আ.লীগের ভয়ংকর নির্যাতনেও আদর্শচ্যুত হননি খালেদা জিয়া: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে যিনি আদর্শচ্যুত হননি তার নামই তো বেগম খালেদা জিয়া। তিনি আপস করতে পারতেন। শেখ হাসিনাকে ছাড় দিতে পারতেন। দিলে কী হতো? দিলে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হতো। জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হতো। আর জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা মানে গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই পথ অবলম্বন করেননি। বরং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। একবার না, একাধিকবার প্রচণ্ড নিপীড়নের শিকার হয়েও তিনি বিন্দুমাত্র ছাড় দেননি।

আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ।

রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ১৪০০ শিশু-তরুণ-কিশোরের হত্যাকারী, রক্তপানকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন বাংলাদেশের ভেতর নাশকতা করার চেষ্টা করছে। তার মানে পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনার কাছে এতটাই কৃতজ্ঞ অর্থাৎ ক্ষমতায় থাকতে নিজেদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এতটাই বিক্রি করেছেন যে, তাকে শেল্টার দিয়েছে এবং অপতৎপরতা চালাতে সার্বিকভাবে সহযোগিতা করছে।

তিনি বলেন, এরশাদের আমলে আর শেখ হাসিনার এই টানা ১৬ বছরে তিনি (খালেদা জিয়া) দুঃসহ নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এই নেত্রীকে টলানো যায় না, নেত্রীকে বশ মানানো যায় না, যে নেত্রী জনগণের স্বার্থ এবং অধিকারের প্রশ্নটাই বড় করে দেখেন, মৃত্যুভয় যাকে স্পর্শ করতে পারেনি, শেখ হাসিনার দেখানো ভয় যাকে টলাতে পারেনি তিনি বেগম খালেদা জিয়া। আমরা নেতাকর্মীরা সবসময় এই বিষয়টা যদি মনে রাখি তাহলে আমাদের সামনের যে কোনো বিপদ, বাধা বা স্বৈরতন্ত্র, দুঃশাসন সবকিছুকে মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ওপর এত নিপীড়ন-অত্যাচার হয়েছে, তারপরও কিন্তু কোনোদিন কারও সম্পর্কে, যারা অত্যাচার করেছে তাদের ব্যাপারে একটাও কটূ কথা বলেননি। অত্যন্ত নীরবে নিভৃতে সব সহ্য করেছেন। যারা শত্রুতা করেছে, যারা তাকে শেষ করে দিতে চেয়েছে তাদের ব্যাপারেও কোনো কটূ কথা বলেননি।

হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে বিচ্যুত করা যায়নি জানিয়ে রিজভী বলেন, সংযত কথা এবং বাক্যবিন্যাসে এক অসাধারণ নেতৃত্বের উচ্চতায় তিনি প্রতিষ্ঠিত। আজকে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ার বড় সুযোগ তৈরি হয়েছে। অনেক ছোটোখাট বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাঁটি দেখছি। প্রাপ্তির জন্য, নিজের পাতে ঝোল বেশি করে ঢালার জন্য অনেকে নৈতিকতার সীমানা অতিক্রম করে কথা বলছে। প্রতিদিনই তো আমরা দেখছি। কিন্তু আমরা যখন বেগম খালেদা জিয়ার রাজনীতি এবং তার ব্যক্তিগত মহত্ব দেখি তখন মনে হয় যে, বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আমরা সার্থক। আমরা সার্থক বিএনপির একজন সদস্য হিসেবে।

খালেদা জিয়া জনগণের সামনে যে ওয়াদা করেন সে ওয়াদা থেকে কোনোদিন সরে আসেননি উল্লেখ করে তিনি বলেন, এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই বেগম জিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনার সময়। আদর্শের প্রশ্নে যে কমিটমেন্ট- শেখ হাসিনা এবং এরশাদের অবৈধ নির্বাচনে যাবো না, তিনি যাননি। পরশুদিন এক ধরনের কথা বললাম, আজকে নিজের স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে আরেকটি কথা বললাম- এই দ্বিচারিতা বেগম খালেদা জিয়ার মধ্যে কখনো ছিল না। আত্মসমর্পণ করেননি কোনো জায়গায়। এই জন্য বাংলাদেশের স্বাধীনতাকে এখনো কেউ হরণ করতে পারেনি, বাংলাদেশের সার্বভৌমত্বকে কেউ দুর্বল করতে পারেনি। বেগম জিয়া বেঁচে আছেন তাই অনেকে সাহস করতে পারেনি। কারণ সেই প্রশ্নেও তাকে টলানো যায়নি কখনো।

তিনি বলেন, আমাদের শক্তি হচ্ছে এদেশের জনগণ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দেখানো পথেই যিনি নেতৃত্ব দিচ্ছেন এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ভরসার জায়গা, আমাদের শক্তির জায়গা, আমাদের উদ্দীপনার জায়গা, আমাদের প্রেরণার জায়গা। আমরা আমাদের স্বাধীনতা বিক্রি করতে দেবো না। আমরা সার্বভৌমত্বকেও দুর্বল করতে দেবো না। আমরা গণতন্ত্রকে ছিনিয়ে এনেছি, আসবো। ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো স্বার্থে ১৬ বছর ধরে বেগম জিয়ার নেতৃত্বে আমরা লড়াই করিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

১৫ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১৫ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ

ডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

১৭ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, নেতৃত্বে যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

২০ ঘণ্টা আগে