রাজশাহীতে আওয়ামী লীগের সাবেক এমপি রায়হান গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ রায়হানুল হক রায়হানকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুঠিয়া থানায় দায়েরকৃত বিএনপির এক কর্মীকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাঁদের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র দিবস উপলক্ষে কর্মসূচি চলছিল। এসময় চাঁদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় দীর্ঘ ৯ বছর পর পুঠিয়া থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের স্ত্রী মোসা. মাছুফা বেগম। মামলায় রায়হানসহ আরও ২৬০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে রাজশাহীর (চারঘাট-বাঘা) সার্কেল এএসপি প্রণব কুমার বলেন, সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হানকে আপাতত পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সেই মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

উল্লেখ্য, রাহেনুল হক রায়হান ২০০০ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। সর্বশেষ গত সংসদ নির্বাচনে তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে প্রার্থী হয়ে পরাজিত হন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়া জনগণের হৃদয়ে আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই থাকবেন : মিনু

তিনি বলেন, 'মা খালেদা জিয়া আমাকে রাজনীতিতে গড়ে তুলেছেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছেন। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি তাঁর কারণেই।'

১৬ ঘণ্টা আগে

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার অকাল মৃত্যু

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

১ দিন আগে

টঙ্গীতে ভাল্‌ভ বিস্ফোরণ, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

তিতাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে।

১ দিন আগে

এত মানুষের জীবন গেল, দেশের কী হলো— প্রশ্ন ন‍্যাপ মহাসচিবের

বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে। সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।

১ দিন আগে