অরুণ কুমার
আবিষ্কারের উদাহরণ ইতিহাসে ভূরি ভূরি। এই তালিকায় যুক্ত করতে পারেন চায়ের নামও। পারেন, কিন্তু নিশ্চিত করে বলার উপায় নেই, চা আবিষ্কারের এই কাহিনিটাই সত্যি। তবু সালেত হিসাব যখন পাওয়া যায়, নিশ্চয়ই কোনো কোনো ইতিহাসবিদ যাচাই করেই হয়তো বের করেছেন সেটক। সত্যি-মিথ্যা যাইহোক, চা আবিষ্কারের সেই প্রচলিত কাহিনিটাই না হয় শুনে ফেলি।
চা আবিষ্কারআকস্মিক আবিষ্কারের উদাহরণ ইতিহাসে ভূরি ভূরি। এই তালিকায় যুক্ত করতে পারেন চায়ের নামও। পারেন, কিন্তু নিশ্চিত করে বলার উপায় নেই, চা আবিষ্কারের এই কাহিনিটাই সত্যি। তবু সালেত হিসাব যখন পাওয়া যায়, নিশ্চয়ই কোনো কোনো ইতিহাসবিদ যাচাই করেই হয়তো বের করেছেন সেটক। সত্যি-মিথ্যা যাইহোক, চা আবিষ্কারের সেই প্রচলিত কাহিনিটাই না হয় শুনে ফেলি।ষ্কারের উদাহরণ ইতিহাসে ভূরি ভূরি। এই তালিকায় যুক্ত করতে পারেন চায়ের নামও। পারেন, কিন্তু নিশ্চিত করে বলার উপায় নেই, চা আবিষ্কারের এই কাহিনিটাই সত্যি। তবু সালেত হিসাব যখন পাওয়া যায়, নিশ্চয়ই কোনো কোনো ইতিহাসবিদ যাচাই করেই হয়তো বের করেছেন সেটক। সত্যি-মিথ্যা যাইহোক, চা আবিষ্কারের সেই প্রচলিত কাহিনিটাই না হয় শুনে ফেলি।
ঘটনাটা খ্রিষ্টপূর্ব ২৭৩৭ সালের। তখন শেন নাং নামে এক প্রতাপশালী সম্রাট শাসন করছেন পুরো চীন সাম্রাজ্য। শেন নাং একদিন তাঁর বাগানে খোলা মাঠে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় তার জন্য সেখানে পানি গরম করা হচ্ছিল। সম্ভবত স্বাস্থ্যগত কারণেই সম্রাট গরম পানি পান করতেন।
সেদিন বাগান থেকে উড়ে আসা একটা পাতা পড়ল সেই গরম পানির পাত্রে। সম্রাট খেয়াল করলেন, পাতাটা পড়ার পর পানির রং বদলে সুন্দর লালচে বর্ণের হয়েছে। শুধু তাই নয়, সেখান থেকে মিষ্টি একটা গন্ধ বেরুচ্ছে। রাজা ভেষজবিদ্যায় পারদর্শি ছিলেন। অভিজ্ঞতা থেকেই বুঝলেন, পাতার নির্যাস মিশে যাওয়া এই পানীয়টা হয়তো স্বাস্থ্যকর হবে।
তাই শেন নাং পরিচারককে নিষেধ করলেন, যেন রঙিন হওয়া পানিটা না ফেলে দেয় এবং নিজেই সেই পানি পান করেন।
পানীয়ের অপূর্ব স্বাদে মুগ্ধ হলেন সম্রাট। দেখলেন, এটা পান করলে শরীর চনমনে হয়ে ওঠে। উড়ে আসা সেই পাতাটা কোন গাছের সেটা আবিষ্কার করলেন। তারপর ঘোষণা দিয়ে প্রজাদেরও চা পানে উৎসাহিত করলেন।
