দরপত্র ছাড়াই সংস্কার কাজ, রাসিকে দুদকের হানা

রাজশাহী ব্যুরো

দরপত্র ছাড়াই সংস্কার কাজ করার অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।

অভিযানে তিনটি ফাইল জব্দ করা হয়েছে। এসময় দুদক সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক, উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে দুদক সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি ফাইল জব্দ করা হয়েছে। এর বাইরেও আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, যেখানে ঠিকাদার ছাড়াই কাজ করা হচ্ছে।প্রাথমিকভাবে বেশকিছু অনিয়মের তথ্যও আমরা পেয়েছি। আমরা যে ফাইলগুলো পেয়েছি, সেগুলোর তথ্য যাচাই-বাছাই করে এর ফাইন্ডিংস প্রতিবেদন আকারে দুদকের কেন্দ্রীয় কার্যালয় পাঠাবো। প্রতিবেদনের আলোকে দুদক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় উল্লাসের নামে দেশজুড়ে চলা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে রেহায় পায়নি রাজশাহী সিটি করপোরেশনও (রাসিক)। অগ্নিকাণ্ড ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাসিকের সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হয়নি। মানা হয়নি সঠিক প্রক্রিয়াও। কর্তৃপক্ষ স্থানীয় এক বিএনপি নেতাকে দিয়ে সংস্কার কাজ করাচ্ছে বলে শোনা গেছে। তবে ওই ঠিকাদারের নাম ও পরিচয় নিশ্চিত করেননি কোনো পক্ষই। তবে প্রায় ২২ কোটি টাকার সংস্কার কাজের লক্ষ্য নিয়ে ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে ২০ লাখ টাকার বিল পরিশোধও করা হয়েছে।

রাসিক সূত্রে জানা গেছে, ৫ আগস্টের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ণয়ে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরের সিটি করপোরেশনের স্থাপনাগুলোতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়। 'রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক সিটি করপোরেশনের প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের ভেতর উপপ্রকল্প করে নগর ভবন সংস্কারকাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে, সংস্কার করতে হবে নিজস্ব অর্থেই। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কার কাজ শুরু করা হয়েছে। তবে এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়নি।

কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষের দাবি, ‘রিকুয়েস্ট ফর কোটেশন মেথডে’ ১০ লাখ টাকা পর্যন্ত কাজ বিনা টেন্ডারে করা যায়। এছাড়া দরপত্র ছাড়া কাজ করার আরও অনেক পদ্ধতি আছে।

জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘অফিস প্রধান একটা অনুমোদন দিয়েছেন। এর ভিত্তিতেই ক্রয় নীতিমালা মেনে কাজ করা হচ্ছে। তবে একসঙ্গে নিজস্ব অর্থে এত কাজ করা সম্ভব না বলে কোটেশন আকারেই ছোট ছোট কাজ দেখাতে হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে কোটেশনের কাগজপত্র রেডি হয়ে যাবে। তখন ঠিকাদারি প্রতিষ্ঠান কে কাজটা করল তা বলা যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে হাতের কাছে যাকে পেয়েছি, তাকে দিয়েই কাজ করাচ্ছি।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করায় এসআই প্রত্যাহার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরু এলাকায় বিনামূল্যে নেট না দেওয়ায় স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগে মেরুং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

১ দিন আগে

অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো বিপুর বাংলো বাড়ি

ভ্রাম্যমাণ আদালত বলেছেন, ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত পুরো বাড়িটিই বুড়িগঙ্গা নদী ও নদীর তীরবর্তী জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। নদী তীরের প্রায় দেড় একর জমি ছিল বাড়িটির দখলে।

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় অসাধু উপায়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১ দিন আগে

পটুয়াখালীতে ডিবিবিএলের বুথ ডাকাতির চেষ্টায় মূল হোতা গ্রেপ্তার

এ ঘটনায় এটিএম মেশিন ভেঙে টাকা নিতে না পারলেও বুথটি ভাঙচুর করে মালামাল লুট করা হয়। তার বিরুদ্ধে আরও একাধিক চুরির ঘটনায় মামলা রয়েছে।

১ দিন আগে