ফেসবুকে ভুয়া ও মিথ্যা খবর প্রচারের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে ভুয়া ও মিথ্যা খবর প্রচারের অভিযোগে সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (৩১) নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের একজন কর্মী।

আরএমপির মিডিয়া মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, গত ২৯ আগস্ট কয়েকটি ফেসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতির সঞ্চার ঘটে এবং উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি নজরে আসলে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ভিডিওগুলো পর্যালোচনা করে দেখে যে, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এ সময়ের নয়। পুরোনো মিছিলের ভিডিওতে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে এই ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। তখন এর পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এবং তা নোয়াখালীর সেনবাগ থানায় পাঠানো হয়।

আরএমপির এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের একটি টিম ৩১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের একজন কর্মী। তিনি ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেসবুক পেইজসহ আরও বিভিন্ন ফেসবুক পেজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছেন। তার নামে সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউনিয়ন বিএনপির সম্পাদক হলেন তথ্য উপদেষ্টার বাবা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।

১৬ ঘণ্টা আগে

আউশ আবাদ: কম খরচে ভালো ফলনে নান্দাইলের কৃষক খুশি

এ বছর নান্দাইলে আউশ ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এবার ১ হাজার ২৫০ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে মাত্র ৮৫০ হেক্টর জমিতে। তবে ফলন ভালো হয়েছে, প্রতি হেক্টরে গড় ফলন ২.৮২ মেট্রিক টন।

১৮ ঘণ্টা আগে

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

২১ ঘণ্টা আগে

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

১ দিন আগে