ময়মনসিংহ-৯: প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র হাসিনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০০: ৩৩
ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসিনা খান চৌধুরী প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয়।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থক-ভোটার সংক্রান্ত জটিলতায় জেলা রিটার্নিং কর্মকর্তা হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পেলেন।

হাসিনা খান চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে নান্দাইলের বিভিন্ন স্থানে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নির্বাচনি মাঠে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মনে করছেন স্থানীয়রা।

তার কয়েকজন অনুসারীর সাথে কথা বলে জানা যায়, নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ চালানোর সকল প্রস্তুতি নেওয়া ছিল তাদের। কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তাদের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটে। তবে প্রার্থিতা ফিরে পাওয়ার এখন তা কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছেন তারা।

হাসিনা খান চৌধুরী নান্দাইল বিএনপির প্রতিষ্ঠাতা ও এই আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত খুররম খান চৌধুরীর স্ত্রী। দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতিতে জড়িত থাকায় খুররম খান চৌধুরীর নিজস্ব একটি ভোটব্যাংক ও অসংখ্য অনুসারী রয়েছে বলে মনে করছেন অনেকেই। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার স্ত্রী হাসিনা খান চৌধুরীকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

নান্দাইল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ১০ জন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধূরী, বাংলাদেশ খেলাফত মজলিসের শামসুল ইসলাম, বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদুর রহমান, গণফোরামের লতিফুল বারী হামীম, জাতীয় পার্টির হাসমত মাহমুদ; স্বতন্ত্র প্রার্থী হিসেবে— মামুন বিন আবদুল মান্নান, হাসিনা খান চৌধুরী, এ আর খান এবং পিন্টু চন্দ্র বিশ্বশর্মা।

এ ছাড়া যাচাই-বাছাইয়ে এই আসনের চার জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে— মামুন বিন আবদুল মান্নান, হাসিনা খান চৌধুরী, এ আর খান ও পিন্টু চন্দ্র বিশ্বশর্মা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাউফলে বিএনপি অফিসে আগুন

আগুনে দলীয় কার্যালয়ে থাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ডসহ অফিসের দরজা-জানালা ও আসবাবপত্র ভস্মীভূত হয়।

১৫ ঘণ্টা আগে

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে ছয়জনের মৃত্যুর পর কারাগারে মারা গেলেন বিক্রেতা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী।

১ দিন আগে

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের বাতিঘর : শোক সভায় বক্তারা

তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার যে অনন্য ইতিহাস, বেগম খালেদা জিয়া তা নিজের জীবন দিয়ে রচনা করে গেছেন। তিনি ক্ষমতার মোহে রাজনীতিতে আসেননি; ইতিহাসের নির্মম ডাকেই তাঁকে নেতৃত্বের ভার কাঁধে তুলে নিতে হয়েছিল। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর শোক তাঁকে ভেঙে দেয়নি, ব

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১ দিন আগে