লাখো রোহিঙ্গার ইফতারে যোগ দিতে গিয়ে পদদলিত হয়ে একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গা ইফতারে অংশ নেন। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আগমন উপলক্ষ্যে আয়োজিত লাখো রোহিঙ্গার ইফতারে যোগ দিতে গিয়ে পদদলিত হয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

এপিবিএন-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন জানিয়েছেন, শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শরণার্থী শিবিরের ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রয়াত সবি মিয়ার ছেলে। আহতদের মধ্যে চার নম্বর ক্যাম্পের ব্লক-ই/০৫-এর আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২) হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এপিবিএন কর্মকর্তারা জানিয়েছেন, ইফতার আয়োজনে যোগ দেওয়ার জন্য আসছিলেন নেয়ামত উল্লাহ। পাহাড়ের ঢালুতে উঠতে গিয়ে তিনি পদদলিত হন। সেনাবাহিনীর সহযোগিতায় তাকে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত দুজনকে কক্সবাজার সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল হাসান জানিয়েছেন, ওয়ার্ডে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দিন সন্ধ্যায় বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সম্মানে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার আয়োজন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইফতারে প্রায় এক লাখ রোহিঙ্গা অংশ নেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের লক্ষ্য নিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। উত্তরাঞ্চলের এ ঐতিহ্যবাহী ভেন্যুকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে একাধিক সংস্কার ও উন্নয়নকাজ হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৫ ঘণ্টা আগে

রাবির ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি খালাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল আলোচিত ছাত্রলীগ কমী ফারুক হত্যা মামলায় ১০৫ আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জুলফিকার উল্লাহ এ রায় ঘোষণা করেন।

৮ ঘণ্টা আগে

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ জেলার যাত্রী

শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ মোট পাঁচ জেলার বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

১১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য রাজশাহীর মুনাজিয়া মনোনীত

নেদারল্যান্ডসভিত্তিক ‘কিডস রাইটস’ সংস্থা প্রতিবছর শিশুদের অধিকার রক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করে। ২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক সম্মেলনে এটি প্রবর্তিত হয়, যার জন্য একে ‘শিশুদের নোবেল পুরস্কার’ হিসেবে অভিহিত করা হয়।

১ দিন আগে