এ্যানি বললেন চরমোনাই পীর ভণ্ড, প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ইসলামী আন্দোলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির কঠোর সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে চরমোনাই পীরকে ‘ভণ্ড’ বলে অভিহিত করেছেন তিনি। ছেড়ে কথা বলেননি জামায়াতকেও। দলটিকে এ্যানি ‘জাতীয় বেইমান’ আখ্যা দিয়েছেন।

এ্যানির এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি এ্যানিকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে। জামায়াতের তরফ থেকে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

সোমবার দুপুরে জেলা আউটার স্টেডিয়ামে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান। চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড।

সোমবার রাতেই এক যৌথ বিবৃতিতে এ্যানির বক্তব্যের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।

যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলনের এই নেতারা বলেন, এ্যানি এক জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) সম্পর্কে অশালীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলকে ব্যথিত করেছে।

বিবৃতিতে উলটো বিএনপির কঠোর সমালোচনা করেন মাওলানা মাসউদ ও মাওলানা আরিফুল। বলেন, বিএনপি ডিরেক্ট স্বৈরাচারের সঙ্গী। কারণ তারা ২০১৮ সালের অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে সংসদে তাদের ছয়জন এমপি পাঠিয়েছে। এখন তারা পাগলের মতো আবোল তাবোল বলে উঁদুর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপাতে চাচ্ছে। অর্থাৎ নিজেদের দোষ আড়াল করার হীন চেষ্টা করছে। পাবলিক সেন্টিমেন্টকে ভিন্ন দিকে ডাইভার্ট করার পাঁয়তারা করছে।

বিএনপি নেতাদের ‘জাতীয় চাঁদাবাজ’রা অভিহিত করে তারা বলেন, জাতীয় চাঁদাবাজরা মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না। মিথ্যা কথা বলাই এ্যানি চৌধুরীদের পুঁজি, যা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। আমরা তার মিথ্যা কথা প্রত্যাহারের আহ্বান জানাই।

ইসলামপন্থিদের ঐক্যের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলনের দুই নেতা বলেন, ৫ আগস্ট-পরবর্তী ইসলামপন্থিদের ঐক্য এবং এক বাক্সে ভোটের প্রক্রিয়াকে বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না। নির্বাচনে বিএনপির জন্য একমাত্র বাধা ‘ইসলামী জোট’।

তারা বলেন, এতে তাদের ভরাডুবি হবে জেনে তারা ইসলামপন্থি রাজনৈতিক দল এবং জাতীয় ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটনায় ব্যস্ত হয়ে পড়েছে। বেইমান তো তারা, যারা শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।

এদিকে একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেছেন এ্যানি। তিনি বলেন, তারা ১৯৮৬ ও ১৯৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

দলের মুখপাত্র ‎ফারুক হাসান বলেন, নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিক্যাল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিকল্প নেই।

১১ ঘণ্টা আগে

ড. ইউনূসের সফর ঘিরে নিউইয়র্কে উত্তেজনা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

১৪ ঘণ্টা আগে

গণঅধিকার পরিষদ ও এনসিপি কীভাবে, কেন এক দলে পরিণত হতে চাইছে

বিশেষ করে একটি নিবন্ধিত দলের সাথে আরেকটি অনিবন্ধিত দল কীভাবে এক হবে, দলের নেতৃত্ব কাঠামো কি হবে, ইত্যাদি বিষয়ে এখনো আলোচনা চলছে।

১৭ ঘণ্টা আগে

নুরের ওপর হামলার মামলায় ২ নেতার নামের প্রতিবাদ জাতীয় ছাত্র সমাজের

সংগঠনটি বলছে, ওই ঘটনায় রমনা থানায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক আখতারুজ্জামান সম্রাট যে মামলা করেছেন, তাতে কোনো ধরনের তথ্য প্রমাণ যাচাই-বাছাই ছাড়াই তাদের দুজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ছাত্র পরিষদের এ কর্মকাণ্ড ভবিষ্যতের ঐক্যে ফাটল ধরাবে বলেও মন্তব্য করেন সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম।

১ দিন আগে