রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আচমকা বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে ‘ষড়যন্ত্র’ও দেখতে পেয়েছেন কেউ কেউ।
শেষ পর্যন্ত জানা গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে যে আন্দোলন করছেন, এর জের ধরেই বন্ধ করতে হয়েছে মনোনয়ন বিতরণ কার্যক্রম। সেটি স্বীকার করেছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর আগামী ২০ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।’
মনোনয়নপত্র বিতরণের আগের দিন মাঝরাতে হঠাৎ কার্যক্রম বন্ধ ঘোষণা করায় অনেকেই ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করছেন। এদিকে রাবি ক্যাম্পাসে গত চার দিন ধরে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষক-কর্মকর্তারা। এরই অংশ হিসেবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ফেসবুকে লিখেছেন, ‘পোষ্য কোটাকে রাকসুর বিপরীতে দাঁড় করানোর ষড়যন্ত্র ভালো ফল আনবে না।’
সাবেক আরেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ‘অল অ্যাবাউট পোষ্য কোটা! আবারও বলতেছি, জান দেবো কিন্তু জুলাই দেবো না। জুলাইয়ের কারণে রাবি প্রশাসনের দুঃখ হিসেবে আবির্ভূত হয়েছি। ইনসাফের পক্ষে লড়াই চলবে। কোটা ফিরে আসবে না এবং রাকসুও আমরা আদায় করেই নেব।’
এসব গুঞ্জন যে অমূলক নয়, সেটি শেষ পর্যন্ত পরিষ্কার হয়েছে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেনের বক্তব্যে। তিনি বলেন, ‘পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে গতকাল (মঙ্গলবার) কর্মবিরতি ছিল। ফলে প্রশাসনিক ও দাপ্তরিক অনেক কাজ বন্ধ ছিল। কিছু কাজ অসমাপ্ত থাকায় মনোনয়নপত্র বিতরণ সাময়িক বন্ধ করতে হয়েছে। নির্বাচন কমিশন শিগগিরই এটি নিয়ে আলোচনায় বসে সমাধান করবে।’
চার দিন আগে পোষ্য কোটা পুনর্বহাল করে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। এর অংশ হিসেবে মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা।
এই কর্মসূচির ফলে পরীক্ষা ও জরুরি প্রয়োজন ছাড়া প্রশাসনিক বাকি সব কার্যক্রম বন্ধ রাখতে হয়। অন্যদিকে দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক-কর্মকর্তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আচমকা বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে ‘ষড়যন্ত্র’ও দেখতে পেয়েছেন কেউ কেউ।
শেষ পর্যন্ত জানা গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে যে আন্দোলন করছেন, এর জের ধরেই বন্ধ করতে হয়েছে মনোনয়ন বিতরণ কার্যক্রম। সেটি স্বীকার করেছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর আগামী ২০ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।’
মনোনয়নপত্র বিতরণের আগের দিন মাঝরাতে হঠাৎ কার্যক্রম বন্ধ ঘোষণা করায় অনেকেই ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করছেন। এদিকে রাবি ক্যাম্পাসে গত চার দিন ধরে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষক-কর্মকর্তারা। এরই অংশ হিসেবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ফেসবুকে লিখেছেন, ‘পোষ্য কোটাকে রাকসুর বিপরীতে দাঁড় করানোর ষড়যন্ত্র ভালো ফল আনবে না।’
সাবেক আরেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ‘অল অ্যাবাউট পোষ্য কোটা! আবারও বলতেছি, জান দেবো কিন্তু জুলাই দেবো না। জুলাইয়ের কারণে রাবি প্রশাসনের দুঃখ হিসেবে আবির্ভূত হয়েছি। ইনসাফের পক্ষে লড়াই চলবে। কোটা ফিরে আসবে না এবং রাকসুও আমরা আদায় করেই নেব।’
এসব গুঞ্জন যে অমূলক নয়, সেটি শেষ পর্যন্ত পরিষ্কার হয়েছে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেনের বক্তব্যে। তিনি বলেন, ‘পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে গতকাল (মঙ্গলবার) কর্মবিরতি ছিল। ফলে প্রশাসনিক ও দাপ্তরিক অনেক কাজ বন্ধ ছিল। কিছু কাজ অসমাপ্ত থাকায় মনোনয়নপত্র বিতরণ সাময়িক বন্ধ করতে হয়েছে। নির্বাচন কমিশন শিগগিরই এটি নিয়ে আলোচনায় বসে সমাধান করবে।’
চার দিন আগে পোষ্য কোটা পুনর্বহাল করে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। এর অংশ হিসেবে মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা।
এই কর্মসূচির ফলে পরীক্ষা ও জরুরি প্রয়োজন ছাড়া প্রশাসনিক বাকি সব কার্যক্রম বন্ধ রাখতে হয়। অন্যদিকে দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক-কর্মকর্তারা।
তারেক রহমান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো কোনো নেতার বক্তব্য জনগণের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আমি মনে করি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে রাষ্ট্রে ও রাজনীতিতে পতিত ফ্যাস্টিস্ট শক্তি পুনর্বাসন হওয়ার সুযোগ সহজ হবে।
২১ ঘণ্টা আগেতারেক রহমান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা কোনো কোনো রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে গণতন্ত্রকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে।
১ দিন আগেজামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে পিআর তথা সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে অনড় অবস্থান নিলেও বিএনপি তা সমর্থন করছে না বলে জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নেই।
১ দিন আগেসহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) কোন পদে কতজন মনোনয়ন নিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
১ দিন আগে