রাজশাহীতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

রাজশাহী ব্যুরো

চারিদিকে বাজছে বিয়ের শানাই। বরকে বিয়ের সাজে সজ্জিত করে ঢাক-ঢোল পিটিয়ে নিয়ে যাওয়া হলো কনের বাড়িতে। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আগে থেকেই বধূ সেজে থাকা কনের সঙ্গে হয়ে গেল বিয়েও। কিন্তু এটি কোন মানুষের বিয়ের আনুষ্ঠানিকতা ছিল না। চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির আশায় রাজশাহীর পবা উপজেলার ভুগরোইল খ্রিস্টানপাড়ায় আয়োজন করা হয়েছিল দুই ব্যাঙের মধ্যে বিয়ের অনুষ্ঠান।

বৃহস্পতিবার (০২ মে) দুপুর সাড়ে ১২টায় এমন ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানে পবা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভুগরোইল খ্রিস্টান পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু থেকে শুরু করে বৃদ্ধ নানান বয়সী শত শত আদিবাসী এই অনুষ্ঠানে অংশ নেয়। তারা দুটি পুরুষ ও স্ত্রী ব্যাঙ ধরে তাদের বিয়ে দেয়।

খ্রিস্টান পল্লীর মানুষজন প্রায় দুই ঘণ্টাব্যাপী নানা গান ও গিতের তালে তালে নেচেছেন। অনুষ্ঠানের সময় খেলেছেন রঙও। সবশেষে দুপুরে তারা বিবাহিত ব্যাঙ দুটিকে কলাপাতার বাক্সে ভরে বালতিতে নিয়ে পুরো খ্রিস্টান পল্লীতে ঘুরে বেড়ান আর নাচেন। সঙ্গে ছিল ঢোল আর বিয়ের শানাই। দেখে মনে হচ্ছিল যেন সত্যি সত্যি খ্রিস্টান কোন তরুণ-তরুণীর বিয়ের অনুষ্ঠান ছিল সেখানে। এসময় আদিবাসী পল্লীর মানুষজনের কাছ থেকে চাল, ডাল, মুরগি ও মসলা সংগ্রহ করে খাবারের আয়োজন করা হয়।

ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন স্থানীয় খ্রিস্টান পল্লীর অঞ্জলী বিশ্বাস। মূলত তিনিই ফাদার সেজে পুরুষ ও নারী ব্যঙের বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। কনেপক্ষে কনে ব্যাঙের মা স্থানীয় নওহাটা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জয়া বিশ্বাস। বিয়ের এই পুরো আয়োজনে খ্রিস্টান পল্লীর গ্রামবাসী তাদের সহযোগিতা করেন।

আয়োজক অঞ্জলী বিশ্বাস বলেন, 'বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার। কোথাও পানি নেই। আগে বৃষ্টির জন্য ব্যঙের বিয়ের আয়োজনের বেশ প্রচলন ছিল। কিন্তু এটি এখন অনেক কমে গেছে। তাই পুরনো সেই রীতি ধরে রাখতে বৃষ্টির আশায় আমাদের এই আয়োজন।’

কনে ব্যাঙের মা জয়া বিশ্বাস বলেন, 'বৃষ্টি না হওয়ায় রাজশাহীসহ সারাদেশ আজ মরুভূমি হয়ে গেছে। রাজশাহীর বেশ কিছু এলাকায় নলকূপে মানুষজন পানি পাচ্ছে না। খাবার পানি, সেচের পানি যোগাড় করতে কষ্ট হচ্ছে, পুকুর শুকিয়ে গেছে। তাই আমরা বৃষ্টির জন্য এই আয়োজন করেছি।’

তিনি বলেন, স্থানীয় খ্রিস্টান চার্চ থেকে পুরুষ ব্যাঙকে সাজিয়ে একটু দূরেই আমাদের নিজের বাড়িতে বধূ সাজে সাজিয়ে রাখা কনে ব্যাঙের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুই ব্যাঙের মধ্যে দেয়া হয় বিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পুনরায় শানাই আর ঢাক-ঢোল বাজিয়ে বর-কনেকে নিয়ে আসা হয় স্থানীয় সেই চার্চে। পরে ব্যাঙ দুুটির বিয়ের পোশাক খুলে ফেলে গোসল করিয়ে ছেড়ে দেয়া পুকুরে। এরপর আমরা রঙ খেলা এবং নাচ-গান শেষে রান্না-বান্না করে পুরো গ্রামবাসী একসাথে দুপুরের খাবার খাই।

এদিকে, রাজশাহীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ মে) বিকাল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত প্রায় দুই সপ্তাহ থেকে রাজশাহীতে ৪১ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

উত্তরায় বাসায় ভয়াবহ আগুন, প্রাণ গেল ৩ জনের

রাজধানীর উত্তরায় সাত তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। ওই ভবন থেকে আরও ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

৪ ঘণ্টা আগে

বাগেরহাটে সিলভার লাইন গ্রুপের উদ্যোগে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু

‘স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই’— স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সব ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট (ওয়াইফাই) সেবা চালু করেছে।

১৫ ঘণ্টা আগে

ময়মনসিংহ-৯: প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র হাসিনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

হাসিনা খান চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে নান্দাইলের বিভিন্ন স্থানে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নির্বাচনি মাঠে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মনে করছেন স্থানীয়রা।

১৫ ঘণ্টা আগে

চলন্ত বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, চালকসহ আটক ৩

পুলিশ জানিয়েছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই তরুণী সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে আরও দুজন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পর যাত্রী দুজন বাস থেকে নেমে গেলে তরুণীকে একা পেয়ে চালক আলতাফ ও সহযোগী সাগর ধর্ষণ করেন।

১৫ ঘণ্টা আগে