গল্প শোনালেন, কাঁদলেন প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭: ২৬

বাংলা চলচ্চিত্রের ‘মমতাময়ী মা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম সোমবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। অনুষ্ঠানের শুরুতেই সম্মাননা স্মারক গ্রহণের পর কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে চোখের জলে ভিজে ওঠে তার মুখ।

অনুষ্ঠানে আনোয়ারা বলেন, ‘বাচসাস আমার আপনজন। অনেক দিন ধরেই এই সংগঠনের সঙ্গে আমার সম্পর্ক। আজকের এই আয়োজন আমাকে সত্যি আপ্লুত করেছে। এই চোখের পানি গ্লিসারিন নয়, শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক। যে সম্মান বাচসাস দিয়েছে, তা আমৃত্যু হৃদয়ে রাখবো।’

মগবাজারে বাচসাস কার্যালয়ে দোয়েল ওটিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্ব। সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

আনোয়ারা আরও বলেন, ‘এই দীর্ঘ পথচলায় মঞ্চ, চলচ্চিত্র ও টিভি নাটকে যে ভালোবাসা পেয়েছি, তা-ই আমার প্রাপ্তি। এখনো সেই সময়ের কথা ভাবলে চোখ ভিজে ওঠে।’

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও এই আবেগঘন মুহূর্তে নীরবতায় অংশ নেন। কিছু সময়ের জন্য থমকে যায় আয়োজনের পরিবেশ।

বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, ‘আনোয়ারার মতো এক জীবন্ত কিংবদন্তিকে দিয়ে ‘মিট দ্য প্রেস’-এর যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত। এই আয়োজন নিয়মিত হবে।’

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘আনোয়ারা শুধু অভিনেত্রী নন, তিনি চলচ্চিত্র ইতিহাসের একটি অধ্যায়। তার চোখের জল আমাদের প্রতি ভালোবাসা ও আস্থার প্রতীক। এই আবেগ আমাদের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারার কন্যা ও জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বাচসাস-এর সহ-সভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল, নিয়াজ মোর্শেদ শুভসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই গুণী অভিনেত্রী ‘মা’ (১৯৭৭), ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৮), ‘কসাই’ (১৯৮০), ‘লাল কাজল’ (১৯৮২) সিনেমাগুলোর জন্য চারবার বাচসাস পুরস্কার লাভ করেন।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

স্যার-ম্যাডামের ইতিহাস

সংবাদমাধ্যমে প্রায়ই দেখা যায়—‘স্যার’ বা ‘ম্যাডাম’ না বলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও'র সঙ্গে সাংবাদিক, ব্যবসায়ী বা সাধারণ মানুষের তর্ক-বিতর্ক, এমনকি দুর্ব্যবহার বা মারধরের ঘটনাও ঘটে। গুগলে ‘স্যার না বলায়’ লিখে খুঁজলেই এমন শত শত খবর পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ইউএনওকে স্যার না বলা

১৬ ঘণ্টা আগে

পানিপথের তৃতীয় যুদ্ধ কেন হয়েছিল?

এই যুদ্ধ কেন হয়েছিল তা বুঝতে গেলে আমাদের উনিশ শতকের মাঝামাঝি ভারতের রাজনৈতিক পরিস্থিতি একবার ঝালিয়ে নিতে হবে। ১৭০৭ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়।

১ দিন আগে

ডালিমের পুষ্টিগুণ: কেন খাবেন এই রঙিন ফল?

ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম এবং ফাইবার। এছাড়া এতে রয়েছে বিশেষ ধরনের পলিফেনলস, যেমন punicalagin (পিউনিকালাজিন) এবং ellagic acid (এল্যাজিক অ্যাসিড), যেগুলো ক্যানসার প্রতিরোধে সাহায্য করে বলে মনে করা হয়।

১ দিন আগে

বেকিং পাওডার ও খাবার সোডা কি এক, এটা কতটা নিরাপদ

১ দিন আগে