যমজ সন্তানসহ কারাবাস, মানসিকভাবে বিপর্যস্ত গৃহবধূ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
জমজ সন্তানসহ গৃহবধূ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার যমজ সন্তানসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে একদিনের কারাবাসে ছিলেন এক মা। গ্রেপ্তারের হওয়ার পর নামসহ ওই মা ও তার শিশু সন্তানের ছবি নান্দাইল মডেল থানার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করা হয়। জামিনে ছাড়া পাওয়ার পর ওই মা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ওই নারী বলছেন, যে অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ধরনের কোনো অপরাধ তিনি করেননি। তবু তাকে থানা-পুলিশ ও আদালতের বারান্দায় যেতে হয়েছে। শত শত মানুষ পুলিশের সঙ্গে তার ছবি দেখেছে।

তিনি বলেন, এ ঘটনায় আমার মানসম্মান নিয়ে টানাটানি চলছে। মামলার বাদী পক্ষের লোকজনও ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

ওই নারীর নাম ফিরোজা (ছদ্মনাম) আক্তার (৩২)। নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামে তার স্বামীর বাড়ি। জমি সংক্রান্ত ঘটনা নিয়ে চাচাতো ভাইদের সাথে তার স্বামীর দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে থানা ও আদালতে মামলা-মোকদ্দমা চলছে।

এ প্রতিবেদক অন্য একটি ঘটনা সরেজমিনে যাচাই করার জন্য আজ শুক্রবার নিজবাইল গ্রামে যান। তখন ফিরোজা আক্তারের সাথে এ প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, গত ৯ জুলাই রাতের খাবার খেয়ে যমজ সন্তানদের সাথে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সেদিন গভীর রাতে বাড়িতে পুলিশ আসে। আদালতের একটি পরোয়ানা (ওয়ারেন্ট) আছে জানিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তিনি পুলিশকে বলেন, স্বামীর সাথে প্রতিপক্ষের মামলা চলছে। সেখানে আমার দোষ কোথায়। পুলিশ তার কথা আমলে না নিয়ে পুলিশ গ্রেপ্তার করে। যমজ দুধের সন্তানসহ তাকে রাতের বেলায় থানায় যেতে হয়। সেখানে যাওয়ার পর তার ছবি তোলা হয়।

তিনি বলেন, আমি গৃহবধূ। আইন ও নিয়ম কানুন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার মনে শুধু বাজতে থাকে কোন অপরাধে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। তখন লজ্জায় মরে যাচ্ছিলাম।

পরদিন সকালে সন্তানসহ তাকে ময়মনসিংহের জেলখানায় (আদালতের গারদ) নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের লোকজন আমাকে জানান, আদালত আমার জামিন মঞ্জুর করেছেন। ছাড়া পেয়ে বাড়ি ফেরার পর খবর পেয়ে প্রতিবেশীরা আমাকে দেখতে আসেন। পরে পারিবারিক মোবাইল ফোনে যমজ সন্তানসহ আমার ছবি দেখতে পাই। তখন আমার খুব খারাপ লাগতে শুরু করে। মনটা ভেঙে যায়। আমি গ্রামের একজন সহজ সরল নারী। তার ওপর যমজ সন্তানের মা। আমি কি ধরনের অপরাধ করলাম দুধের শিশুসহ আমাকে ধরে নিতে হলো। থানায় নিয়ে ছবি তুলল। একজন মা হিসেবে আমার অধিকার কেউ রক্ষা করার কথা ভাবলো না। পরে জানতে পারলাম আমি নাকি চাচা শ্বশুরকে মারধর করেছি। এ অভিযোগে তার স্বামী, দেবরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শ্বশুর বা চাচা শ্বশুর তো বাপের সমান। গ্রাম্য একজন গৃহবধূর পক্ষে কি চাচা শ্বশুরকে ধরে মারধর করার সুযোগ আছে। এ অভিযোগ তো ডাহা মিথ্যা।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মামলাটি ছিল আদালতে। পুলিশ আদালতের পরোয়ানা মূলে ওই নারীকে গ্রেপ্তার করেছে। তবে হোয়াটসঅ্যাপ গ্রপে গৃহবধূর ছবি দেওয়া ঠিক হয়নি বলে জানান তিনি।

জেলার গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার বলেন, আসামিদের ছবি হোয়াটসঅ্যাপ গ্রপের মাধ্যমে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়ে থাকে। তবে গ্রেপ্তাদের মুখ ঢেকে দেওয়ার নির্দেশনা রয়েছে। এ বিষয়টি দেখা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

১ দিন আগে

হাড়কাঁপানো শীতেও হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।

১ দিন আগে

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

২ দিন আগে

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ মোট নয়জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২ দিন আগে