রাজশাহীর আদালত

শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের আইনজীবীরাই হলেন জিপি-পিপি!

রাজশাহী ব্যুরো

রাজশাহীর আদালতে নতুন সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত জিপি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পিপি নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া ১২৪ নতুন আইন কর্মকর্তার প্রায় সবাই বিএনপিপন্থী। এমনকি গত ৫ আগস্ট সরকার পতনের আন্দোলনে রাজশাহীতে গুলিতে নিহত দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের হয়ে লড়া আইনজীবীরাও বিভিন্ন আদালতের সরকারি কৌঁসুলী হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে রাজশাহীজুড়ে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৩ নভেম্বর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই পত্রে জেলা জজ, জেলা জজ ও দায়রা, দ্রুত বিচার, বিভাগীয় বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন দমন ১ ও ২, সাইবার, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল, মানব পাচার অপরাধ দমন, শিশু আদালত ১ ও ২ এবং মহানগর দায়রা জজ আদালতে মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, পক্ষপাতিত্বের মাধ্যমে ওই ১২৪ নতুন আইন কর্মকর্তার প্রায় সব পদেই বিএনপিপন্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। ফলে সাধারণ আইনজীবীদের মূল্যায়ন করা হয়নি।

জানা গেছে, মূল পিপি, স্পেশাল পিপি ও বিশেষ পিপি পদে মোট আট পদে জায়গা না পেলেও ২৫টি অতিরিক্ত পিপি ও ৭টি অতিরিক্ত জিপির পদে একজন করে জামায়াতপন্থী আইনজীবী নিয়োগ পেয়েছেন।

এ বিষয়ে জামায়াতপন্থী আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের নেতা হাসানুল বান্না সোহাগ বলেন, এই পদগুলোর সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানো যায়। এ তালিকা দেখে আমরা চরমভাবে অসন্তুষ্ট ও মর্মাহত।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট রাজশাহীতে শহীদ আলী রায়হান ও শহীদ আনজুম সাকিব হত্যা মামলার আসামিপক্ষের হয়ে মামলা পরিচালনা করা আইনজীবীরাও নিয়োগ পেয়েছেন এসব জনগুরুত্বপূর্ণ পদে। তারা আওয়ামী লীগের আসামিদের পক্ষে ছিলেন, শুনানিও করেছেন। তবু তারা সরকারি আইন কর্মকর্তা নিয়োগ পাওয়ার ঘটনায় আইনজীবীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। বিএনপিপন্থী আইনজীবীদের নেতা এবং জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পিপি রাইসুল ইসলাম নিজেই ছাত্র আন্দোলনে শহীদদের আসামিদের পক্ষে মামলা লড়েছেন। শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আনজুম হত্যা মামলার আসামিদের জামিনের জন্য তার স্বাক্ষরিত একটি ওকালতনামার কপি প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে রাইসুল সিল দেওয়ার পর নামটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছেন। তিনি নিজেই আদালতে হাজির থেকে মামলা পরিচালনা করেছেন। তার জুনিয়র এডভোকেট শহিদ উদ্দিন চান্দাও সাথে ছিলেন। ওই আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট আজিমুস সান উজ্জ্বলও জুলাই বিপ্লবে ছাত্রদের বিপক্ষে দাঁড়ানো আওয়ামী লীগের আসামিদের হয়ে আদালতে মামলা লড়েছেন। তারও স্বাক্ষর করা ওকালতনামার কপি পাওয়া গেছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর নতুন পিপি এডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমীনও আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়ে মামলা পরিচালনা করেছেন বলে অভিযোগ উঠেছে। বারের সাবেক সাধারণ সম্পাদক বিএনপিপন্থী আইনজীবী পারভেজ তৌফিক জাহেদীর নামও রয়েছে ওই তালিকায়।

এ বিষয়ে নগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করে আমরা বৈষম্যের শিকার। আন্দোলন সংগ্রামে যারা মিছিল মিটিং করেছে, তাদের নাম নাই। এ নিয়োগের প্রতিবাদ জানাই আমরা। বৈষম্যহীন ও স্বচ্ছভাবে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অ্যাডভোকেট রাইসুল ইসলাম বলেন, তালিকা থেকে বিএনপিরও কিছু বাদ গেছে, জামায়াতেরও কিছু বাদ গেছে। এটা কারেকশনের জন্য চেষ্টা করছি দ্রুতভাবে। ছাত্র আন্দোলনে শহীদদের আসামিদের পক্ষে মামলা লড়ার প্রশ্নে তিনি বলেন, হত্যা মামলায় আমরা নিজেরাই বাদির লোক। কাজেই এই তথ্য সঠিক নয়।

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, এ নিয়োগে কারা কীভাবে এসেছে, নিয়োগ কীভাবে হয়েছে, কতজন হয়েছে- এগুলো কিছুই আমার নলেজে নাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জিকেএম মেশকাত চৌধুরী মিশু বলেন, শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আঞ্জুমের হত্যাকারীদের আইনী সহায়তা দেওয়া আইনজীবীদেরই গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগের তীব্র প্রতিবাদ জানাই। ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসনকারীদের ছাত্র সমাজ মেনে নিবে না। আমরা দ্রুত এই নিয়োগ সংশোধনের দাবি জানাই। অন্যথায় ছাত্ররা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন : মিনু

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'

৮ ঘণ্টা আগে

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

১৪ ঘণ্টা আগে

টঙ্গীতে ভাল্‌ভ বিস্ফোরণ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।

১ দিন আগে

এত মানুষের জীবন গেল, দেশের কী হলো— প্রশ্ন ন‍্যাপ মহাসচিবের

বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে। সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।

১ দিন আগে