
প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোনো জোট নয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুধু তাই নয়, নির্বাচনে এনসিপি ১৫০ আসনে জয় পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী নির্বাচনে জয়ের সম্ভাবনার কথা তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, আমরা যে জরিপগুলো করেছি, তাতে ১৫০টির মতো আসনে এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যেই জেলা সমন্বয়কারীদের প্রস্তুতি নিতে বলেছি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থিতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।
এনসিপি ১৫০ আসন পেলে বিএনপি নির্বাচনে কতটি — এমন প্রশ্নের জবাবে এই এনসিপি নেতা বলেন, বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পেত। এখন বিএনপির আসন সংখ্যা তারও নিচে নেমে যাবে।
শাপলা প্রতীকে এনসিপির নিবন্ধন পেতে দলের অনড় অবস্থানও তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, নিবন্ধন পেলে প্রতীক যেন শাপলা, লাল শাপলা ও সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয়, আমরা জানি।
ইসির কাছে এ বিষয় জানানো হয়েছে উল্লেখ করে নাসীর বলেন, ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে। তবে আমরাও বলেছি, আমাদের প্রতীক যেন শাপলা থাকে। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।
কোনো জোটে নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট করবে এনসিপি। এ তথ্য জানিয়ে নাসীরুদ্দীন বলেন, বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না এনসিপি। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটওয়ারী।

কোনো জোট নয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুধু তাই নয়, নির্বাচনে এনসিপি ১৫০ আসনে জয় পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী নির্বাচনে জয়ের সম্ভাবনার কথা তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, আমরা যে জরিপগুলো করেছি, তাতে ১৫০টির মতো আসনে এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যেই জেলা সমন্বয়কারীদের প্রস্তুতি নিতে বলেছি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজের যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থিতা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি।
এনসিপি ১৫০ আসন পেলে বিএনপি নির্বাচনে কতটি — এমন প্রশ্নের জবাবে এই এনসিপি নেতা বলেন, বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পেত। এখন বিএনপির আসন সংখ্যা তারও নিচে নেমে যাবে।
শাপলা প্রতীকে এনসিপির নিবন্ধন পেতে দলের অনড় অবস্থানও তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, নিবন্ধন পেলে প্রতীক যেন শাপলা, লাল শাপলা ও সাদা শাপলার যেকোনো একটা হয়। এর ব্যত্যয় হলে এটা কীভাবে নিতে হয়, আমরা জানি।
ইসির কাছে এ বিষয় জানানো হয়েছে উল্লেখ করে নাসীর বলেন, ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপির নিবন্ধনের বিষয়ে। তবে আমরাও বলেছি, আমাদের প্রতীক যেন শাপলা থাকে। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।
কোনো জোটে নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোট করবে এনসিপি। এ তথ্য জানিয়ে নাসীরুদ্দীন বলেন, বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না এনসিপি। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটওয়ারী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 'আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।'
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরো দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দলগুলো হলো এলডিপি ও এনসিপি।
৫ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে