সকাল ও সন্ধ্যায় সূর্য লাল কেন হয়?

সকাল ও সন্ধ্যায় সূর্য লাল কেন হয়?

অরুণ কুমার
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৮: ৪০
সকাল-সন্ধ্যায় সূর্য লাল দেখায়

সূর্য সাধারণ হলুদাভাব সাদা রঙের। অন্তত সারাদিন সূর্যকে আমরা এমনই দেখি। কিন্তু সবসময়ই সূর্য হলুদ-সাদা। সকাল সন্ধ্যায় সূর্য রং টকটকে লাল।

এর কারণ কী?

আমাদের দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বড় সেই আলো তার শক্তি ধরে রেখে বহুদূর পাড়ি দিতে পারে।

অন্যদিকে বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এর কম্পাঙ্ক সবচেয়ে বেশি। বেশি কম্পাঙ্কের আলো ঘন ঘন স্পন্দনের ফলে এক সময় শক্তি হারিয়ে ফেলে। ঠিক যেখানে এই সম্পূর্ণ শক্তি হারায় সেখান থেকে ওই আলো আর দেখা যায় না।

সূর্য থেকে যে শক্তি নিয়ে সাদা আলো বের হয় তা নিয়ে দিনের অন্যভাগে সবটুকু আমাদের কাছে পৌঁছাতে পারে। কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য আমাদের থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এ সময় সূর্যালোকে পৃথিবীতে পৌঁছাতে সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হয়। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় এই পথটুকু পাড়ি দিয়ে আমাদের কাছে পৌঁছাতে পারে। কিন্তু অন্যান্য আলোকরশ্মিগুলো মাঝপথেই তাদের শক্তি হারিয়ে ফেলে ধ্বংস হয়ে যায়। তাই তারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না।

সুতরাং শুধু লাল আলোই আমাদের দেখতে হয়। এ কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

পেঁপের পুষ্টিগুণ

ডায়াবেটিস রোগীদের জন্যও পেঁপে উপকারী। এতে থাকা আঁশ বা ফাইবার রক্তে চিনির পরিমাণ কমিয়ে আনে। পাকা পেঁপেতে চিনির পরিমাণ কম থাকায় তা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ।

১ দিন আগে

মাইগভ: এক প্ল্যাটফর্মে সরকারি সেবা

গ্রামে বা শহরে, যার হাতে স্মার্টফোন অথবা যার কাছে কম্পিউটার আছে—সবার জন্য সেবা এখন উন্মুক্ত। যাদের নেই, তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা তথ্যকেন্দ্রের মাধ্যমে সহায়তা নিতে পারেন।

১ দিন আগে

অ্যাপোস্টিল সার্ভিস: সহজ হয়েছে প্রামাণিকরণ

সানজানা মোবাইলটা হাতে নিয়ে দেখাতে দেখাতে বলল, ‘অ্যাপোস্টিল হলো এমন একটা সার্টিফিকেট, যেটা দিয়ে আমার দলিল আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে। কোনো দূতাবাসে দৌড়ঝাঁপ করতে হবে না।

২ দিন আগে

বিদায় মদিনা, বিদায়

সবুজ গম্বুজ তলে সবুজ ঝালরে গোলকের মায়াবী নিশানা ঢেউ তোলে বারবার মনের গহীনে

২ দিন আগে