‘আওয়ামী সন্ত্রাসে’ নিহতদের তালিকা তৈরির নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২০: ৩৬
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে আবরার ফাইয়াজের পরিবার। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের আগের ১৫ বছরে ‘আওয়ামী সন্ত্রাস’ তথা ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহিদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রতিটি ঘটনা তদন্তের অনুরোধ জানায় শহিদ আবরার ফাহাদের পরিবার।

এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচারকাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে আবরারের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।

মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, দেশের জন্য কথা বলার কারণে আবরারকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সে দেশের স্বার্থে কথা বলেছিল, অসম পানি বণ্টন চুক্তির বিরুদ্ধে কথা বলেছিল।

আবরারের বাবা আরও বলেন, আবরারের মা এখনো ছেলের জন্য আর্তনাদ করেন। আর কোনো মায়ের যেন সন্তান হারানোর কষ্ট পেতে না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।

কুষ্টিয়ায় গড়াই নদীর ওপরে একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বলে প্রধান উপদেষ্টাকে জানান বরকত উল্লাহ। সেতু না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে উল্লেখ করে সেখানে একটি সেতু তৈরির জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন।

সব শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থীবান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থীবান্ধব নয়। পড়ালেখার জন্য প্রয়োজনীয় ল্যাব, সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থার সংকট রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই এ সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ নেবে।

বুয়েটে র‍্যাগিং বন্ধেও সরকারকে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ জানান আবরার ফাইয়াজ। বলেন, বুয়েটে নিপীড়নের ঘটনা এটাই প্রথম না। আগেও ঘটেছে। আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তদন্ত ও বিচার করা প্রয়োজন।

প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার হবেই।

অধ্যাপক ইউনূস আরও বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রতিটি ঘটনা তদন্ত করা হবে। পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো নিয়েও তদন্ত চলছে। সরকার এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারের কাঠগড়ায় যখন সাবেক প্রধান বিচারপতি

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সাবেক প্রধান বিচারপতি সরাসরি খুনের মামলায় কারাগারে গেলেন। দেশের ১৯তম প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালতে হাজির করার দৃশ‍্য কাছ থেকে দেখলেন সংবাদকর্মীরা।

১৪ ঘণ্টা আগে

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক এরশাদুর

প্রায় ১৪ বছর পর নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৪ ঘণ্টা আগে

যেকোনো সময় ভোটার হালনাগাদের ক্ষমতা পেল ইসি

তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন (ইসি) এখন থেকে চাইলে বছরের যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে। এর ফলে তরুণ ভোটাররা সুবিধা পাবে।

১৫ ঘণ্টা আগে

‘সরকার কখনো বলেনি, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় না’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কখনো বলেননি যে তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান না। আমরা সবসময়ই ভালো সম্পর্ক চেয়েছি। প্রথম দিন থেকেই আমরা বলেছি, আমরা ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভালো কাজের সম্পর্ক চাই। আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

১ দিন আগে