
টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। তার অভিযোগ, ধর্ষণের সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করেন এবং জানাজানি হলে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় টাঙ্গাইল থেকে ওই বাসের চালকসহ তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সাভার পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
ভুক্তভোগী তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থাকেন। আটক বাসচালক আলতাফের (২৫) বাড়ি দিনাজপুর সদর উপজেলার নরদেরাই গ্রামে। তার দুই সহযোগীর মধ্যে মো. সাগর (২৪) ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরহাট গ্রাম ও মো. রাব্বি (২১) হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল পাগা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই তরুণী সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে আরও দুজন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পর যাত্রী দুজন বাস থেকে নেমে গেলে তরুণীকে একা পেয়ে চালক আলতাফ ও সহযোগী সাগর ধর্ষণ করেন।
অভিযোগের বরাত দিয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে বাসটি সারা রাত সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকার বিভিন্ন সড়কে চালানো হয়। এ সময় চিৎকার করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্তরা। ওই তরুণীর মোবাইল ফোন ও কানের দুলও ছিনিয়ে নেন।
মো. শরীফ বলেন, বাসটি বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে করটিয়া আন্ডারপাস এলাকায় থামে। সেখানে হাইওয়ে পুলিশের টহল দল বাসটির কাছে গেলে ওই তরুণী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন। এ সময় তরুণীকে উদ্ধারের পাশাপাশি চালক ও দুই সহযোগীকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে হাইওয়ে পুলিশ। বাসটিও জব্দ করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন জানান, ওই তরুণী নিজেই বাদী হয়ে ধর্ষণ মামলা করবেন। মামলা হলে আটক বাসচালক ও তার দুই সহযোগীকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। তার অভিযোগ, ধর্ষণের সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করেন এবং জানাজানি হলে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় টাঙ্গাইল থেকে ওই বাসের চালকসহ তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সাভার পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
ভুক্তভোগী তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থাকেন। আটক বাসচালক আলতাফের (২৫) বাড়ি দিনাজপুর সদর উপজেলার নরদেরাই গ্রামে। তার দুই সহযোগীর মধ্যে মো. সাগর (২৪) ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরহাট গ্রাম ও মো. রাব্বি (২১) হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল পাগা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই তরুণী সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে আরও দুজন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পর যাত্রী দুজন বাস থেকে নেমে গেলে তরুণীকে একা পেয়ে চালক আলতাফ ও সহযোগী সাগর ধর্ষণ করেন।
অভিযোগের বরাত দিয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে বাসটি সারা রাত সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকার বিভিন্ন সড়কে চালানো হয়। এ সময় চিৎকার করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্তরা। ওই তরুণীর মোবাইল ফোন ও কানের দুলও ছিনিয়ে নেন।
মো. শরীফ বলেন, বাসটি বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে করটিয়া আন্ডারপাস এলাকায় থামে। সেখানে হাইওয়ে পুলিশের টহল দল বাসটির কাছে গেলে ওই তরুণী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন। এ সময় তরুণীকে উদ্ধারের পাশাপাশি চালক ও দুই সহযোগীকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে হাইওয়ে পুলিশ। বাসটিও জব্দ করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন জানান, ওই তরুণী নিজেই বাদী হয়ে ধর্ষণ মামলা করবেন। মামলা হলে আটক বাসচালক ও তার দুই সহযোগীকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আগুনে দলীয় কার্যালয়ে থাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ডসহ অফিসের দরজা-জানালা ও আসবাবপত্র ভস্মীভূত হয়।
১৫ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী।
১ দিন আগে
তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার যে অনন্য ইতিহাস, বেগম খালেদা জিয়া তা নিজের জীবন দিয়ে রচনা করে গেছেন। তিনি ক্ষমতার মোহে রাজনীতিতে আসেননি; ইতিহাসের নির্মম ডাকেই তাঁকে নেতৃত্বের ভার কাঁধে তুলে নিতে হয়েছিল। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর শোক তাঁকে ভেঙে দেয়নি, ব
১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ দিন আগে