স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিরোধে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিরোধ বা প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একই সঙ্গে দেশ যেন কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সেটিও আমাদের লক্ষ্য।’

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। ‘গণতন্ত্রে উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আজকের এই শ্রাবণ দিনে, যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে বলেছেন, ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন। আমাদের আদর্শিক অবস্থানও ঠিক এক এবং অভিন্ন। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। আমাদের সবার হয়তো রাজনৈতিক মতাদর্শের আদর্শিক অবস্থান এক না-ও হতে পারে। এটি কিন্তু কোনো সমস্যার বিষয় নয়। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসেবে দেখবেন না। এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সবাই এক। এটা কিন্তু আমাদের সবার মধ্যে কমন বিষয়।’

তিনি বলেন, ‘এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সব নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে, মানুষের ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাকস্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি জবাবদিহির অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। আমরা যদি সেটি করতে সক্ষম হই, এখানে কবি-সাহিত্যিকবৃন্দ বক্তব্য রেখেছেন। বক্তব্যে যারা লেখার স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, মতপার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সেটা করা সক্ষম করা সম্ভব হবে মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসেবে, আমাদের সবার কণ্ঠে এ জন্য ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। সেই প্রত্যাশা করছি।’

অনুষ্ঠানে উপস্থিত দেশের কবি-সাহিত্যিকদের উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমাদের সুখ-দুঃখ, ভালোবাসা, উচ্ছ্বাস-আনন্দের প্রতিচ্ছবিও কবি-সাহিত্যিকবৃন্দ। আমাদের কষ্ট-বেদনা ও যন্ত্রণার মুহূর্তের যে শব্দের পঙক্তিমালা যেমন সহানুভূতির বন্ধু হয়ে আসে; ঠিক তেমনি বিজয়ের আনন্দ, উৎসবের বার্তাবাহক হিসেবেও কিন্তু আবর্বিত হন কবি-সাহিত্যিকবৃন্দ। আমাদের মন যেটা বলতে বা শুনতে চায়, আমরা অনেক সময় বিভিন্ন কারণে প্রকাশ করতে পারি না, একটা সীমাবদ্ধতা থাকে। কবি-সাহিত্যিকবৃন্দ আপনারা আমাদের সেই কথা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আমাদের যে মনোজগৎ আছে, তার ভেতরে আপনারা স্থান করে নিতে পারেন আপনাদের গুণ দ্বারা। সেখানেই আপনারা অসাধারণ এবং আমরা সাধারণ। যুগে যুগে কবি-সাহিত্যিকরা নির্ভিক চিত্তে মুক্তির কথা বলেছেন। কবিরাই বলেছেন, বল বীর চির উন্নত মম শির। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আনুগত্য থেকে কবি শহীদুল্লাহ লিখেছিলেন ‘জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন’। তখন আমরা সবাই সকুচিত হই, প্রত্যয়ী হই। স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হই, সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সংগীত ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত কবি-সাহিত্যিকদের উদ্দেশ করে বলেন, ‘এখন কেন আপনাদের চিন্তা আগুন নিয়ে হবে। আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না? পাথরের বাগানে পুষ্প ফোটানোর চিন্তা করতে পারেন না? প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন। আপনারা ফুলকে আপনার সঙ্গে কথা বলতে বাধ্য করবেন। সে রকম কবি হবেন, আপনাদের ফুলের সৌরব সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চ্যাপ্টার তো শেষ হয়ে গেছে ৫ আগস্ট (২০২৪ সালের ৫ আগস্ট)। এখন আপনারা ফুলের, গণতন্ত্রের, মানুষের অধিকারের সৌরভ নিয়ে আসবেন, যেন আমরা সারা দেশে তা ছড়িয়ে দিতে পারি, সেই বয়ান নিয়ে আসবেন।’

তিনি বলেন, ‘যেসব কলমজীবী শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে, স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে, গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গিয়েছিল। কালি বন্ধ হয়ে গিয়েছিল। যখন মানুষকে গুম, হত্যা করেছে তখন তাদের কবিতা আর বের হয়নি। যেই একটি শ্রেণি বাংলাদেশে পয়দা হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা আগ্নেয়গিরির লার্ভাটা পয়দা করবেন। আর জনগণের উদ্দেশে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য। আপনারা আসমান থেকে বার্ডস আই দিয়ে পুরো দেশের চিত্রটা দেখেন। কবিরা স্বপ্ন দেখেন বলেই কোনো দেশ স্বাধীন হয়। কোনো জাতি মুক্ত হয়। সেই কবিদের স্বপ্নের ওপর ভিত্তি করেই বিপ্লবীদের জন্ম হয়। কবিদের স্বপ্নের কারণেই কোনো জাতি মুক্ত হয়। সেভাবে আপনারা পাহাড়ের চাটানে বসে, পরওয়াজ করে, আসমানে সফর করতে-করতে দেশকে বার্ডস আই দিয়ে দেখবেন। সেখানে কী কী বিচ্যুতি হয়, কী কী সৌন্দর্য লাগানো লাগে, সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন। সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে, এই জাতিকে সমৃদ্ধ করবে।’

মতবিনিময় সভায় সমাপনী বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি মোহন রায়হান, উপদেষ্টামণ্ডলীর সদস্য কবি মতিন বৈরাগী, দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক আবু সাঈদ খান, বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

১৫ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১৫ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ

ডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

১৭ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, নেতৃত্বে যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

২০ ঘণ্টা আগে