
ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে অভিবাসী বিক্ষোভকারীদের দমন করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের যে নির্দেশ দিয়েছিলেন, সে নির্দেশকে অবৈধ অভিহিত করে রায় দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) ট্রাম্পের বিরুদ্ধে এ ঐতিহাসিক রায় দেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ কারিন ইমারগাট। এ রায়ের ফলে মার্কিন প্রশাসনের নিজেদের খেয়ালখুশিমতো যত্রতত্র সামরিক বাহিনী ব্যবহারে ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
আদালতের রায়ে অভিবাসী বিক্ষোভকারীদের বিরুদ্ধে এ ধরনের সামরিক শক্তি প্রয়োগে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দমনে ট্রাম্প ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতেও একইভাবে সেনা মোতায়ন করার চেষ্টা করছেন।
আদালতের রায়ে বিচারক ইমারগাট বলেন, পোর্টল্যান্ডে বিদ্রোহ হয়েছে বা বিক্ষোভের কারণে সরকার ফেডারেল আইন প্রয়োগ করতে অক্ষম— এমন দাবি করার কোনো আইনি ভিত্তি নেই। ১০৬ পৃষ্ঠার এ আদেশে তিনি আরও বলেন, ছোট আকারের বিভিন্ন বিক্ষোভ কোনো অভিবাসন আইন বাস্তবায়নে উল্লেখযোগ্য বাধা তৈরি করেছে বলেও প্রমাণও নেই।
হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ট্রাম্প ফেডারেল কর্মকর্তাদের সুরক্ষার জন্য আইনি কর্তৃত্ব প্রয়োগ করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শহরগুলোতে চলমান সহিংসতায় অন্ধ হয়ে বসে থাকবেন না এবং আমরা উচ্চ আদালতে ন্যায় বিচারের আশা করছি।
ধারণা করা হচ্ছে শুক্রবারের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ট্রাম্প প্রশাসন এবং এ মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। এ বিষয়ে অরেগন অ্যাটর্নি জেনারেলের অফিস যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর কাছে কোনো মন্তব্য করেনি।
গত সেপ্টেম্বরে দায়ের করা এ মামলায় পোর্টল্যান্ড শহর এবং অরেগন অ্যাটর্নি জেনারেলের অফিস অভিযোগ করে, সেনা মোতায়নের ন্যায্যতা প্রমাণ করার জন্য ছোট ছোট বিক্ষোভগুলোকে ও সহিংসতাগুলোকে অতিরঞ্জিত আকারে উল্লেখ করেছে ট্রাম্প প্রশাসন।
ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পের এ ধরনের কর্মকাণ্ডকে ‘সামরিক ক্ষমতার অপব্যবহার’ হিসেবে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে অভিবাসী বিক্ষোভকারীদের দমন করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের যে নির্দেশ দিয়েছিলেন, সে নির্দেশকে অবৈধ অভিহিত করে রায় দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) ট্রাম্পের বিরুদ্ধে এ ঐতিহাসিক রায় দেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ কারিন ইমারগাট। এ রায়ের ফলে মার্কিন প্রশাসনের নিজেদের খেয়ালখুশিমতো যত্রতত্র সামরিক বাহিনী ব্যবহারে ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
আদালতের রায়ে অভিবাসী বিক্ষোভকারীদের বিরুদ্ধে এ ধরনের সামরিক শক্তি প্রয়োগে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দমনে ট্রাম্প ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতেও একইভাবে সেনা মোতায়ন করার চেষ্টা করছেন।
আদালতের রায়ে বিচারক ইমারগাট বলেন, পোর্টল্যান্ডে বিদ্রোহ হয়েছে বা বিক্ষোভের কারণে সরকার ফেডারেল আইন প্রয়োগ করতে অক্ষম— এমন দাবি করার কোনো আইনি ভিত্তি নেই। ১০৬ পৃষ্ঠার এ আদেশে তিনি আরও বলেন, ছোট আকারের বিভিন্ন বিক্ষোভ কোনো অভিবাসন আইন বাস্তবায়নে উল্লেখযোগ্য বাধা তৈরি করেছে বলেও প্রমাণও নেই।
হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ট্রাম্প ফেডারেল কর্মকর্তাদের সুরক্ষার জন্য আইনি কর্তৃত্ব প্রয়োগ করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শহরগুলোতে চলমান সহিংসতায় অন্ধ হয়ে বসে থাকবেন না এবং আমরা উচ্চ আদালতে ন্যায় বিচারের আশা করছি।
ধারণা করা হচ্ছে শুক্রবারের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে ট্রাম্প প্রশাসন এবং এ মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। এ বিষয়ে অরেগন অ্যাটর্নি জেনারেলের অফিস যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর কাছে কোনো মন্তব্য করেনি।
গত সেপ্টেম্বরে দায়ের করা এ মামলায় পোর্টল্যান্ড শহর এবং অরেগন অ্যাটর্নি জেনারেলের অফিস অভিযোগ করে, সেনা মোতায়নের ন্যায্যতা প্রমাণ করার জন্য ছোট ছোট বিক্ষোভগুলোকে ও সহিংসতাগুলোকে অতিরঞ্জিত আকারে উল্লেখ করেছে ট্রাম্প প্রশাসন।
ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পের এ ধরনের কর্মকাণ্ডকে ‘সামরিক ক্ষমতার অপব্যবহার’ হিসেবে মন্তব্য করেন।

এক বিবৃতিতে চিনার কোর জানিয়েছে, সতর্ক সেনারা সীমান্তের কাছে সন্দেহজনক ঘোরাফেরা শনাক্ত করে। এ সময় সেনারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করলে তারা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। প্রাণ বাঁচাতে সেনারাও পালটা গুলি করতে বাধ্য হয়।
১ দিন আগে
আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটার মতো বড় বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে। এসব এয়ারলাইন্স বিবৃতিতে বলেছে, তারা যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনা মূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছে।
১ দিন আগে
ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৭ জনের সবার নাম প্রকাশ করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও গ্রেপ্তারি পরোয়ানার তালিকাভুক্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন।
১ দিন আগে
রিপাবলিকানদের দখলে সিনেটে ৫৩টি আসন থাকলেও সরকার পুরোপুরি কার্যকর করতে ৬০টি ভোট প্রয়োজন। এক রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিরোধিতা করায় এখন অন্তত আটজন ডেমোক্র্যাটকে দলীয় অবস্থানের বিপরীতে ভোট দিতে হবে। এখন পর্যন্ত কেবল দুই ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
২ দিন আগে