ভারতের সংসদে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার বাজেট অধিবেশনের প্রথম দিন ভারতের সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে খালেদা জিয়ার ‘শোকপ্রস্তাব’ গ্রহণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: সংগৃহীত

ভারতের সংসদে প্রয়াত ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক সংহতির নিদর্শনস্বরূপ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকারপ্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের দুই কক্ষে শোকপ্রস্তাব গ্রহণকে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসাবে দেখা হচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশনের প্রথম দিন উচ্চকক্ষ (রাজ্যসভা) ও নিম্নকক্ষের (লোকসভা) যৌথ অধিবেশনে ‘শোকপ্রস্তাব (অবিচুয়ারি রেফারেন্স)’ গ্রহণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়েছে, ভারতের সংসদ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ঐতিহাসিক দায়িত্বকাল এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের উভয় কক্ষের সদস্যবৃন্দের সঙ্গে খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যে এক মিনিট নীরবতা পালন করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারতের সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভা ও রাজ্যসভার সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির ভাষণের পর নিজ নিজ কক্ষের কার্যতালিকা অনুযায়ী প্রয়াত ভারতীয় সংসদ সদস্যদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

লোকসভায় খালেদা জিয়া, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কালমাদি ও কবীন্দ্র পুরকায়স্থের ওপর শোকবার্তা পাঠ করেন স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এ শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ। এরপর সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া তিনবার দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্ব ও রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়া মারা যান। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভ দমনের পর এবার শুরু হয়েছে ‘গণগ্রেপ্তার’

রয়টার্স ইরানের অভ্যন্তরে থাকা পাঁচ মানবাধিকার কর্মীর বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের অনেককেই পরিচয় গোপন রাখা ‘সেফ হাউস’ বা গোপন কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

১৬ ঘণ্টা আগে

ভিসামুক্ত ভ্রমণ ও বিনিয়োগসহ চীনের সঙ্গে যুক্তরাজ্যের একগুচ্ছ চুক্তি

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের পর ভিসামুক্ত ভ্রমণ সুবিধা, বিনিয়োগসহ একগুচ্ছ চুক্তি ও সমঝোতার ঘোষণা আসে।

১ দিন আগে

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে আইনপ্রণেতাসহ নিহত ১৫

সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।

২ দিন আগে

ইরান অভিমুখে যুক্তরাষ্ট্রের নতুন রণতরি, চাপ বাড়াচ্ছেন ট্রাম্প

এরই মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলো জানিয়ে দিয়েছে, তারা এই সংঘাতে জড়াতে চায় না এবং তাদের মাটি ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। সব মিলিয়ে পুরো অঞ্চলের পরিস্থিতি এখন অত্যন্ত ঘোলাটে।

২ দিন আগে