১৪৪ ধারার মধ্যেই খাগড়াছড়িতে সংঘর্ষ-আগুন, নিহত ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৫
১৪৪ ধারার মধ্যেই খাগড়াছড়ির গুইমারা বাজার এলাকায় বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: রাজনীতি ডটকম

মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়িতে তৃতীয় দিনের অবরোধ কর্মসূচির মধ্যে সংঘাত-সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। সেনাবাহিনীর ১১ সদস্য, তিন পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তিনজন নিহতের তথ্য নিশ্চিত করলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন আগেই খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছিল। স্থানীয় জুম্ম ছাত্র-জনতার অবরোধ আর প্রশাসনের ১৪৪ ধারায় থমথমে পরিস্থিতির মধ্যেই গুইমারা বাজার এলাকায় বেশ কিছু দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে রোববার। কয়েকটি ঘরবাড়ি ও দোকানে আগুনও দেওয়া হয়েছে। প্রশাসন উদ্ভূত পরিস্থিতিতে ১৪৪ ধারা অব্যাহত রেখেছে।

এদিকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সাজেকে আটকে পড়া দুই হাজার ১৪৭ জন পর্যটককে রাতেই সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি থেকে রাজনীতি ডটকমের জেলা প্রতিনিধি জানান, রোববার সকাল থেকে খাগড়াছড়ি শহর ও শহরতলীতে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। জনসাধারণও খুব একটা রাস্তায় বের হতে পারেনি।

১৪৪ ধারা চলাকালেই গুইমারা উপজেলায় সকাল ১১টার দিকে উপজেলা খাদ্য গুদামের সামনে অবরোধকারীরা রাস্তায় জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে দেন। এ সময় অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ১১ জন সদস্য, তিন পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ ২৫ জনের মতো আহত হন। এ সময় বেশকিছু দোকানপাট ঘরবাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। একজন মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এর আগ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, বর্তমানে খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহর ও শহরতলীতে কঠোর নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি তিন প্লাটুন আর্মড পুলিশ ও সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া অন্য কাউকে কারণ ছাড়া চলাচল করতে দিচ্ছে না সেনাবাহিনী।

এ পরিস্থিতিতে খাগড়াছড়িতে উদ্ভূত সহিংসতা নিরসনে বিশেষ মতবিনিমিয় সভা করেছে জেলা প্রশাসন। রোববার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হযে কাজ করার আহ্বান জানানো হয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মেয়েটির বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।

ঘটনার পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন তরুণ শয়ন শীল নামে (১৯) এক তরুণকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, তৃতীয় দিনের মতো অবরোধ চলছে। ১৪৪ ধারাও জারি রয়েছে। বাড়তি পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় নেত্রকোণার মাশিয়ার স্বর্ণপদক জয়

নেত্রকোণা কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী মাশিয়া রহমান জেলার নাগড়া এলাকার মো. মজিবুর রহমান ও মাহমুদা আক্তার সুমির ছোট কন্যা। ইন্দোনেশিয়ান ইয়ং সাইনটিস্ট অ্যাসোসিয়েশন (IYSA) আয়োজিত এ প্রতিযোগিতা চলে গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ১১টি দেশের মোট ৪৩৪টি দল অংশ নেয়। এর মধ্যে ২৬২টি দল অনলাইনে এবং

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে এবার ওয়ার্কশপে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণ, দগ্ধ ৮

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত জানান, আহতদের মধ্যে আবুল বশর খানের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। অন্যদের শরীরের ১৫ থেকে ৩৫ শতাংশ পুড়েছে।

৯ ঘণ্টা আগে

রিসোর্টে ধর্ষণের শিকার মডেল, অভিযানে গ্রেপ্তার ১৮

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ‘রাস রিসোর্টে’ এক মডেলকে (২৪) ধর্ষণের ঘটনায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই নারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় দুই লাখ টাকা জরিমানা করে রিসোর্টটি সিলগালা করা হয়েছে।

২১ ঘণ্টা আগে

নিখোঁজের ৪ দিন পর পাওয়া গেল তরুণের লাশ

গত বুধবার (২৪ অক্টোবর) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলী গ্রামের কৃষক মো. কালাম মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৬)। শনিবার (২৭ সেপ্টেম্বর) পাওয়া গেছে তার মরদেহ। আলমগীর কিছুদিন প্রবাসে কাটিয়ে বর্তমানে কৃষিকাজ করছিলেন।

২১ ঘণ্টা আগে