লাখো রোহিঙ্গার ইফতারে যোগ দিতে গিয়ে পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গা ইফতারে অংশ নেন। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আগমন উপলক্ষ্যে আয়োজিত লাখো রোহিঙ্গার ইফতারে যোগ দিতে গিয়ে পদদলিত হয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

এপিবিএন-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন জানিয়েছেন, শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শরণার্থী শিবিরের ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রয়াত সবি মিয়ার ছেলে। আহতদের মধ্যে চার নম্বর ক্যাম্পের ব্লক-ই/০৫-এর আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২) হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এপিবিএন কর্মকর্তারা জানিয়েছেন, ইফতার আয়োজনে যোগ দেওয়ার জন্য আসছিলেন নেয়ামত উল্লাহ। পাহাড়ের ঢালুতে উঠতে গিয়ে তিনি পদদলিত হন। সেনাবাহিনীর সহযোগিতায় তাকে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত দুজনকে কক্সবাজার সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল হাসান জানিয়েছেন, ওয়ার্ডে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দিন সন্ধ্যায় বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সম্মানে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার আয়োজন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইফতারে প্রায় এক লাখ রোহিঙ্গা অংশ নেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে: তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দীর্ঘ সময় কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অনেক দিন পর গণভোটের মাধ্যমে সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

১৬ ঘণ্টা আগে

নেত্রকোনায় জলমহাল দখল-চাঁদাবাজিতে অভিযুক্ত বিএনপির ‘ফাইভ স্টার গ্রুপ’

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিএনপির সভাপতিসহ পাঁচ নেতার বিরুদ্ধে স্থানীয় বাজার ও জলমহাল দখল করে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এই পাঁচ নেতার গ্রুপটি স্থানীয়ভাবে ‘ফাইভ স্টার গ্রুপ’ বা ‘সুপার ফাইভ বাহিনী’ নামে পরিচিত।

১৮ ঘণ্টা আগে

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

২০ ঘণ্টা আগে

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, উত্তাল চুয়াডাঙ্গা

জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং একে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

২১ ঘণ্টা আগে