প্রযুক্তি

ফোনকল থেকেও হ্যাক হতে পারে জিমেইল

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতিকী ছবি। ছবি : সংগৃহীত

হ্যাকিং এখন আর শুধু ইন্টারনেটের ভেতরেই সীমাবদ্ধ নেই, ফোনকলের মাধ্যমেও ফাঁদ পাতা হচ্ছে। সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের মধ্যে এই ধরনের প্রতারণা বেড়ে গেছে। অনেকেই গুগলের নাম ভাঙিয়ে ফোন পাচ্ছেন, যেখানে কলার নিজেকে গুগলের কর্মী পরিচয় দেন। ভুক্তভোগীদের বলা হয় তাঁদের জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ হয়েছে, তাই নিরাপত্তার জন্য পাসওয়ার্ড রিসেট করতে হবে। আর এখানেই লুকিয়ে আছে বড় বিপদ।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তবে গুগল জানিয়েছে, বিষয়টি পুরোপুরি বিভ্রান্তিকর। তাদের সার্ভার বা গুগল ক্লাউডে কোনো সাইবার আক্রমণ হয়নি। তবুও গুগল স্বীকার করেছে, হ্যাকাররা নানা কৌশলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং ফোনকল এখন অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রোটনের মতে, প্রতারকেরা প্রায়ই যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোডযুক্ত একটি নম্বর (+১ ৬৫০ ২৫৩ ০০০০) ব্যবহার করছে। এটি আসলে গুগলের আসল সদর দপ্তরের অফিসিয়াল নম্বর, কিন্তু প্রতারকেরা প্রযুক্তির মাধ্যমে নম্বরটি স্পুফ করে ব্যবহারকারীর ফোনে দেখাচ্ছে। এতে অনেকে বিভ্রান্ত হয়ে মনে করছেন, সত্যিই গুগল থেকে কল এসেছে।

রেডিটের একজন ব্যবহারকারী জানিয়েছেন, তাঁকে এই নম্বর থেকে ফোন করে জানানো হয়েছিল, তাঁর অ্যাকাউন্টে বাইরের দেশ থেকে প্রবেশের চেষ্টা হচ্ছে। এরপর তাঁকে কিছু নিরাপত্তা ধাপ অনুসরণ করতে বলা হয়। বাস্তবে এগুলো ফাঁদ, যাতে ভুক্তভোগী নিজের পাসওয়ার্ড পরিবর্তন করে প্রতারকের হাতে তুলে দেন। একবার পাসওয়ার্ড রিসেট হয়ে গেলে পুরো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়, আর প্রকৃত ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্ট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতারণার ধরনটা বেশ পরিকল্পিত। প্রথমে হ্যাকাররা ভুক্তভোগীর অ্যাকাউন্টে আন্তর্জাতিক অবস্থান থেকে লগইন করার চেষ্টা করে। এতে ব্যবহারকারী ভয় পেয়ে যান। এরপরই গুগলের নাম ভাঙিয়ে ফোন আসে, যেন তাঁরা বিশ্বাস করেন যে সত্যিই তাঁদের অ্যাকাউন্ট বিপদে পড়েছে।

এমন পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো সচেতন থাকা। গুগল স্পষ্ট জানিয়েছে, তারা কখনোই ফোন দিয়ে ব্যবহারকারীকে পাসওয়ার্ড রিসেট করতে বলে না, কিংবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা সমাধানেও ফোন করে না। তাই এই ধরনের কল পেলেই বুঝতে হবে এটি প্রতারণা।

প্রতারককে কোনো তথ্য না দিয়ে ব্যবহারকারীকে নিজেই জিমেইলে লগইন করতে হবে। এরপর সিকিউরিটি অপশনে গিয়ে ‘রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি’ দেখে নিতে হবে কোনো অচেনা লগইন হয়েছে কি না। যদি সব ঠিক থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিশেষজ্ঞরা আরও বলছেন, জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে কয়েকটি বিষয় মেনে চলা খুব জরুরি। যেমন—এসএমএস-ভিত্তিক টু ফ্যাক্টর অথেনটিকেশন বাদ দিয়ে অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করা, পাসকি যুক্ত করা, শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা এবং নিয়মিত তা পরিবর্তন করা।

ডিজিটাল দুনিয়ায় প্রতারণার ধরন প্রতিদিন পাল্টাচ্ছে। তাই শুধু প্রযুক্তি নয়, সচেতনতার মাধ্যমেই ব্যবহারকারীরা নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন। ফোনে গুগলের নাম শুনলেই যে সেটা সত্যি, তা ভেবে বসা উচিত নয়। কারণ প্রতারকেরা এখন এতটাই চতুর হয়ে উঠেছে যে বিশ্বাসযোগ্য নম্বর ব্যবহার করেই তাঁরা ফাঁদ পেতেছে। তাই সন্দেহজনক কোনো ফোন এলে একটাই করণীয়—সতর্ক থাকা।

তথ্যসূত্র: ফোর্বস

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

কলার মোঁচার পুষ্টিগুণ

কলার মোঁচা, বা ইংরেজিতে যাকে বলা হয় “banana peel”, আমাদের জীবনে অনেক সময়ই অবহেলিত একটি জিনিস। আমরা কলা খেয়ে মোঁচাটা সাধারণত ফেলে দিই। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, কলার মোঁচায় রয়েছে চমকপ্রদ অনেক উপকারিতা, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। এই মোঁচা শুধুমাত্র একটি বর্জ্য নয়, বরং এটি অনেক

৩ দিন আগে

অন্ধকারে আলো ছড়াচ্ছে গাছপালা

ভাবুন তো, ঘরের কোণে রাখা টবে একগুচ্ছ গাছ, আর রাত নামতেই হালকা নীল, সবুজ, লাল কিংবা বেগুনি আলো ছড়িয়ে পুরো ঘরটাকে আলোকিত করে তুলল। বিদ্যুতের বাল্ব নয়, সম্পূর্ণ প্রাকৃতিক গাছের ভেতর থেকেই বের হচ্ছে সেই আলো। এমন স্বপ্নময় কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন চীনের একদল বিজ্ঞানী। তাঁরা তৈরি করেছেন পৃথিবীর প্রথম ব

৩ দিন আগে

মধুর সঙ্গে রসুন কীভাবে খাবেন

মানুষের খাদ্যাভ্যাসে মধু আর রসুন দুটোই বহুকাল ধরে ব্যবহার হয়ে আসছে। দুটো উপাদান আলাদাভাবে যেমন ভেষজ গুণে ভরপুর, একসাথে খাওয়ার বিষয়টিও সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হয়েছে। প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে যেমন আয়ুর্বেদ বা ইউনানি চিকিৎসায় রসুনকে বলা হয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, তেমনি মধুকে ধরা হয় দেহশক্তি বৃ

৩ দিন আগে

যা আছে টিকটকের কমিউনিটি গাইডলাইনে

টিকটক এমন এক জায়গা যেখানে মানুষ নিজের পছন্দের জিনিস আবিষ্কার করে, নতুন কমিউনিটি গড়ে তোলে এবং নিজের ভাবনা বা প্রতিভা প্রকাশ করে। আমাদের লক্ষ্য খুবই সহজ—মানুষকে সৃজনশীলতায় অনুপ্রাণিত করা এবং আনন্দ দেওয়া।

৩ দিন আগে