আবিষ্কারের উদাহরণ ইতিহাসে ভূরি ভূরি। এই তালিকায় যুক্ত করতে পারেন চায়ের নামও। পারেন, কিন্তু নিশ্চিত করে বলার উপায় নেই, চা আবিষ্কারের এই কাহিনিটাই সত্যি। তবু সালেত হিসাব যখন পাওয়া যায়, নিশ্চয়ই কোনো কোনো ইতিহাসবিদ যাচাই করেই হয়তো বের করেছেন সেটক। সত্যি-মিথ্যা যাইহোক, চা আবিষ্কারের সেই প্রচলিত কাহিনিটাই না হয় শুনে ফেলি।
চা আবিষ্কারআকস্মিক আবিষ্কারের উদাহরণ ইতিহাসে ভূরি ভূরি। এই তালিকায় যুক্ত করতে পারেন চায়ের নামও। পারেন, কিন্তু নিশ্চিত করে বলার উপায় নেই, চা আবিষ্কারের এই কাহিনিটাই সত্যি। তবু সালেত হিসাব যখন পাওয়া যায়, নিশ্চয়ই কোনো কোনো ইতিহাসবিদ যাচাই করেই হয়তো বের করেছেন সেটক। সত্যি-মিথ্যা যাইহোক, চা আবিষ্কারের সেই প্রচলিত কাহিনিটাই না হয় শুনে ফেলি।ষ্কারের উদাহরণ ইতিহাসে ভূরি ভূরি। এই তালিকায় যুক্ত করতে পারেন চায়ের নামও। পারেন, কিন্তু নিশ্চিত করে বলার উপায় নেই, চা আবিষ্কারের এই কাহিনিটাই সত্যি। তবু সালেত হিসাব যখন পাওয়া যায়, নিশ্চয়ই কোনো কোনো ইতিহাসবিদ যাচাই করেই হয়তো বের করেছেন সেটক। সত্যি-মিথ্যা যাইহোক, চা আবিষ্কারের সেই প্রচলিত কাহিনিটাই না হয় শুনে ফেলি।
ঘটনাটা খ্রিষ্টপূর্ব ২৭৩৭ সালের। তখন শেন নাং নামে এক প্রতাপশালী সম্রাট শাসন করছেন পুরো চীন সাম্রাজ্য। শেন নাং একদিন তাঁর বাগানে খোলা মাঠে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় তার জন্য সেখানে পানি গরম করা হচ্ছিল। সম্ভবত স্বাস্থ্যগত কারণেই সম্রাট গরম পানি পান করতেন।
সেদিন বাগান থেকে উড়ে আসা একটা পাতা পড়ল সেই গরম পানির পাত্রে। সম্রাট খেয়াল করলেন, পাতাটা পড়ার পর পানির রং বদলে সুন্দর লালচে বর্ণের হয়েছে। শুধু তাই নয়, সেখান থেকে মিষ্টি একটা গন্ধ বেরুচ্ছে। রাজা ভেষজবিদ্যায় পারদর্শি ছিলেন। অভিজ্ঞতা থেকেই বুঝলেন, পাতার নির্যাস মিশে যাওয়া এই পানীয়টা হয়তো স্বাস্থ্যকর হবে।
তাই শেন নাং পরিচারককে নিষেধ করলেন, যেন রঙিন হওয়া পানিটা না ফেলে দেয় এবং নিজেই সেই পানি পান করেন।
পানীয়ের অপূর্ব স্বাদে মুগ্ধ হলেন সম্রাট। দেখলেন, এটা পান করলে শরীর চনমনে হয়ে ওঠে। উড়ে আসা সেই পাতাটা কোন গাছের সেটা আবিষ্কার করলেন। তারপর ঘোষণা দিয়ে প্রজাদেরও চা পানে উৎসাহিত করলেন।
যেদিকেই তাকান না কেন, কেবল দূরেই মনে হবে আকাশ আর মাটি মিশেছে। কিন্তু কাছাকাছি কোথাও তা খুঁজে পাবেন না। এমনটা কেন হয়?
২ দিন আগেবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ
২ দিন আগেলাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।
৩ দিন আগেঅচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
৩ দিন আগে