অরুণ কুমার
বিজ্ঞানী বলে কি তাঁরা নিরস- প্রেম ভালোবাসা তাঁদের মধ্যে থাকতে নেই। বিজ্ঞানীরা প্রেমে পড়তেন এবং পড়েন। বিজ্ঞানী হওয়ার আগেও পড়েন পরেও পড়েন। দুদুবার নোবেলজয়ী নারী বিজ্ঞানী প্রেমে পড়েছিলেন আরেক বিজ্ঞানী পিয়েরে কুরির। কিন্তু সে তো গবেষণা করতে গিয়ে, তবে প্রেমে পড়ার জন্য ততদিন অপেক্ষা করেননি। সেই কিশোরবেলাতেই প্রেমে পড়েছিলেন। বিজ্ঞানী বলে কি তাঁরা নিরস- প্রেম ভালোবাসা তাঁদের মধ্যে থাকতে নেই। বিজ্ঞানীরা প্রেমে পড়তেন এবং পড়েন। বিজ্ঞানী হওয়ার আগেও পড়েন পরেও পড়েন। দুদুবার নোবেলজয়ী নারী বিজ্ঞানী প্রেমে পড়েছিলেন আরেক বিজ্ঞানী পিয়েরে কুরির। কিন্তু সে তো গবেষণা করতে গিয়ে, তবে প্রেমে পড়ার জন্য ততদিন অপেক্ষা করেননি। সেই কিশোরবেলাতেই প্রেমে পড়েছিলেন।
কিন্তু সে প্রেমে পরিণতি পায়নি। তখন কে বুঝেছিল এই মেয়ে একদিন বিজ্ঞান দুনিয়ায় আইকনিক চরিত্র হয়ে উঠবে? যদি জানত লোকে, তাহলে কি ছেলেবেলার প্রেম ব্যর্থ হতো?
মেরিদের সংসারে তখন অর্থের টানাটানি। বাবা সংসার চালানোর জন্য বাড়িতেই একটা স্কুল খুলে বসেছিলেন। ছেলেমেয়েরা পড়তে আসত। বাড়িতেই মেস বানিয়ে থাকত কোনো কোনো ছেলেমেয়ে। ভিটোল্ড রেমেকি নামে এক সুদর্শন ছাত্র তাঁদের বাড়িতে বোর্ডার হন। প্রথম দর্শনেই তাঁর প্রেমে পড়ে যান মেরি। মন তোলপাড় করা প্রেম যাকে বলে। কিশোর বয়সের প্রেম তো এমনই হয়। ভালোবাসার মানুষটি মিষ্টি করে কথা বললে ভালো লাগে, তার হাসি ভালো লাগে, তার নাম শুনলেও ভালো লাগে। তবু মুখফুটে মানুষটিকে বলা যায় না সে সব কথা। ভেতরে ভেতরে মান-অভিমান চলে। মেরি কুরির প্রেমটাও ছিল এমন। ছটফট করেন। কাছের মানুষকে জানাতে ইচ্ছে করে। পিঠোপিঠি বোন হেলা। বছর খানেকের বড়।
কিশোরি কুরি থাকতে না পেরে বোনকে বলতে যান সে কথা। কিন্তু হায়, হেলাও ততোদিনে ভিটোল্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শুরু হলো দুবোনের প্রতিযোগিতা- ভিটোল্ডের মন জয় করার।
আবেগ যতই শক্তিশালী হোক, বাস্তবতার কাছে তাকে হার মানতে হয় প্রায়ই। ভিটোল্ড মেরি বা হেলা কাউকে ভালোবেসেছিলেন কিনা যায় না। তবে শিগগির মেরিদের বাড়ি ছেড়ে চলে যান। মেরি আর হেলার কিশোর প্রেমের অপমৃত্যু ঘটে।
