ও দাবি-দাওয়া লিখিত আকারে পেশ করতে। পরে জনদুর্ভোগের বিষয়টি চিন্তা করে হয়তো তারা তাদের কর্মসূচি থেকে সরে এসেছেন।’

এর আগে বুধবার সকালে রাজশাহী নগরীর পাম্পগুলো ঘুরে দেখা গেছে, রাজশাহী নগরীর প্রতিটি পেট্রোল পাম্প বন্ধ থাকায় পাম্পে তেল নিতে আসে অনেকেই ফিরে যাচ্ছেন। আবার অনেকেই পড়ছেন বিপাকে।

নগরী সাহেব বাজার এলাকার গুল গফুর পেট্রোল পাম্পের তেল নিতে আসা মোটরসাইকেল চালক সাব্বির হোসেন বলেন, সকাল থেকে দেখি পাম্প বন্ধ। তিনটি পেট্রোল পাম্প ঘুরেছি কোথাও কেউ তেল দিচ্ছে না। এখন কী করবো বুঝছি না। দেখি বেশি দামে হলেও বাহিরে দোকান থেকে কিনতে হবে। তা না হলে তো গাড়ি বন্ধ হয়ে যাবে।

পরে বিকেলে শুভ পেট্রল পাম্পে বোতলে তেল নিতে আসা বাইক চালক সেই সাব্বির বলেন, ‘মোটরসাইকেল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। সকালে কয়েকটি পেট্রলপাম্প ঘুরে তেল না পাওয়ায় বাইক বন্ধ হয়ে গেয়েছিল। তাই বাধ্য হয়ে বোতলে তেল নিতে এসেছি। কয়েক ঘণ্টা পাম্প বন্ধ থাকায় শত শত মানুষ সাব্বিরের মত এমন দুর্ভোগে পড়েন। অবশেষে বিকাল ৩টায় ধর্মঘট প্রত্যাহার করায় ভোগান্তির অবসান হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করায় এসআই প্রত্যাহার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরু এলাকায় বিনামূল্যে নেট না দেওয়ায় স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগে মেরুং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

২১ ঘণ্টা আগে

অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো বিপুর বাংলো বাড়ি

ভ্রাম্যমাণ আদালত বলেছেন, ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত পুরো বাড়িটিই বুড়িগঙ্গা নদী ও নদীর তীরবর্তী জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। নদী তীরের প্রায় দেড় একর জমি ছিল বাড়িটির দখলে।

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় অসাধু উপায়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১ দিন আগে

পটুয়াখালীতে ডিবিবিএলের বুথ ডাকাতির চেষ্টায় মূল হোতা গ্রেপ্তার

এ ঘটনায় এটিএম মেশিন ভেঙে টাকা নিতে না পারলেও বুথটি ভাঙচুর করে মালামাল লুট করা হয়। তার বিরুদ্ধে আরও একাধিক চুরির ঘটনায় মামলা রয়েছে।

১ দিন আগে