রাবিতে 'ফ্যাসিস্টের দোসরদের' বিচার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্ষমতাসীন আওয়ামীপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু হয়, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

ছাত্রদল নেতাদের দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাত্রলীগ ও পুলিশের সন্ত্রাসী হামলায় পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন। এ কারণে তাদের বিচার চেয়ে এই গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ছাত্রলীগ-পুলিশের সন্ত্রাসে মদদ দিয়েছেন, তারা শিক্ষক হলেও বিচার এড়াতে পারেন না। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষক, যারা ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে কাজ করেছেন, তাদের বিচারের দাবিতে আমরা আগেও স্মারকলিপি ও মানববন্ধন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে নিরবতা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্টের চেতনার নামে দুর্নীতিবাজদের পক্ষ নেওয়া শহীদদের আত্মত্যাগকে অপমান করার শামিল।”

এর আগে গত ৭ আগস্ট ছাত্রদল ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষকের নাম ও ছবিসহ একটি তালিকা প্রকাশ করে এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় সোমবার শুরু হলো গণস্বাক্ষর কর্মসূচি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৫ ঘণ্টা আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১৬ ঘণ্টা আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১৭ ঘণ্টা আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

১৮ ঘণ্টা আগে