রাজশাহী ব্যুরো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেছেন, 'মাফিয়াতন্ত্রের সকল অংশীদারদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে।'
আজ রবিবার বেলা ১২টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতে এ দাবি জানান তিনি।
ফ্যাসিস্ট সরকারের দোসরদের অপসারণের দাবি জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, প্রশাসন, সচিবালয়, বিদেশি দূতাবাসে পদে পদে যেসব ফ্যাসিবাদী রাক্ষস বাংলার গণমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সবাইকে পদত্যাগ করাতে হবে। প্রশাসন থেকে শুরু করে , সিভিল সোসাইটি, সামাজিক ও সাংস্কৃতিক পরিসর থেকে ফ্যাসিবাদের দোসর, ফলভোগীদের সরাতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হাসিনার মাফিয়াতন্ত্রের সকল অংশীদারদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে।
আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের বিষয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে খুন, গুম, গণহত্যা, আয়নাঘরে বিনাবিচারে আটকে রেখে জীবন যৌবন ধ্বংস করে, পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর মেধাবী অফিসারদের হত্যা করে, ক্রসফায়ার নাটক সাজিয়ে শত শত নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে এই ফ্যাসিস্টরা। শাপলা চত্বরে রাতের আধাঁরে এ দেশের আলেম-ওলামাদের উপর গণহত্যা চালিয়ে, ওরা বাংলাদেশের গণমানুষের ঘাড়ে আবারও চেপে বসার ষড়যন্ত্র করছেছিল। পুলিশ এসে খুনি স্বরাষ্ট্রমন্ত্রীরে কয়, একটারে গুলি করলে একটাই মরে বাকিরা সামনে চলে আসে। আরে মামুর বেটা আমরা মরতে শিখে গেছি, আমরা বুক পেতে দিতে শিখে গেছি, আমরা পঙ্গপালের মতো সামনেই এগিয়ে যাব। যতবার শেষ করার চেষ্টা করবা ততবারই ফিনিক্স পাখির মতো উড়ে উড়ে আসবো।
গণজমায়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাতে সক্ষম হয়েছি। কিন্তু এখনও তারা বিভিন্ন কায়দায় এ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যা দেশের আপামর ছাত্র-জনতা কখনো হতে দিবে না। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না।
এসময় শিক্ষার্থীরা 'একটা-দুইটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর', 'মাঠে আছি আমরা, তুলবো লীগের চামড়া', 'আপোষ না? সংগ্রাম? সংগ্রাম।... সংগ্রাম। ...', 'দালালি না? রাজপথ? রাজপথ। ... রাজপথ।', 'দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত।' 'সাকিব রায়হান মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।', 'আলী রায়হান, মুগ্ধ, শেষ হয় নি... যুদ্ধ।', 'সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের জায়গা নাই' ইত্যাদি স্লোগান দেন।
রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন রাবির অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান মুন্না, মাসুদ রানা, সালাউদ্দীন আম্মার প্রমুখ। গণজমায়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের সমন্বয়ক এম এ বারি, সোহাগ, মহুয়া জান্নাতসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেছেন, 'মাফিয়াতন্ত্রের সকল অংশীদারদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে।'
আজ রবিবার বেলা ১২টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতে এ দাবি জানান তিনি।
ফ্যাসিস্ট সরকারের দোসরদের অপসারণের দাবি জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, প্রশাসন, সচিবালয়, বিদেশি দূতাবাসে পদে পদে যেসব ফ্যাসিবাদী রাক্ষস বাংলার গণমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সবাইকে পদত্যাগ করাতে হবে। প্রশাসন থেকে শুরু করে , সিভিল সোসাইটি, সামাজিক ও সাংস্কৃতিক পরিসর থেকে ফ্যাসিবাদের দোসর, ফলভোগীদের সরাতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হাসিনার মাফিয়াতন্ত্রের সকল অংশীদারদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে।
আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের বিষয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে খুন, গুম, গণহত্যা, আয়নাঘরে বিনাবিচারে আটকে রেখে জীবন যৌবন ধ্বংস করে, পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর মেধাবী অফিসারদের হত্যা করে, ক্রসফায়ার নাটক সাজিয়ে শত শত নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে এই ফ্যাসিস্টরা। শাপলা চত্বরে রাতের আধাঁরে এ দেশের আলেম-ওলামাদের উপর গণহত্যা চালিয়ে, ওরা বাংলাদেশের গণমানুষের ঘাড়ে আবারও চেপে বসার ষড়যন্ত্র করছেছিল। পুলিশ এসে খুনি স্বরাষ্ট্রমন্ত্রীরে কয়, একটারে গুলি করলে একটাই মরে বাকিরা সামনে চলে আসে। আরে মামুর বেটা আমরা মরতে শিখে গেছি, আমরা বুক পেতে দিতে শিখে গেছি, আমরা পঙ্গপালের মতো সামনেই এগিয়ে যাব। যতবার শেষ করার চেষ্টা করবা ততবারই ফিনিক্স পাখির মতো উড়ে উড়ে আসবো।
গণজমায়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাতে সক্ষম হয়েছি। কিন্তু এখনও তারা বিভিন্ন কায়দায় এ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যা দেশের আপামর ছাত্র-জনতা কখনো হতে দিবে না। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না।
এসময় শিক্ষার্থীরা 'একটা-দুইটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর', 'মাঠে আছি আমরা, তুলবো লীগের চামড়া', 'আপোষ না? সংগ্রাম? সংগ্রাম।... সংগ্রাম। ...', 'দালালি না? রাজপথ? রাজপথ। ... রাজপথ।', 'দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত।' 'সাকিব রায়হান মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।', 'আলী রায়হান, মুগ্ধ, শেষ হয় নি... যুদ্ধ।', 'সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের জায়গা নাই' ইত্যাদি স্লোগান দেন।
রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন রাবির অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান মুন্না, মাসুদ রানা, সালাউদ্দীন আম্মার প্রমুখ। গণজমায়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের সমন্বয়ক এম এ বারি, সোহাগ, মহুয়া জান্নাতসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।
১৩ ঘণ্টা আগেএ বছর নান্দাইলে আউশ ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এবার ১ হাজার ২৫০ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে মাত্র ৮৫০ হেক্টর জমিতে। তবে ফলন ভালো হয়েছে, প্রতি হেক্টরে গড় ফলন ২.৮২ মেট্রিক টন।
১৫ ঘণ্টা আগে