টেস্টে ফেল, এসএসসিতে বসার সুযোগের দাবিতে স্কুলে তালা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৬: ৩৫
স্কুলের কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরিফ নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় টেস্ট (নির্বাচনি) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থীর বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং স্কুলের কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে।

অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম আরিফ। তিনি লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে। তবে আরিফের বিরুদ্ধে স্কুলে তালা দেওয়ার অভিযোগের বিষয়ে বাবা আব্দুল আজিজ অবগত নন বলে জানান। তিনি আরও বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।’

স্কুল সূত্রে জানা যায়, বুধবার (৬ জানুয়ারি) সকালে আরিফ স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় তিনি টেস্ট পরীক্ষায় কতগুলো বিষয়ে ফেল করেছেন জানতে চান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ।

আরিফ সাত বিষয়ে ফেল করেছেন জানিয়ে সেখানে উপস্থিত শিক্ষকদের হুমকি দিয়ে বলেন, তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্য কোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে না। একপর্যায়ে তিনি স্কুলের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, ‘টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় নিয়ম অনুযায়ী আরিফকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে অসদাচরণ করে এবং কক্ষগুলোতে তালা লাগিয়ে দেয়।’

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ছোটবেলা থেকেই হাঁস-মুরগি পালন করি, হাঁস প্রতীক চাইব: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।

১ দিন আগে

বাবার অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় মেয়ে খুন, বাবা ও চাচা গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা মনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাবার অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে তদন্তে।

১ দিন আগে

মাঝারি শৈত্যপ্রবাহ, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে কাঁপছে রাজশাহী

আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এক দিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

২ দিন আগে

সুন্দরবনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, বিপাকে দেশি-বিদেশি পর্যটকরা

সুন্দরবনে ধর্মঘট ডেকে পর্যটনবাহী প্রায় চারশ জালিবোটসহ লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকরা বিপাকে পড়েছেন, বাধ্য হয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকেই সুন্দরবনে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

২ দিন আগে