সকাল ও সন্ধ্যায় সূর্য লাল কেন হয়?

সকাল ও সন্ধ্যায় সূর্য লাল কেন হয়?

অরুণ কুমার
সকাল-সন্ধ্যায় সূর্য লাল দেখায়

সূর্য সাধারণ হলুদাভাব সাদা রঙের। অন্তত সারাদিন সূর্যকে আমরা এমনই দেখি। কিন্তু সবসময়ই সূর্য হলুদ-সাদা। সকাল সন্ধ্যায় সূর্য রং টকটকে লাল।

এর কারণ কী?

আমাদের দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বড় সেই আলো তার শক্তি ধরে রেখে বহুদূর পাড়ি দিতে পারে।

অন্যদিকে বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এর কম্পাঙ্ক সবচেয়ে বেশি। বেশি কম্পাঙ্কের আলো ঘন ঘন স্পন্দনের ফলে এক সময় শক্তি হারিয়ে ফেলে। ঠিক যেখানে এই সম্পূর্ণ শক্তি হারায় সেখান থেকে ওই আলো আর দেখা যায় না।

সূর্য থেকে যে শক্তি নিয়ে সাদা আলো বের হয় তা নিয়ে দিনের অন্যভাগে সবটুকু আমাদের কাছে পৌঁছাতে পারে। কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য আমাদের থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এ সময় সূর্যালোকে পৃথিবীতে পৌঁছাতে সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হয়। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় এই পথটুকু পাড়ি দিয়ে আমাদের কাছে পৌঁছাতে পারে। কিন্তু অন্যান্য আলোকরশ্মিগুলো মাঝপথেই তাদের শক্তি হারিয়ে ফেলে ধ্বংস হয়ে যায়। তাই তারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না।

সুতরাং শুধু লাল আলোই আমাদের দেখতে হয়। এ কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

রাতে ঘুমানোর আগে এলাচ খেলে মিলবে যে উপকার

এলাচ যে কেবল খাবারে সুগন্ধ যোগ করে সেটা নয়। নিয়মিত এলাচ খাওয়ার রয়েছে অনেক উপকার। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, নিয়াসিন, পাইরিডক্সিন, রিবোফ্লোভিন, থিয়ামাইন, ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্কের চমৎকার উৎস এই মসলা। প

৮ দিন আগে

ডাক্তার না হয়ে যেভাবে গীতিকার হয়ে ওঠেন 'গাজী মাজহারুল'

পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি গানের রচয়িতা গুণী এই গীতিকবি। গানগুলো হচ্ছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল’ ও ‘একবার যেতে দে না’।

৯ দিন আগে

'এআই চ্যাটবট' ছদ্মবেশে শিশু-কিশোরদের সঙ্গে অনুপযুক্ত আলাপ করছে

টিমোথি শালামে, চ্যাপেল রোন ও প্যাট্রিক মাহোমসের নামে তৈরি এআইভিত্তিক চ্যাটবট শিশু-কিশোরদের সঙ্গে যৌন, মাদক ও আত্মহত্যাসংক্রান্ত অনুপযুক্ত আলাপ করেছে বলে অভিযোগ উঠেছে। এই চ্যাটবটগুলো টেক্সটের মাধ্যমে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কণ্ঠ ব্যবহার করে, যেগুলো তারকাদের মতো শোনানোর জন্য প্রশিক্ষিত ছিল

৯ দিন আগে

উত্তম কুমার— বাংলা চলচ্চিত্রের মহানায়নকের জন্মদিন

চলচ্চিত্র ছেড়ে দেবো করতে করতেই পাহাড়ি সান্যালের হাত ধরে অভিনয় করেন ‘বসু পরিবার’ ছবিতে। ১৯৫২ সালের সে ছবিটি বেশ নজর কাড়ে অনেকের। ১৯৫৩ সালে মুক্তি পায় ‘সাড়ে চুয়াত্তর’। সুচিত্রা সেনের বিপরীতে উত্তমের এই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার! উত্তম কুমারের চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠারও সূচনা তার সঙ্গে।

১০ দিন আগে