সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাঘা শাহদৌলা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস

রাজশাহী ব্যুরো

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিন ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়েছে।

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিন ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়েছে। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিন ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের এই ক্লাস নেওয়া হয়েছে। এতে কলেজের অধিকাংশ শিক্ষক অংশ গ্রহণ করেনি।

জানা যায়, ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে তীব্র তাপপ্রবাহের কারনে শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনা করে এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন উপেক্ষা করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ দেওয়া হয়। শিক্ষার্থীরা ম্যাসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে আসে। তবে এতে অধিকাংশ শিক্ষক এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থী শাওন আহমেদ, রুমন আলী, শাকিব হোসেন, মুসরেকুল ইসলাম, বুলবুল আহমেদ বলেন, মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ পেয়ে ওরিয়েন্টেশন ক্লাসে অংশ গ্রহণ করি। কলেজ ছুটি, এরপরও আসতে হয়েছে।

এ বিষয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষণা মোতাবেক ক্লাসের উদ্বোধনীর বিষয়ে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শিক্ষার্থীরা উপস্থিত হওয়ায় তাদের ফিরিয়ে না দিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়েছে। তবে প্রজ্ঞাপন অনুয়ায়ী শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুসলিমা খাতুন বলেন, অধ্যক্ষের নির্দেশে কলেজে এসেছিলাম। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীর উপস্থিত থাকলেও শিক্ষকের উপস্থিত ছিল কম। তবে ক্লাস উদ্বোধনী শেষে ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন, আগে থেকে নোটিশ দেওয়া ছিল। সেই নোটিশ মোতাবেক শিক্ষার্থীরা কলেজে চলে আসায় ক্লাস উদ্বোধনের কাজ সেরে নেওয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিলের পর যথাযথভাবে ক্লাস পরিচালিত হবে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন, তীব্র তাপদাহের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহের পরীক্ষা ছাড়া সকল ক্লাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩৬শে জুলাইয়ে টেবিলের নিচের রাজনীতির কবর রচনা হয়েছে: শিবির সভাপতি

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা প্রোপাগান্ডা চালানো হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আমাদের কর্মকাণ্ড ও আদর্শিক অবস্থান কাছ থেকে দেখে সেই বিভ্রান্তি কাটিয়ে উঠছেন।

৩ ঘণ্টা আগে

মৎস্য রপ্তানি নীতিমালা গ্রহণে সাহায্য করবে সরকার: মৎস্য উপদেষ্টা

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, রাজশাহীর চাষীরা বাংলাদেশের মৎস্য চাষে যুগান্তকারী পরিবর্তন করেছেন। বিদেশনির্ভর বড় আকারের রুই থেকে রাজশাহীর জীবন্ত রুইজাতীয় মাছ আজ দেশের আনাচে কানাচে ছড়িয়েছে। আজ সময় এসেছে বিদেশে রপ্তানি উপযোগী করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি, নীতিমালা গ্রহণ করা। সর

৪ ঘণ্টা আগে

দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুর সদর উপজেলায় ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

৪ ঘণ্টা আগে

কিশোরগঞ্জে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

ভোর সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে আগে থেকে পড়ে থাকা চিড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় বড় ভাই নুরু খান। তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

৭ ঘণ্টা আগে