বইপত্র

অনুষ্ঠিত হলো ‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের প্রকাশনা উৎসব

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪: ৩৬
‘কাঁচামিঠে ফলের ছড়া’র প্রকাশনা উৎসবে ও লেখক ও অতিথিবৃন্দ

১ আগস্ট ২০২৫, শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ে প্রকাশনা উৎসব। আনন্দমুখর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুপ্রজ সাহিত্যিক রফিকুর রশীদ। শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কথাশিল্পী দন্ত্যস রওশন এবং সাহিত্যিক, লোকসংস্কৃতিবিদ ও গীতিকার তপন বাগচী।

অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, "শিক্ষার দুটো দিক রয়েছে। একটি হলো ট্রাডিশনাল, যা আমরা পড়েছি, আপনারাও পড়েন। আরেকটি হলো জাঁ জ্যাক রুশোর পদ্ধতি। তিনি বলেছেন, প্রকৃতির সঙ্গে শেখা। রবীন্দ্রনাথ যা বিশ্বভারতীর মাধ্যমে করিয়ে দেখিয়েছেন। অমিত কুমার কুণ্ডুর ছড়ার বইটি সে রকমই। এর মাধ্যমে প্রকৃতির সান্নিধ্য লাভ করবে শিশুরা ও ওরা শিখবে। এ রকম বই প্রকাশ করার জন্য প্রকাশককে ধন্যবাদ। আমাদের প্রকাশকদের এ ধরনের বই বেশি বেশি করতে হবে।"

প্রধান অতিথি বহুপ্রজ সাহিত্যিক রফিকুর রশীদ বলেন, ‘১২৪টি ফলের ওপর লেখা এই বইয়ের ছড়াগুলো কেবল পাঠকের রসাস্বাদনই করাবে না, শিশুশিক্ষামূলক এই ছড়াগুলো রসোত্তীর্ণও বটে।" তিনি দেশের প্রকাশকদের অংশগ্রহণের ওপর জোর দিয়ে বলেন, ‘"প্রকাশকদের বেশি বেশি এরকম প্রকাশনা উৎসব আয়োজন করা উচিত।’

জ্যেষ্ঠ সাংবাদিক, কথাসাহিত্যিক ও বাংলাদেশের অণুকাব্যের জনক দন্ত্যস রওশন বলেন, ‘পাঠক তৈরির প্রয়াস করতেই পাঞ্জেরী পাবলিকেশন্স এমন ক্ষুদ্রাকৃতির ও নতুন নতুন সাইজের বইয়ের ধারণা বাজারে আনছে। এটা সাধুবাদ পাওয়ার যোগ্য।’

‘শিশুরা ছবিগুলো দেখে কল্পনায় ফল নিয়ে ভাববে। ওরা ফল খাওয়ার প্রতি যেমন আগ্রহী হয়ে উঠবে, তেমনি শিখবেও,’ বলেন সংস্কৃতি সংগঠক ও শিশুসাহিত্যিক সঙ্গীতা ইমাম।

বইটির বিষয়বৈচিত্র্য ও শিল্পসৌকর্য নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফ। ‘কাঁচামিঠে ফলের ছড়া' বই থেকে ছড়া আবৃত্তি করেন প্রতিশ্রুতিশীল বাচিক শিল্পী জান্নাতুল ফেরদৌস মুক্তা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

অবশেষে সম্পর্কের কথা স্বীকার করলেন জয়া

তবে সেই ব্যক্তির নাম বা কোন পরিচয় প্রকাশ করেননি জয়া। শুধু এটুকু জানিয়েছেন যে, তার সেই বিশেষ মানুষ শোবিজ অঙ্গনের নন। এমনকি তারা দু’জন বহু বছর ধরে একসঙ্গে আছেন বলেও জানান এ অভিনেত্রী।

৯ ঘণ্টা আগে

ফ্লাইটরাডার২৪ অ্যাপ : আকাশের ডিজিটাল জানালা

এই অ্যাপ মূলত একটি ‘লাইভ ফ্লাইট ট্র্যাকিং’ প্ল্যাটফর্ম। পৃথিবীর হাজার হাজার বিমান যখন আকাশে উড়ছে, তখন এই অ্যাপ সেই সব বিমানের রিয়েল-টাইম অবস্থান, গন্তব্য, উচ্চতা, গতি এবং এমনকি কোন ধরনের বিমান সেটি—সব তথ্য সরাসরি দেখায়।

৯ ঘণ্টা আগে

পিরিয়ডের ব্যথা কমানোর উপায়

গবেষণায় দেখা গেছে, পৃথিবীর প্রায় ৫০ শতাংশ প্রজননক্ষম নারী কোনো না কোনো মাত্রায় পিরিয়ডের ব্যথায় ভোগেন। তবে এই ব্যথা কমানোর কিছু উপায় রয়েছে, যা চিকিৎসা, জীবনধারা ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে সম্ভব।

১ দিন আগে

গোপাল ভাঁড়কে কেন ফাঁসির আদেশ দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা

১ দিন আগে