ডেস্ক, রাজনীতি ডটকম
দুই বাংলায় সমান জনপ্রিয়তা নিয়ে কাজ করছেন জয়া আহসান। অভিনয়শৈলী, সৌন্দর্য ও চরিত্র বাছাইয়ের বিচক্ষণতায় তিনি এখন শুধু নন্দিত নন, বরং এক ধরনের আইকনে পরিণত হয়েছেন। ২০২৫ সালের প্রথমার্ধে ঢাকায় ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দিয়ে দর্শক মাতানোর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি ছবি-‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’।
সিনেমার প্রচার উপলক্ষে অনেকদিন ধরেই এই অভিনেত্রী অবস্থান করছেন কলকাতায়। ছবির প্রচারণা করছেন, সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্প্রতি এ তারকা কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসের মুখোমুখি হন। সেখানে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।
এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন জয়া আহসান। সেখানে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন, আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’
তবে সেই ব্যক্তির নাম বা কোন পরিচয় প্রকাশ করেননি জয়া। শুধু এটুকু জানিয়েছেন যে, তার সেই বিশেষ মানুষ শোবিজ অঙ্গনের নন। এমনকি তারা দু’জন বহু বছর ধরে একসঙ্গে আছেন বলেও জানান এ অভিনেত্রী।
নিজের পার্টনার প্রসঙ্গ নিয়ে জয়া বলেন, ‘‘যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়। সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি। এসব নিয়ে সে কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে।
এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’’
বিয়ে করা নিয়ে কোন পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে জয়া বলেন, ‘‘এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা- এই ধারণাকে আমি অবশ্যই শ্রদ্ধা করি। কিন্তু আমি এখনও সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’
এর পরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি তিনি বিয়ের জন্য তৈরি নন? এ প্রশ্নের উত্তরে জয়া জানান, এখানে তৈরি হওয়ার মতো কোন ব্যাপার নেই। তার মাঝে আসলে এক ধরনের ভীতি কাজ করে তাই।
দুই বাংলায় সমান জনপ্রিয়তা নিয়ে কাজ করছেন জয়া আহসান। অভিনয়শৈলী, সৌন্দর্য ও চরিত্র বাছাইয়ের বিচক্ষণতায় তিনি এখন শুধু নন্দিত নন, বরং এক ধরনের আইকনে পরিণত হয়েছেন। ২০২৫ সালের প্রথমার্ধে ঢাকায় ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দিয়ে দর্শক মাতানোর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি ছবি-‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’।
সিনেমার প্রচার উপলক্ষে অনেকদিন ধরেই এই অভিনেত্রী অবস্থান করছেন কলকাতায়। ছবির প্রচারণা করছেন, সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্প্রতি এ তারকা কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসের মুখোমুখি হন। সেখানে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।
এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন জয়া আহসান। সেখানে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন, আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’
তবে সেই ব্যক্তির নাম বা কোন পরিচয় প্রকাশ করেননি জয়া। শুধু এটুকু জানিয়েছেন যে, তার সেই বিশেষ মানুষ শোবিজ অঙ্গনের নন। এমনকি তারা দু’জন বহু বছর ধরে একসঙ্গে আছেন বলেও জানান এ অভিনেত্রী।
নিজের পার্টনার প্রসঙ্গ নিয়ে জয়া বলেন, ‘‘যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়। সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি। এসব নিয়ে সে কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে।
এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’’
বিয়ে করা নিয়ে কোন পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে জয়া বলেন, ‘‘এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা- এই ধারণাকে আমি অবশ্যই শ্রদ্ধা করি। কিন্তু আমি এখনও সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’
এর পরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি তিনি বিয়ের জন্য তৈরি নন? এ প্রশ্নের উত্তরে জয়া জানান, এখানে তৈরি হওয়ার মতো কোন ব্যাপার নেই। তার মাঝে আসলে এক ধরনের ভীতি কাজ করে তাই।
এই অ্যাপ মূলত একটি ‘লাইভ ফ্লাইট ট্র্যাকিং’ প্ল্যাটফর্ম। পৃথিবীর হাজার হাজার বিমান যখন আকাশে উড়ছে, তখন এই অ্যাপ সেই সব বিমানের রিয়েল-টাইম অবস্থান, গন্তব্য, উচ্চতা, গতি এবং এমনকি কোন ধরনের বিমান সেটি—সব তথ্য সরাসরি দেখায়।
৯ ঘণ্টা আগেগবেষণায় দেখা গেছে, পৃথিবীর প্রায় ৫০ শতাংশ প্রজননক্ষম নারী কোনো না কোনো মাত্রায় পিরিয়ডের ব্যথায় ভোগেন। তবে এই ব্যথা কমানোর কিছু উপায় রয়েছে, যা চিকিৎসা, জীবনধারা ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে সম্ভব।
১ দিন আগেকলিঙ্গ ছিল প্রাচীন ভারতের পূর্ব উপকূলবর্তী একটি সমৃদ্ধ, স্বাধীন রাজ্য—বর্তমান ওড়িশা ও দক্ষিণ-পূর্ব আন্দ্রপ্রদেশে। এর মানুষের সাংস্কৃতিক রুচি, সামুদ্রিক বাণিজ্য, শক্তিশালী নৌদল—সকল কিছুই ছিল আত্মনির্ভর, যা মুর্য সিংহাসনে নতুন দ্বারপ্রান্তে বসা অশোককে উদ্বিগ্ন করেছিল।
১ দিন আগে