ডেস্ক, রাজনীতি ডটকম
বাবা-মা দুজনের ভালোবাসা পেয়ে বেড়ে উঠছে আইরা। কখনও সামাজিক মাধ্যমে সে ধরা দেয় বাবা তাহসান খানের সঙ্গে। আবার কখনও মা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঢাকা, কলকাতায়। আইরাকে ভালোবাসা দেন সৃজিত মুখোপাধ্যায়ও।
এবারের সময়টা যেন শুধু মা-মেয়ের। তেমনই দেখা গেল মিথিলার স্টোরিতে দেওয়া ছোট এক ভিডিওতে। ওই ভিডিওতে দেখা গেছে, মায়ের পাশে বসে ইংরেজি গান গাইছে আইরা। আর তাতে গিটার সঙ্গত করছেন মা মিথিলা।
মরিচ বাতির আলোয় দেখা যাচ্ছে মা-মেয়ের সে নিজস্ব সময়। যেখানে সুরের জালে বুঁদ দুজন। নেটিজেনদেরও মনে ধরেছে আইরা-মিথিলার ভিডিও। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে বিষয়টি।
একজন লিখেছেন, অনেক সুন্দর মা-মেয়ের গান। আরেকজনের কথায়, মা মেয়ের অসাধারণ প্রতিভা। অন্য একজন লিখেছেন, মা মেয়ের ভালোবাসা। এছাড়া অনেকেই প্রকাশ করেছেন মুগ্ধতা। কেউ কেউ গানগুলো নিয়মিত সামাজিক মাধ্যমে আপলোডের অনুরোধও জানিয়েছেন।
বাবা-মা দুজনের ভালোবাসা পেয়ে বেড়ে উঠছে আইরা। কখনও সামাজিক মাধ্যমে সে ধরা দেয় বাবা তাহসান খানের সঙ্গে। আবার কখনও মা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঢাকা, কলকাতায়। আইরাকে ভালোবাসা দেন সৃজিত মুখোপাধ্যায়ও।
এবারের সময়টা যেন শুধু মা-মেয়ের। তেমনই দেখা গেল মিথিলার স্টোরিতে দেওয়া ছোট এক ভিডিওতে। ওই ভিডিওতে দেখা গেছে, মায়ের পাশে বসে ইংরেজি গান গাইছে আইরা। আর তাতে গিটার সঙ্গত করছেন মা মিথিলা।
মরিচ বাতির আলোয় দেখা যাচ্ছে মা-মেয়ের সে নিজস্ব সময়। যেখানে সুরের জালে বুঁদ দুজন। নেটিজেনদেরও মনে ধরেছে আইরা-মিথিলার ভিডিও। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে বিষয়টি।
একজন লিখেছেন, অনেক সুন্দর মা-মেয়ের গান। আরেকজনের কথায়, মা মেয়ের অসাধারণ প্রতিভা। অন্য একজন লিখেছেন, মা মেয়ের ভালোবাসা। এছাড়া অনেকেই প্রকাশ করেছেন মুগ্ধতা। কেউ কেউ গানগুলো নিয়মিত সামাজিক মাধ্যমে আপলোডের অনুরোধও জানিয়েছেন।
সংবাদমাধ্যমে প্রায়ই দেখা যায়—‘স্যার’ বা ‘ম্যাডাম’ না বলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও'র সঙ্গে সাংবাদিক, ব্যবসায়ী বা সাধারণ মানুষের তর্ক-বিতর্ক, এমনকি দুর্ব্যবহার বা মারধরের ঘটনাও ঘটে। গুগলে ‘স্যার না বলায়’ লিখে খুঁজলেই এমন শত শত খবর পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ইউএনওকে স্যার না বলা
১৬ ঘণ্টা আগেএই যুদ্ধ কেন হয়েছিল তা বুঝতে গেলে আমাদের উনিশ শতকের মাঝামাঝি ভারতের রাজনৈতিক পরিস্থিতি একবার ঝালিয়ে নিতে হবে। ১৭০৭ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়।
১ দিন আগেডালিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম এবং ফাইবার। এছাড়া এতে রয়েছে বিশেষ ধরনের পলিফেনলস, যেমন punicalagin (পিউনিকালাজিন) এবং ellagic acid (এল্যাজিক অ্যাসিড), যেগুলো ক্যানসার প্রতিরোধে সাহায্য করে বলে মনে করা হয়।
১ দিন আগে