বিজ্ঞানী বলে কি তাঁরা নিরস- প্রেম ভালোবাসা তাঁদের মধ্যে থাকতে নেই। বিজ্ঞানীরা প্রেমে পড়তেন এবং পড়েন। বিজ্ঞানী হওয়ার আগেও পড়েন পরেও পড়েন। দুদুবার নোবেলজয়ী নারী বিজ্ঞানী প্রেমে পড়েছিলেন আরেক বিজ্ঞানী পিয়েরে কুরির। কিন্তু সে তো গবেষণা করতে গিয়ে, তবে প্রেমে পড়ার জন্য ততদিন অপেক্ষা করেননি। সেই কিশোরবেলাতেই প্রেমে পড়েছিলেন। বিজ্ঞানী বলে কি তাঁরা নিরস- প্রেম ভালোবাসা তাঁদের মধ্যে থাকতে নেই। বিজ্ঞানীরা প্রেমে পড়তেন এবং পড়েন। বিজ্ঞানী হওয়ার আগেও পড়েন পরেও পড়েন। দুদুবার নোবেলজয়ী নারী বিজ্ঞানী প্রেমে পড়েছিলেন আরেক বিজ্ঞানী পিয়েরে কুরির। কিন্তু সে তো গবেষণা করতে গিয়ে, তবে প্রেমে পড়ার জন্য ততদিন অপেক্ষা করেননি। সেই কিশোরবেলাতেই প্রেমে পড়েছিলেন।
কিন্তু সে প্রেমে পরিণতি পায়নি। তখন কে বুঝেছিল এই মেয়ে একদিন বিজ্ঞান দুনিয়ায় আইকনিক চরিত্র হয়ে উঠবে? যদি জানত লোকে, তাহলে কি ছেলেবেলার প্রেম ব্যর্থ হতো?
মেরিদের সংসারে তখন অর্থের টানাটানি। বাবা সংসার চালানোর জন্য বাড়িতেই একটা স্কুল খুলে বসেছিলেন। ছেলেমেয়েরা পড়তে আসত। বাড়িতেই মেস বানিয়ে থাকত কোনো কোনো ছেলেমেয়ে। ভিটোল্ড রেমেকি নামে এক সুদর্শন ছাত্র তাঁদের বাড়িতে বোর্ডার হন। প্রথম দর্শনেই তাঁর প্রেমে পড়ে যান মেরি। মন তোলপাড় করা প্রেম যাকে বলে। কিশোর বয়সের প্রেম তো এমনই হয়। ভালোবাসার মানুষটি মিষ্টি করে কথা বললে ভালো লাগে, তার হাসি ভালো লাগে, তার নাম শুনলেও ভালো লাগে। তবু মুখফুটে মানুষটিকে বলা যায় না সে সব কথা। ভেতরে ভেতরে মান-অভিমান চলে। মেরি কুরির প্রেমটাও ছিল এমন। ছটফট করেন। কাছের মানুষকে জানাতে ইচ্ছে করে। পিঠোপিঠি বোন হেলা। বছর খানেকের বড়।
কিশোরি কুরি থাকতে না পেরে বোনকে বলতে যান সে কথা। কিন্তু হায়, হেলাও ততোদিনে ভিটোল্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শুরু হলো দুবোনের প্রতিযোগিতা- ভিটোল্ডের মন জয় করার।
আবেগ যতই শক্তিশালী হোক, বাস্তবতার কাছে তাকে হার মানতে হয় প্রায়ই। ভিটোল্ড মেরি বা হেলা কাউকে ভালোবেসেছিলেন কিনা যায় না। তবে শিগগির মেরিদের বাড়ি ছেড়ে চলে যান। মেরি আর হেলার কিশোর প্রেমের অপমৃত্যু ঘটে।
যেদিকেই তাকান না কেন, কেবল দূরেই মনে হবে আকাশ আর মাটি মিশেছে। কিন্তু কাছাকাছি কোথাও তা খুঁজে পাবেন না। এমনটা কেন হয়?
২ দিন আগেবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ
২ দিন আগেলাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।
৩ দিন আগেঅচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
৩ দিন আগে