সংরক্ষিত বনে মহিষ ছেড়ে গাছ ধ্বংস, অভিযোগ করায় হুমকি

পটুয়াখালী প্রতিনিধি
অনুমতি ছাড়াই সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে মহিষ। ছবি: রাজনীতি ডটকম

পটুয়াখালীর গলাচিপায় উপকূলীয় বন বিভাগের সংরক্ষিত বন হুমকির মুখে পড়েছে। উপজেলার পক্ষিয়া বিটের অধীন সংরক্ষিত বনে মহিষ চড়ানোর কারণে সেখানে রোপণ করা কেওড়া ও গোলপাতা গাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রায় সাত লাখ টাকার বনজ সম্পদের ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে বন বিভাগের লোকজনকেই হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

গলাচিপা বন বিভাগ সূত্র জানায়, গলাচিপার পক্ষিয়া বিটের অধীন বদনাতলী ও চর কাজলের মাঝের চর এলাকায় প্রায় এক হাজার হেক্টর সংরক্ষিত বন রয়েছে। এই বনে রয়েছে ম্যানগ্রোভ ও গোল গাছের বাগান। এ বছরেই ওই বনে ১২০ হেক্টর ম্যানগ্রোভ ও ৪৫ সিবলিং কিলোমিটার গোলগাছের বাগান করার জন্য চারা রোপণ করা হয়েছে।

এদিকে বিনা অনুমতিতে বনে গবাদি পশু চড়ানো নিষেধ থাকলেও ওই এলাকার কিছু ব্যক্তি কোনো ধরনের অনুমতি ছাড়াই তাদের কয়েক শ মহিষ সংরক্ষিত বনে ছেড়ে দিয়েছে। এই মহিষগুলো এখন চারা গাছসহ ছোট ছোট গাছের পাতা খেয়ে বন ধ্বংস করছে।

এই অবৈধ কাজে বাধা দেওয়ায় বনের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১২ এপ্রিল বন বিভাগের বিট কর্মকর্তা মো. জামাল হোসেন বাদী হয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরিতে জামাল হোসেন বলেন, তিনি বদনাতলী ও চরকাজলের মাঝেরচর এলাকায় বন বিভাগের রোপণ করা কেওড়া ও গোলপাতা গাছ সংরক্ষণের দায়িত্বে রয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে কয়েকজন ব্যক্তি মহিষ নিয়ে ওই চরে প্রবেশ করেন এবং চরের গাছপালা ক্ষতিগ্রস্ত করেন। তিনি ও তার অফিসের কর্মীরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সরকারি কাজে বাধা দেন এবং বনকর্মীদের হুমকি দেন।

Buffalo In Reserved Forest 24-04-2025 (1)

মহিষ চড়ছে সংরক্ষিত বনে। ধ্বংস হচ্ছে বনভূমি। ছবি: রাজনীতি ডটকম

জামাল হোসেন এ ঘটনার জন্য ওই এলাকার মো. হারুন চৌকিদার, মো. কালাম চৌকিদার, মো. ফোরকান চৌকিদার, মো. নাহিদ চৌকিদার ও মো. আমিনুল মোল্লাকে অভিযুক্ত করেন। অভিযুক্ত এসব ব্যক্তির কারণে বন বিভাগের এ সংরক্ষিত বনের আনুমানিক সাত লাখ টাকার বনজ সম্পদ নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিট কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, থানায় অভিযোগ করার পর অভিযুক্তরা ও তাদের লোকজন নানাভাবে বন বিভাগের লোকজনদের হুমকি দিচ্ছে। এমনকি হাত-পা বেঁধে নদীতে ছুড়ে ফেলার ভয়ও দেখাচ্ছে।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মো. হারুন চৌকিদার বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বনে মহিষ চড়াতে হলে বিভাগীয় বন কর্মকর্তার অনুমতি নিতে হয়। কোনো একটি বনে কী পরিমাণ গবাদি পশু চড়ানো যাবে, তার হিসাব আছে। সে অনুযায়ী অনুমতি নিয়ে সরকারকে রাজস্ব দিয়ে তারপরই বনে মহিষ প্রবেশ করানো যায়।

রেঞ্জ কর্মকর্তা বলেন, এখানে এরা সরকারের অনুমতির তোয়াক্কা না করেই জোর করে বনে ব্যাপকসংখ্যক মহিষ ছেড়ে দিয়ে বন ধ্বংস করছে। গলাচিপা থানা পুলিশ জরুরি পদক্ষেপ নিলে বনকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

জানতে চাইলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশাদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য আদালতে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি-জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ২০২১ সালের ১৫ নভেম্বর সর্বশেষ অনুমোদিত ওয়ার্ড কমিটিতে তিনি সহ-সভাপতি হন। এর আরও কয়েক বছর আগে তিনি একই ওয়ার্ডের সদস্য ছিলেন। সহ-সভাপতি হিসেবে গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে উপনির্বাচনে কাউন্সিলর হিসেবে ভোট দে

২ দিন আগে

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

আরেক আন্দোলনকারী এবং শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাবই পোষণ করে রেখেছে। গতকাল আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আজও আমরা পজিটিভ কো

২ দিন আগে

মানিকগঞ্জে বাউল ভক্তদের ওপর ‘তৌহিদী জনতার’ হামলা

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারকে কেন্দ্র করে তার অনুসারী ও ‘তৌহিদী জনতার’ পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সকালে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

২ দিন আগে

জেঁকে বসছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে

আবহাওয়া অফিসের তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। সামনে তাপমাত্রা আরও কমবে।

২ দিন আগে