সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাঘা শাহদৌলা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস

রাজশাহী ব্যুরো

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিন ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়েছে।

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিন ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়েছে। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিন ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের এই ক্লাস নেওয়া হয়েছে। এতে কলেজের অধিকাংশ শিক্ষক অংশ গ্রহণ করেনি।

জানা যায়, ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে তীব্র তাপপ্রবাহের কারনে শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনা করে এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন উপেক্ষা করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ দেওয়া হয়। শিক্ষার্থীরা ম্যাসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে আসে। তবে এতে অধিকাংশ শিক্ষক এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থী শাওন আহমেদ, রুমন আলী, শাকিব হোসেন, মুসরেকুল ইসলাম, বুলবুল আহমেদ বলেন, মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ পেয়ে ওরিয়েন্টেশন ক্লাসে অংশ গ্রহণ করি। কলেজ ছুটি, এরপরও আসতে হয়েছে।

এ বিষয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষণা মোতাবেক ক্লাসের উদ্বোধনীর বিষয়ে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শিক্ষার্থীরা উপস্থিত হওয়ায় তাদের ফিরিয়ে না দিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়েছে। তবে প্রজ্ঞাপন অনুয়ায়ী শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুসলিমা খাতুন বলেন, অধ্যক্ষের নির্দেশে কলেজে এসেছিলাম। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীর উপস্থিত থাকলেও শিক্ষকের উপস্থিত ছিল কম। তবে ক্লাস উদ্বোধনী শেষে ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন, আগে থেকে নোটিশ দেওয়া ছিল। সেই নোটিশ মোতাবেক শিক্ষার্থীরা কলেজে চলে আসায় ক্লাস উদ্বোধনের কাজ সেরে নেওয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিলের পর যথাযথভাবে ক্লাস পরিচালিত হবে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন, তীব্র তাপদাহের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহের পরীক্ষা ছাড়া সকল ক্লাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

উত্তরায় বাসায় ভয়াবহ আগুন, প্রাণ গেল ৩ জনের

রাজধানীর উত্তরায় সাত তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। ওই ভবন থেকে আরও ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

৪ ঘণ্টা আগে

বাগেরহাটে সিলভার লাইন গ্রুপের উদ্যোগে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু

‘স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই’— স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সব ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট (ওয়াইফাই) সেবা চালু করেছে।

১৫ ঘণ্টা আগে

ময়মনসিংহ-৯: প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র হাসিনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

হাসিনা খান চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে নান্দাইলের বিভিন্ন স্থানে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নির্বাচনি মাঠে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মনে করছেন স্থানীয়রা।

১৫ ঘণ্টা আগে

চলন্ত বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, চালকসহ আটক ৩

পুলিশ জানিয়েছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই তরুণী সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে আরও দুজন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পর যাত্রী দুজন বাস থেকে নেমে গেলে তরুণীকে একা পেয়ে চালক আলতাফ ও সহযোগী সাগর ধর্ষণ করেন।

১৫ ঘণ্টা আগে