বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪৭
সোমবার নয়াপল্টনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি: ফোকাস বাংলা

বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে এক-এগারোর মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, যেসময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাব, ঠিক সেই সময় অনেকে বিএনপিকে টার্গেট করে বসল। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।

জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে।

এ সময়, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি।

এই বিএনপি নেতা অভিযোগ করে বলেন, এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এমন সরকারি কর্মকর্তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ওএসডির মতো করে রাখা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

দলের মুখপাত্র ‎ফারুক হাসান বলেন, নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিক্যাল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিকল্প নেই।

৯ ঘণ্টা আগে

ড. ইউনূসের সফর ঘিরে নিউইয়র্কে উত্তেজনা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

১২ ঘণ্টা আগে

গণঅধিকার পরিষদ ও এনসিপি কীভাবে, কেন এক দলে পরিণত হতে চাইছে

বিশেষ করে একটি নিবন্ধিত দলের সাথে আরেকটি অনিবন্ধিত দল কীভাবে এক হবে, দলের নেতৃত্ব কাঠামো কি হবে, ইত্যাদি বিষয়ে এখনো আলোচনা চলছে।

১৫ ঘণ্টা আগে

নুরের ওপর হামলার মামলায় ২ নেতার নামের প্রতিবাদ জাতীয় ছাত্র সমাজের

সংগঠনটি বলছে, ওই ঘটনায় রমনা থানায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক আখতারুজ্জামান সম্রাট যে মামলা করেছেন, তাতে কোনো ধরনের তথ্য প্রমাণ যাচাই-বাছাই ছাড়াই তাদের দুজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ছাত্র পরিষদের এ কর্মকাণ্ড ভবিষ্যতের ঐক্যে ফাটল ধরাবে বলেও মন্তব্য করেন সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম।

১ দিন আগে