ভারতে 'পুতিনের' নিরাপত্তায় পাঁচস্তরের সুরক্ষাব্যবস্থা প্রস্তুত

ডেস্ক, রাজনীতি ডটকম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর কেন্দ্র করে দিল্লিতে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের দক্ষ সদস্য, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআইনির্ভর নজরদারি, সব মিলিয়ে পাঁচস্তরের সুরক্ষাব্যবস্থা প্রস্তুত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুতিন দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সূত্র বলছে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারবেন। পরদিন রাষ্ট্রপতি ভবনে তাকে দেওয়া হবে আনুষ্ঠানিক স্বাগত।

শুক্রবার (৫ ডিসেম্বর) পুতিন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এরপর হায়দরাবাদ হাউজে অনুষ্ঠিত হবে শীর্ষ সম্মেলন ও ভারত মণ্ডপমে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দিনশেষে ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর নৈশভোজেও যোগ দেবেন পুতিন।

এই ব্যস্ত সফরসূচি ঘিরে অতিসতর্ক অবস্থানে রয়েছে দিল্লি। সূত্র জানায়, তার আগমনের আগে রাশিয়ার চার ডজনেরও বেশি শীর্ষ নিরাপত্তাকর্মী দিল্লিতে এসে পৌঁছেছেন। দিল্লি পুলিশ ও এনএসজি সদস্যদের সঙ্গে তারা পুতিনের সম্ভাব্য যাতায়াতপথগুলো পর্যায়ক্রমে পরীক্ষা ও নিরাপদ করছেন।

রুশ প্রেসিডেন্টের কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত ড্রোন সবসময় নজর রাখবে একটি আলাদা নিয়ন্ত্রণকক্ষ থেকে। প্রেসিডেন্টের পুরো গতিপথজুড়ে মোতায়েন থাকবে একাধিক স্নাইপার। পাশাপাশি জ্যামার, এআই মনিটরিং ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা, সবই যুক্ত হয়েছে এই বিস্তৃত প্রযুক্তিভিত্তিক সুরক্ষা বেষ্টনীতে।

সূত্রের বর্ণনায়, পুতিন ভারতে নামার সঙ্গে সঙ্গেই পাঁচ স্তরের নিরাপত্তা বলয় একে একে সক্রিয় হবে। নিরাপত্তাসংক্রান্ত প্রতিটি ইউনিট নিয়মিত যোগাযোগ রাখবে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে। এনএসজি ও দিল্লি পুলিশের সদস্যরা থাকবেন বাইরের বলয়গুলোতে, আর রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সামলাবে অন্তঃবলয়। তবে যখন রুশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে থাকবেন, তখন ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) কমান্ডোরা যুক্ত হবেন অন্তঃবলয়ে।

পুতিন যেসব স্থানে যাবেন, সেগুলোও রুশ নিরাপত্তা কর্মকর্তারা পরিদর্শন করছেন। যে হোটেলে তিনি অবস্থান করবেন, তা সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হয়েছে। এমনকি, সম্ভাব্য আকস্মিক গন্তব্যগুলোর তালিকা তৈরি করে সেগুলোতেও নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে।

পুতিনের নিরাপত্তা ব্যবস্থার বিশেষ আকর্ষণ ‘অরাস সিনাট’, যা সরকারিভাবে তার ব্যবহৃত অত্যাধুনিক বিলাসবহুল সাঁজোয়া লিমুজিন। মস্কো থেকে বিশেষভাবে আনা হচ্ছে এই বিলাসবহুল গাড়িটি। এ বছরের শুরুতে চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে পুতিন ও মোদীকে একই সিনাট গাড়িতে চড়া অবস্থায় দেখা গিয়েছিল।

‘ফোর্ট্রেস-অন-হুইলস’ হিসেবে পরিচিত সেনাট হলো রাশিয়ার অরাস মোটরসের তৈরি একটি পুরোপুরি বিলাসবহুল সাঁজোয়া লিমুজিন। ২০১৮ সালে চালু হওয়া এই গাড়ি পুতিনের সরকারি রাষ্ট্রীয় যান ও কোর্তেজ প্রকল্পের অংশ, যার উদ্দেশ্য রুশ সরকারের জন্য নিজস্ব বিলাসবহুল ও সাঁজোয়া যান তৈরি করা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

২ দফা হামলা চলে ভেনেজুয়েলার নৌ যানে, জানাল হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে দ্বিতীয় দফায় হামলার নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ নির্দেশ ওই কমান্ডার আইনের মধ্যে থেকেই দিয়েছিলেন।

১ দিন আগে

ঘুষবিরোধী কঠোর বার্তা সুইডেন দূতাবাসের

দূতাবাস জানায়, অভিবাসন–সংক্রান্ত প্রক্রিয়ায় অতিরিক্ত সুবিধা দেওয়ার বিনিময়ে সুবিধা নেওয়া বা দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অনৈতিক প্রভাব বিস্তার সুইডেনের মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।

১ দিন আগে

উত্তপ্ত পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

১ দিন আগে

ইন্দোনেশিয়ায় বন্যায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। হাজার হাজার মানুষ এখনো এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং জরুরি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে।

২ দিন আগে